BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

সোমবার, ১ মার্চ, ২০২১

প্রতিটা কাজ হতে পারে জীবনের শেষ কাজ। অনুপ্রেরণামূলক গল্প। শিক্ষনীয় গল্প

:প্রতিটা কাজ হতে পারে জীবনের শেষ কাজ:

একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইলাে। তাই সে তার মালিকের কাছে গিয়ে বললাে,

”স্যার, আমি এই বাড়ি বানানাের কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই।”

তার মালিক এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিলাে সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। 


সে বললাে, “ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমাদের সাহায্য করবে ?” 


বয়স্ক‌ রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজী হয়ে গেল।‌ কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিল না এবং সে সব সময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক থাকতাে। সব সময় সে বাড়ির চিন্তা করতাে। তাই এর আগে যত কাজ সে করেছিলাে এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরী করা শেষ করলাে তখন তার মালিক বাড়িটি দেখতে এলাে এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বললাে, “এটা এখন থেকে তােমার বাড়ি, তােমার প্রতি আমার উপহার।”


এই কথা শুনে বৃদ্ধ আফসােস করলাে। সে মনে মনে ভাবলাে, “হায় হায় যদি আমি শুধু একবার‌ জানতাম যে আমি আমার নিজের বাড়ি তৈরী করছি তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হতাে।


আমরা যখন কোনো কাজ করবো সেটা নিজের হোক বা অন্য কারোর  তা এই ভেবে করতে হবে "এটাই আমার নিজের কাজ ও এটাই আমার জীবনের শেষ কাজ"।যদি এই ভেবে কোনো কাজ শুরু করা হয় তাহলে তার জীবনে করা সবচেয়ে ভাল কাজ হবে এবং কাজটির প্রতি একটা অন্যরকম ভালোবাসা থাকবে।

 আরও পড়রুনঃ 

সফল মানুষের 12টি ভালো অভ্যাস|জীবনে বেঁচে থাকার 12 টি নিয়ম

ছাত্রদের জন্য ৭টি খারাপ অভ্যাস |

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তৃতা

শিশুদের শিক্ষার জন্য 9 টি টিপস

জীবনে সফল হওয়ার 3 টিপস |সফল হওয়ার সঠিক উপায়

দ্রৌপদী মুর্মুর সাফল্যের গল্প|

অভিনেতা শাহরুখ খানের সাফল্যের গল্প

লতা মঙ্গেশকরের সাফল্যের গল্প|

সৌরভ জোশীর সাফল্যের গল্প

অরবিন্দ অরোরার সাফল্যের গল্প

সালমান খানের সাফল্যের গল্প

এমবিএ চাই ওয়ালা সাফল্যের গল্প

ডাঃ. এপিজে আবদুল কালাম সাফল্যের জন্য 4 নিয়ম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন থেকে শেখার গুরুত্বপূর্ণ বিষয়


২টি মন্তব্য: