BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মার্চ ২৪, ২০২৩

বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ। Bangla sahawata Kendra

বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ –
বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ। Bangla sahawata Kendra

বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ^মোট ২৯২২ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারী প্রার্থীরা এখানে উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। BSK Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।


পদের নাম :- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করানো হবে।


মোট শূন্যপদ :- সব মিলিয়ে মোট ২৯২২ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। 

বেতন (₹) :- নিয়ম অনুযায়ী

চাকরির ধরন :- সরকারি চাকরি

আবেদন মোড :- অনলাইন আবেদন করতে পারবেন।

চাকরির স্থান             :- পশ্চিমবঙ্গের মধ্যে 

ওয়েবসাইট :- bsk.wb.gov.in ভিডিওর Description Box এ দেওয়া আছে।



শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং প্রার্থীদের অবশ্যই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য


বয়সসীমা (Age Limit) ওওওও

আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে।


আবেদন পদ্ধতি :- 

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা BSK ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে পার্থিদের Webel Technology LTD এর অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে স্ক্যান করে আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপএ।

  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।

  • জাতিগত শংসাপত্র।

  • বসবাসের প্রমানপএ।

  • কম্পিউটার সার্টিফিকেট।

  • পাসপোর্ট সাইজের ছবি।


আবেদন মূল্য (Application Fee)

বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।



আবেদনের শেষ তারিখ 

2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের ১২০ দিন অর্থাৎ ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

 প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এরপরে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।


গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত ১৫.০৩.২০২৩

আবেদন শুরু ১৫.০৩.২০২৩

আবেদন শেষ ১২.০৭.২০২৩


প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আমাদের টেলিগ্রাম: Join Here


বন্ধুদের সঙ্গে শেয়ার করুন


রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মার্চ ১৯, ২০২৩

এই বছর থেকেই শুরু ৪ বছরের অনার্স।নতুন পদ্ধতিতে কী কী বলা আছে

এই বছর থেকেই শুরু ৪ বছরের অনার্স। 

আমূল পরিবর্তন স্নাতক স্তরে। এই বছর থেকেই শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক ডিগ্রি | নির্দেশিকা দিল UGC


◾এবছর যারা উচ্চমাধ্যমিক দিচ্ছে, তারা এই নতুন নীতির মধ্যে আসবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর নিয়মকেই কার্যকরী করা হচ্ছে। এছাড়াও এবছর থেকে রাজ্যের একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই চলবে কলেজে ভর্তির প্রক্রিয়া।

◾নতুন পদ্ধতিতে কী কী বলা আছে???

🔹 এখন থেকে যেকোন সময়, যতবার খুশি স্নাতক স্তরে পড়াশোনা করা থেকে বিরত থাকা বা ভর্তি হওয়া যাবে।

🔹 ১ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Certificate

🔹 ২ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে UG Diploma

🔹 ৩ বছর পর পড়া ছেড়ে দিলে দেওয়া হবে Bachelor Degree

🔹 ৪ বছর পড়াশোনা করলে, তবেই মিলবে Honours Bachelor Degree

🔹 এছাড়াও চতুর্থ বছরে থাকছে গবেষণার সুযোগ। যা সম্পন্ন করলে মিলবে Honours with Research Degree

🔹 এছাড়াও স্নাতক স্তরে পড়াশোনার সাথে মিলবে Internship এর সুযোগ। ব্যবসা, শিল্প, কলা, বিজ্ঞান ইত্যাদি সব বিষয়েই মিলবে এই সুযোগ।

🔹 যেকোন সময়ে Offline, Online, ODL, Hybrid পদ্ধতির মধ্যে পরিবর্তন করা যাবে এই নতুন পদ্ধতিতে।

🔹 যেকোন সময় বিষয় পরিবর্তন করারও সুযোগ দেওয়া হবে।

শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মার্চ ১৭, ২০২৩

1লক্ষ শূন্যপদে অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, যোগ্যতা মাধ্যমিক

1 লক্ষ শূন্যপদে অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি, যোগ্যতা মাধ্যমিক 

ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার পোস্ট অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে প্রচুর পরিমাণে শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনারা। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।


আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচের দেওয়া ধাপ গুলি অনুসরন করুন,

1. নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ সর্বপ্রথম ভিজিট করে অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন।

2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে অনলাইন ফর্ম ফিলাপ তথা রেজিস্ট্রেশন করে নিতে হবে।

3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য রাখবেন।

4. আবেদনের ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।

5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করতে বললে সেগুলি এক এক করে আপলোড করে দেবেন।

6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।


প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট

2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড

3. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট

4. উচ্চমাধ্যমিক এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে

6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

নিয়োগকারী সংস্থা ও নিয়োগ স্থান: দেশের অন্যতম সরকারি সংস্থা তথা ভারতীয় ডাক (India Post) এর তরফ থেকে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে সব মিলিয়ে 23 টি পোস্ট সার্কেলে কর্মীদের নিযুক্ত করা হবে।

পদের নাম: পোস্ট অফিসের এই সুবিশাল নিয়োগে (Post Office Recruitment 2022) সব মিলিয়ে প্রধান তিন ধরনের পদে নেওয়া হচ্ছে কর্মী। এর মধ্যে রয়েছে, পোস্টম্যান, মেলগার্ড এবং মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS।

মোট শূন্যপদ: সরকারি এই পোস্ট বিভাগের নিয়োগ (Govt Recruitment 2022) এ অঢেল শূন্যপদে কর্মী নেওয়া হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি 1 লক্ষের কাছাকাছি শূন্যপদে কর্মী নেওয়া হবে। এর মধ্যে পোস্টম্যান পদে 59,099 জীন, MTS পদে 37,539 জন এবং মেলগার্ড পদে 1445 জন কর্মী নেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: আপনি যদি এখানে নিয়োগে অংশগ্রহণ করতে চান তবে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিত থাকলে আরো পদের জন্য উপযুক্ত হবেন।

প্রার্থীর বয়সসীমা: পোস্টাল সার্কেল এর নিয়োগ (Postal Circle Recruitment 2022) এ আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

OFFICIAL WEBSITE: CLICK HERE

MORE WB GOVT JOB: CLICK HERE


শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ২৫, ২০২৩

SSC CHSL Admit Card 2023 Download Link 2023

SSC CHSL Admit Card 2023 Download Link 

SSC CHSL Admit Card 2023 Download Link 2023

SSC CHSL Admit Card 2023: The Staff Selection Commission has activated the SSC CHSL Application Status link for ER, KKR & SR Region on 23rd February 2023 following the release of the SSC CHSL Admit Card 2023 for Tier 1 exam to the candidates who have applied for SSC CHSL 2023 Exam. The candidates can download their SSC CHSL Tier1 Admit Card 2023 from the region-wise links which will be updated in the article below. All the candidates who are now preparing to appear in the SSC CHSL Tier-1 Exam should download their SSC CHSL Tier 1 hall ticket when released officially. Do check all the details including city, centre, exam time and admit card link from the below article once released officially.

SSC CHSL Admit Card Download Link 2023 

SSC has announced the exam date for SSC CHSL Tier 1 2023 to be held from 9th March to 21st March 2023 as per the SSC calendar 2023. The SSC CHSL admit card 2023 for the Tier 1 exam will be released for all SSC regions separately and we will provide the direct link for each region in the table below which redirects to the regional websites. All those candidates who are going to appear in SSC CHSL Tier 1 Exam can check their application status and hall ticket from the below links provided opposite to their respective regions as mentioned below.

Ttt

Click here to Download 


বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ফেব্রুয়ারী ২২, ২০২৩

WBCS 2023 exam এর বিজ্ঞপ্তির কথা ঘোষিত হল আজ

 অবশেষে, বহু প্রতীক্ষার পরে WBCS 2023 exam এর বিজ্ঞপ্তির কথা ঘোষিত হল আজ। 

2023 সালের WBCS Exam নেওয়ার কথা ঘোষণা করল পাব্লিক সার্ভিস কমিশন। ফর্ম ফিলাপ শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। ফর্ম ফিলাপ চলবে ২১ মার্চ পর্যন্ত। 

বিস্তারিত বিজ্ঞপ্তি পাব্লিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট এ জানানো হবে৷ 

প্রিলিমস পরীক্ষার তারিখ নিশ্চয়ই দ্রুত ঘোষিত হবে।