ফনা ও ফ্লোরা কি।ভেজিটেশন।বায়ােরিজিয়ন।ইকোরিজিয়ন

প্রশ্ন:- ফনা কি? what is Fana?

উত্তর:- ফনা’ হল কোনাে একটি অঞ্চলের প্রাণী প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতি পরিচয়, অর্থাৎ কোন্ কোন্ প্রজাতির প্রাণী সেখানে পাওয়া যায়।


প্রশ্ন:- ফ্লোরা কি? What is Flora?

উত্তর:- ‘ফ্লোরা’ হল, কোনাে একটি অঞ্চলের উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতিয় পরিচয়, অর্থাৎ কোন্ কোন্ প্রজাতির উদ্ভিদ সেখানে পাওয়া যায়।


প্রশ্ন:- ভেজিটেশন কাকে বলে? What is vegetation?

উত্তর:- ‘ভেজিটেশন’ হল সেই অঞ্চলের সামগ্রিক উদ্ভিদের বিস্তার, সংখ্যা, ধরন, প্রকৃতি এই সব কিছুর অপেক্ষাকৃত অবৈজ্ঞানিক পরিচয়। নাম ধরে, সংখ্যা মিলিয়ে, প্রজাতির হিসাব করে এই পরিচয় তৈরি হয় না।


প্রশ্ন:- বায়ােরিজিয়ন কাকে বলে?What is BioRegion?

উত্তর:- বায়ােরিজিয়ন (Bioregion); বায়ােরিজিয়ন হল এমন একটি বাস্তুতান্ত্রিক ও ভৌগােলিক অঞ্চল, যা ইকোজোন অপেক্ষা ছােটো, কিন্তু ইকোরিজিয়ন ও ইকোসিস্টেম অপেক্ষা বড়াে। উদাহরণস্বরূপ, ইন্দো-মালয় ইকোজোনের অন্তর্গত বায়ােরিজিয়নগুলি হল—ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্দোচায়না, সুন্দা সেলফ অ্যান্ড ফিলিপিনস।


প্রশ্ন:- ইকোরিজিয়ন কাকে বলে?What is ecoregion

উত্তর:- ইকোরিজিয়ন (Ecoregion); ইকোরিজিয়ন বা ইকোলজিক্যাল রিজিয়ন বলতে বােঝায় অপেক্ষাকৃত বড়াে স্থল বা জলভাগ, যেখানে জীবসম্প্রদায় ও প্রজাতির ভৌগােলিক ও চরিত্রগত দিক দিয়ে স্বতন্ত্র সমাবেশ দেখতে পাওয়া যায় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now