ইলিয়াস নবম শ্রেণির বাংলা গল্প গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির বাংলা গল্প প্রশ্ন উত্তর PDF

ইলিয়াস নবম শ্রেণির বাংলা গল্পর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর |নবম শ্রেণির বাংলা গল্প  প্রশ্ন উত্তর PDF |Class 9 Bengali Golpo iliyas question in bengali  pdf


আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণির বাংলা গল্প ইলিয়াস প্রশ্ন উত্তর PDFclass 9 Bengali Iliyas Golpo question Pdf | WB Class nine Bengali question pdf |WBBSE পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণি বাংলা গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে।


তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে |নবম শ্রেণি বাংলা গল্প ইলিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর pdf download । Class ix Bengali Golpo Question Pdf  ডাউনলোড করো । এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাক।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf ,Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

‘ইলিয়াস’ নবম শ্রেণির বাংলা গল্পের প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Location:- Google Drive


পিডিএফ ডাউনলোড করতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হয়ে যাও। ওখানে পিডিএফ পেয়ে যাবে। join now

Download: click Here to Download

ইলিয়াস mcq প্রশ্ন

1 আরও পড়রুনঃ 

সফল মানুষের 12টি ভালো অভ্যাস|জীবনে বেঁচে থাকার 12 টি নিয়ম

ছাত্রদের জন্য ৭টি খারাপ অভ্যাস |

শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তৃতা

শিশুদের শিক্ষার জন্য 9 টি টিপস

জীবনে সফল হওয়ার 3 টিপস |সফল হওয়ার সঠিক উপায়

দ্রৌপদী মুর্মুর সাফল্যের গল্প|

অভিনেতা শাহরুখ খানের সাফল্যের গল্প

লতা মঙ্গেশকরের সাফল্যের গল্প|

সৌরভ জোশীর সাফল্যের গল্প

অরবিন্দ অরোরার সাফল্যের গল্প

সালমান খানের সাফল্যের গল্প

এমবিএ চাই ওয়ালা সাফল্যের গল্প

ডাঃ. এপিজে আবদুল কালাম সাফল্যের জন্য 4 নিয়ম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন থেকে শেখার গুরুত্বপূর্ণ বিষয়


নবম শ্রেণি বাংলা গল্প  1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর [একটি বাক্যে উত্তর দাও]

নবম শ্রেণির বাংলা গল্প ইলিয়াস 1 নং প্রশ্ন উত্তর

১ইলিয়াস' গল্পটি কার লেখা?

উত্তর: ইলিয়াস' গল্পটি রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা।

PDF Download link Click here 

2.*ইলিয়াস' গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন?

উত্তর: ইলিয়াস' গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত।


৩, ইলিয়াস কোথায় বসবাস করত? ?

উত্তর: 'ইলিয়াস' গয়ের প্রধান চরিত্র ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বসবাস করত।

৪. ইলিয়াস কোন্ জনগােষ্ঠীর মানুষ ছিল? [বহরমপুর কে এন কলেজ স্কুল

উত্তর: ইলিয়াস বাকির জনগােষ্ঠীর মানুষ ছিল।


5.ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল?

উত্তর: ইলিয়াস যখন পিতৃহীন হয়, তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল।


৬. “এই তার যা কিছু বিষয় সম্পত্তি'—কী কী বিষয়সম্পত্তির কথা বলা হয়েছে?

উত্তর: উধৃতাংশে তার বিষয়সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটো গােরু এবং কুড়িটা ভেড়ার কথা বলা হয়েছে।


7.“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল”—কীভাবে ইলিয়াসের অবথার উন্নতি হয়েছিল?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রীর ব্যবসায়িক বুদ্ধিতে এবং সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয়েছিল।


8.কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল?

[হাওড়া জেলা স্কুল]

উত্তর: দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল।


৯ "ইলিয়াসের তখন খুব নােলদােও"--[ীতাবে তার নােবােয়াও হল)

উত্তর: পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালি..হয়ে ওঠে। ফলে চারদিকে চোর নাম ছড়িয়ে পড়ে।


১১. “ওর তাে মরবারই দরকার নেই।কার, কেন যাবার দরকার নেই?

উত্তরঃ বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনাে কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার 'রকার নেই |

১২, "দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।' কার সঙ্গে তিথিরা দেখা করতে আসে?

উত্তর: দূরদূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত।

১৩, যায় অতিথিদের কী দিয়ে সেবা করত?

উত্তর: ইলিয়াস তার অতিথিদের কুমিস, b, শরবত, মাংস প্রভৃতি ভােজ্য ও পানীয় দিয়ে সেবা করত।


১৪, ইলিয়াসের কয়টি সন্তান ছিল?

উত্তর: ইলিয়াসের দুই ছেলে ও এক মেয়ে অর্থাৎ মােট তিনটি সন্তান ছিল |

১৫, ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কীভাবে সাহায্য করত?

উত্তর: ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গোরু-ভেড়া চরিয়ে তার কাজে সাহায্য করত।


১৬, “তারা ত্রায়েশি হয়ে উঠল"---কারা, কখন আয়েশি হয়ে উঠল?

উত্তর: ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েশি হয়ে উঠল।


১৭. ইলিয়াসের বড়াে ছেলেটির কীভাবে মৃত্যু ঘটে?

উত্তর: ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করা, তখন এক মারামারির ঘটনায় তার বড়ো ছেলেটির মৃত্যু ঘটে।


১৮, “বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।'—কাদের কেন বাড়ি

থেকে তাড়িয়ে দেওয়া হল?

উত্তর: ইলিয়াসের ছােটো ছেলে একটি মুখরা মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল।

১১, ‘ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল'-কেন?

উত্তর: ছােটো ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল ||

২০, ইলিয়াসের অনেকগুলি ভেড়ার কীভাবে মৃত্যু ঘটল?

উত্তরঃ ভেড়ার পালে মড়ক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download

২১, “অনেক গােরু-মােয় না খেয়ে মরল'-কেন?

উত্তর: দুর্ভিক্ষের ফলে খড়ের অভাবে শীতকালে অনেক গােরু-মােষ না খেতে পেয়ে মারা যায়।


২২. কানা ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি চুরি করেছিল?

উত্তর: 'কিরবিজ'রা ইলিয়াসের সবচেয়ে ভালাে ঘােড়াগুলি চুরি করেছিল।


২৩কখন ইলিয়াসের শরীরের জোর কষতে লাগল?

উত্তর: সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থার যত অবনতি ঘটতে লাগল। ততই তার শরীরের জোরও কমতে লাগল।

২৪, সত্তর বছর বয়সে দুদশার চিরমে নেমে ইলিয়াস কী কী বিক্রি করতে PDF Download link Click here বাধ্য হল?

-

উত্তর: সত্তর বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট,কম্বল, ঘােড়ার জিন, তাবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হল।


১৫, বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত ও কীভাবে খাবার জোগাড় করত?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লােকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত।

২৬. ইলিয়াসের স্ত্রীর নাম কী?

উত্তর: ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শাম-শেমাগি।

২৭. বৃদ্ধ বয়সে ইলিয়াসের সম্বল বলতে কী রইল?

উত্তর: ইলিয়াসের সম্বল ছিল লােমের তৈরি একটি কোট, টুপি,জুতাে এবং বুট সমেত একটা বোঁচকা আর স্ত্রী শাম-শেমাগি।


২৮, “বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই'—কেন?

উত্তর: ইলিয়াসের বিতাড়িত ছােটো পুত্র বিদেশে থাকত এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও শাম-শেমাগিকে সাহায্যের কেউ ছিল না


১. বৃদ্ধ ইলিয়াসকে দেখে কার তার প্রতি করুণা হয়েছিল?

উত্তর: বৃদ্ধ ইলিয়াসকে দেখে মহম্মদ শা নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল।

২ আর লােকও ভালাে’-এখানে ভালাে লােক কে?

উত্তর: লিও তলস্তয়ের ‘ইলিয়াস' গল্পের উধৃতাংশটিতে ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ শা-কে ভালাে লােক বলা হয়েছে |

৩, “তার খুব দুঃখ হলাে—কার, কেন দুঃখ হল?

উত্তর: সচ্ছল অবস্থায় ইলিয়াস অত্যন্ত অতিথিবৎসল ছিল। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মহম্মদ শার দুঃখ হল।

৪, মুহম্মদ শা ইলিয়াসকে কী কাজ দিল?

উত্তর: মহম্মদ শা ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের খেত দেখভাল করা এবং শীতকালে গােরু-ঘােড়াদের খাওয়ানাের কাজ দিয়েছিল |

৫, ইলিয়াসের স্ত্রীর জন্য মহম্মদ শা কী কাজ দিয়েছিল?

উত্তর: মহম্মদ শা ইলিয়াসের স্ত্রীকে ঘােটকীদের দুধ দোয়ানাে এবং কুমিস তৈরির কাজ দিয়েছিল।

৬, “এছাড়া যদি কখনও কিছু লাগে, বলবে, তাও দেবাে।”—কে, কাকে এ

কথা বলেছিল?

উত্তরঃ বৃদ্ধ ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ শা ইলিয়াসকে এ কথা বলেছিল |

৭, ইলিয়াস ও তার স্ত্রী মহম্মদ শার বাড়িতে কীসের মতাে কাজ করত?

উত্তর: ইলিয়াস ও তার স্ত্রী মহম্মদ শার বাড়িতে ভাড়াটে মজুরের মতাে কাজ করত।

৮, “ক্রমে ক্রমে সব সয়ে গেল”—কার কী সয়ে গেল?

উত্তর:বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মহম্মদ শার বাড়িতে থেকে

ভাড়াটে মজুরের মতাে পরিশ্রম করত। প্রথমদিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে যায়।

১, “তা ছাড়া তারা অলস নয়”—কারা অলস নয়?

উত্তর: লিও তলস্তয়ের ইলিয়াস' গল্পের উধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগির কথা বলা হয়েছে |

১০, “তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে....”—“সম্পন্ন মানুষ দুটি কারা?

উত্তর: উধৃতাংশে ‘সম্পন্ন মানুষ দুটি' বলতে একসময় ধনী বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগির কথা বলা হয়েছে।

১১, মহম্মদ শার বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কী ছিলেন?

উত্তর: মহম্মদ শার বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পন্ডিত বা মােল্লাসাহেব।

১২, মোহাম্মদ সা অতিথিদের জন্য কী মরাতে বছি?

উত্তরঃ মহম্মদ পাপ্য অতিথিদের জন্য একটি জােড়া মরতে বলেছিল।

উত্তর: বৃদ্ধ চার ইলিয়াস, যে একসময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তার বিশেষত্মর কথাই বলতে চেয়েছেন সাদ প্য

১৪, “এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল’-কে সরাচ্ছেরে ধনী ছিল?

উত্তর: আলােচ্য উবৃত্যংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধন্য।

ছিল।

১৫. “কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর”-কর সুনামের কথা বলা

উত্তর: আলােচ্য উতংশে বর্তমানে দরিদ্র কৃষ কিন্তু একসময়ের ধনী ও

অতিথিপরায়ণ ইলিয়াসের সুনানের কথা বলা হয়েছে।

১৬, “অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুক শব্দ প্রল"-অতির্বিদের বিশ্বরের কারণ কী?

উত্তর; একসময়ের ধনী এবং অতিথিপরায়ণ ইলিরার ও তার স্ত্রী মুহম্মদ শা-র বাড়িতে মজুরের কাজ করার কথায় অতিথিদের বিস্ময় জালে।

১৭, অতিথির মতে ভাগ্য কাঁসের মতাে যােরে?

উত্তর: মহম্মদ শারবাড়িতে আগত অতিথির মতে ভাগ্যচকার মতাে ঘােরে।

১৮, “লােকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি?”—কে, কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছেন?

উত্তর: মহম্মদ শার বাড়িতে আগত অতিথি বর্তমানে মহম্মদ শার নম্বুর বৃখ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।


১. অতিথি ইলিয়াসকে কী জিজ্ঞাসা করেছিলেন?

উত্তর: সুখসমৃদ্ধির জীবন হারিয়ে বর্তমান দুরবস্থার কথা ভেবে ইলিয়াসের মানসিক কষ্ট হয় কি না, অতিথি তা জানতে চেয়েছিলেন |

২. “তার মনেও যা মুখেও তাই”—কার মন ও মুখ সমান?

উত্তর: লিও তলস্তয়ের ইলিয়াস’ গল্পের ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী শাম-শেমাগির মন ও মুখ সমান বলা হয়েছে।

৩এ বিষয়ের কথা তিনিই পুরো সত্য বলতে পারবেন'-~-কান্

উত্তর: এবিষয়ে বলতেবৃদ্ধইলিয়াস ও তারীর অতীত জীবনের সুখসমৃদ্ধি এবং বর্তন জীবনের দুরবস্থায় মানসিক কষ্টের কথা বলা হয়েছে।

 ৪. অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে কী জানতে চেয়েছিলেন?

[মহিষাদল রাজ হাই স্কুল)

উত্তর: অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিলেন।

5. বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী এক বাস করেছে?

न উত্তর: দীর্ঘ পঞ্চাশ বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করেছে।

৬. “কিন্তু কখনও পাইনি"- কখনও কে কী পায়নি?

উত্তর: দাম্পত্যের পঞ্চাশ বছরেও ইলিয়াস এবং তার স্ত্রী সম্পত্তির চিন্তায় সুখের সন্ধান পায়নি।


 ৭. “তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ"--কখন সত্যিকারের সুখ

পাওয়া গেছে?

উত্তর: সর্বহারা হয়ে মহম্মদ শার বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস দম্পতির পাওয়া প্রকৃত সুখের কথা বলা হয়েছে।

৮, “অতিথিরা বিস্মিত'-কেন?

উত্তরঃ ধনীজীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছেন—শাম-শেমাগির মুখে এ কথা শুনে অতিথিরা বিস্মিত হয়।


১, “কথা বলবার সময় নেই |'-কখন কথা বলবার সময় ছিল না?

উত্তর: যখন তারা ধনী ছিলেন তখন শাম-শেমাগি এবং ইলিয়াসের কথা

বলার সময় ছিল না।


১০. ফলে সারারাত ঘুমই ছিল না।'—সারারাত ঘুম না থাকার কারণ কী ছিল?

[রামকৃয় মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া)

উত্তর: রাতে ঘুমােতে গিয়ে দুশ্চিন্তা হত যে মা-ভেড়া হয়তাে বাচ্চাগুলােকে চেপে মেরে ফেলল, তাই সারারাত ঘুম হত না |

১১, “নিজেদের স্বার্থে তাদের ওপর নজর রাখি'—কীসের প্রতি নজর

দেওয়ার কথা বলা হয়েছে?

উত্তর: মজুররা ঠিকমতাে পরিশ্রম করছে কি না সেদিকে নজর রাখার কথা

বলা হয়েছে।

১২. “অন্যদিকে দুশ্চিন্তা'—কোন্ দুশ্চিন্তার কথা বলা হয়েছে?

উত্তর: নেকড়ে এসে ঘােড়ার বাচ্চা বা গােরুর বাছুর নিয়ে গেল কিনা কিংবা

চোর এসে ঘােড়াগুলােকে নিয়ে গেল কি না—এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে।

১৩, অন্যের কাজ করার জীবনে শাম-শেমাগিরা কীসের সময় খুঁজে

পেয়েছিল?

উত্তর: মহম্মদ শার কাজ করার সময় শাম-শমাগিরা মনের কথা আলােচনা

করার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় খুঁজে পেয়েছিল।

১৪, “আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম..."—অবুঝ হওয়ায় তারা কী

করেছিল?

উত্তর: দীর্ঘদিন ধনীজীবন কাটানাের কারণে ইলিয়াস আর তার স্ত্রী অবুঝ হয়ে সম্পত্তি হারিয়ে কেঁদেছিল৷


File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download


ইলিয়াস 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

নবম শ্রেণির বাংলা গল্প ইলিয়াস 3 নং প্রশ্ন উত্তর


ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর| শব্দসীমা কমবেশি ৬০]প্রতিটি প্রশ্নের পূর্ণমান 3।

ইলিয়াস 3 নম্বরের প্রশ্ন উত্তর Pdf


1.“এই তার যা কিছু বিষয়-সম্পত্তি ।”—কার, কোন্ বিষয়সম্পত্তির কথা

বলা হয়েছে?১+২

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে ‘তার' বলতে রাশিয়ার উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বােঝানাে হয়েছে।

 ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গেছিলেন, তা হল সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া। এই বিষয়সম্পত্তির কথাই প্রশ্নোবৃত অংশে বলা হয়েছে।


2.“প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল।'—কার অবস্থার, কীভাবে উন্নতি হতে লাগল?১+২ (নবাব বাহাদুর ইন্সটিটিউশন]

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহূত উদ্ধৃতাংশে ইলিয়াসের অবস্থার উন্নতির কথা বােঝানাে হয়েছে।

» ইলিয়াসের বাবা যখন মারা যান, তখন তিনি সম্পত্তি বলতে সাতটা ঘােটকী, দুটি গােরু এবং কুড়িটা ভেড়া রেখে গেছিলেন। কিন্তু ইলিয়াসেরবুদ্ধি ও পরিশ্রমে সেই সম্পত্তি ক্রমশ বাড়তে থাকে। ইলিয়াস এবং তার স্ত্রীসকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করত। এর ফলেই প্রতি বছর তীদের অবস্যার ক্রমশ উন্নতি হতে থাকে।


৩, “পাশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে।”—তাকে' বলতে যার কথা বলা হয়েছে, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কী?

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্প থেকে উদ্ধৃতাংশে ‘তাকে বলতে কাহিনির প্রধান চরিত্র বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসকে বােঝানাে হয়েছে।

পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে।ওঠে দুলাে ঘােড়া, দেড়শাে গােরু-মোষ, বারােশাে ভেড়া ও ভাড়াটে মজুরদের। মনিব হয়ে ওঠে ইলিয়াস| তার এই সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পত্তি দেখেই প্রতিবেশীরা সকলে তাকে হিংসা করতে শুরু করে।


৪, “ইলিয়াসের তখন খুব বােলবােলাও'—'বােলবােলাও' শব্দের অর্থ উল্লেখ করে উধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করাে। অথবা, ইলিয়াসের বােলবােলাও কীভাবে হয়েছিল?

[রাগ করােনেশন হাই স্কুল]

উত্তর: লিও তলস্তয় রচিত 'ইলিয়াস' গল্পে ব্যবহৃত উধৃতাংশে ‘বােলবােলাও

শব্দের অর্থ হল নামডাক বা খ্যাতি।

দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রম এবং সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল

সম্পত্তির মালিক হয়ে ওঠে। দুশাে ঘােড়া, দেড়শো গােরু-মােষ এবং বারােশাে

ভেড়া-সহ ভাড়াটে মজুর-মজুরনির মনিবে পরিণত হয় ইলিয়াস৷ ক্রমশ তার

খ্যাতি এবং পরিচিতি দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। এই কারণেই, আশেপাশের

সকলেই তাকে হিংসা করতে থাকে।


৫, “দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে।'অতিথিরা যার সঙ্গে দেখা করতে আসত সে অতিথিদের কীভাবে সেবা করত?


উত্তর: লিও তলস্তয় রচিত 'ইলিয়াস’ গল্পে দূরদূরান্ত থেকে খ্যাতনামা ব্যক্তিরা ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসত। অতিথিপরায়ণ ইলিয়াস অতিথিদের স্বাগত জানিয়ে সকলকেই অত্যন্ত খাতির করত। তার বাড়িতে আগত অতিথির সংখ্যা অনুযায়ী একাধিক ভেড়া কিংবা ঘােটকী মারা হত! কুমিস, চা, শরবত, মাংস ইত্যাদি উৎকৃষ্ট খাদ্য আর পানীয় দিয়ে ইলিয়াস অতিথিদের সেবা করত।


প্রশ্ন: ৬, “ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলাে।”—কাদের, কেন, কীভাবে তাড়িয়ে দেওয়া হল?

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ইলিয়াস তার ছােটো ছেলে এবং

বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াসের ছােটো ছেলের স্ত্রী ছিল অত্যন্ত ঝগড়াটে। তাই বিয়ের পর থেকেই তারা ইলিয়াসের আদেশ অমান্য করতে শুরু করেছিল। সেই কারণেই ক্ষুব্ধ ইলিয়াস তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। তবে ধর্মপরায়ণ ইলিয়াস তাদের নিজের সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত করেনি। সে একটা বাড়ি এবং কিছু গােরু-ঘােড়া তাদের দিয়েছিল।


7.* “ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল।'—ইলিয়াসের অবস্থা কীভাবে খারাপ হয়ে পড়ল?

উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস' গল্পে নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গােরু-ঘােড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ে। এর পরপরই ভেড়ার পালে মড়ক লেগে তার অনেকগুলি ভেড়া মারা যায়। তার পরের বছর দুর্ভিক্ষে খড়ের অভাবে শীতকালে অনেক গােরু-মােষ না খেতে পেয়ে মারা যায়। এর ওপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালাে ঘোড়াগুলি চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে।





1:“সে একেবারে সর্বহারা হয়ে পড়ল।'—এখানে যার কথা বলা হয়েছে, সে কীভাবে সর্বহারা হয়ে পড়ল?


উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে 'সে' বলতে ইলিয়াসকে বােঝানাে হয়েছে।

একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস তার অবাধ্য এবং বিতাড়িত ছােটো ছেলেকে একটা বাড়ি এবং কিছু সংখ্যক গােরু-ঘােড়া দিয়ে দেওয়ার ফলে তার সম্পত্তিতে টান পড়ে। এরপরে মড়ক এবং দুর্ভিক্ষের কারণে তার অনেকগুলি ভেড়া এবং গােরু-মােম মারা গেলে আর কিরবিজরা তার ভালাে ঘােড়াগুলি চুরি করে নিলে তার দুর্দশা চরমে ওঠে। সত্তর বছর বয়সে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘােড়ার জিন, তঁাবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে।


2., "বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই!''যে বৃদ্ধ দম্পতির কথা বলা হয়েছে, তাদের সাহায্য করার কেউ নেই কেন?

উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস' গল্পে বৃদ্ধ দম্পতি বলতে ইলিয়াস ও

তার স্ত্রী শাম-শেমাগিকে বােঝানাে হয়েছে |

একদা বিপুল সম্পত্তির মালিক ইলিয়াস যখন মড়ক, দুর্ভিক্ষ, চুরি ইত্যাদির ফলে সর্বহারা হয়ে পড়ে তখন তার বিতাড়িত ছােটো পুত্রও অনেক দূরদেশে বসবাস করত। তাদের একমাত্র মেয়েটিও মারা গিয়েছিল | ফলে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীর রম দুর্দশায় তাদের সাহায্য করার মতাে নিজের কেউ ছিল না।


২. “এ বিষয়ে তিনিই পুরাে সত্য বলতে পারবেন।”—“তিনি' বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন?১+২


উত্তর: লিও তলস্তয় রচিত 'ইলিয়াস' গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তিনি বলতে

ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগির কথা বােঝানাে হয়েছে।

মহম্মদ শার বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখসমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কি না। উত্তরে ইলিয়াস বলে যে, এ বিষয়ে তার স্ত্রী শাম-শেমাগিই ভালাে বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছাই প্রকাশ পাবে।


2.“অতিথিরা বিস্মিত।'—অতিথিরা বিস্মিত হলেন কেন?

উত্তর: লিও তলস্তয় রচিত 'ইলিয়াস' গল্পে অতীতজীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের দিক থেকে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন মহম্মদ শার বাড়িতে আগত একজন অতিথি | এর উত্তরে ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগি তাঁদের জানায় যে পঞ্চাশ বছরের দাম্পত্যজীবনে প্রচুর ধনসম্পদের অধিকারী হয়েও তারা সুখ খুঁজে পায়নি৷ কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের জীবন কাটানােয় তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। এই কথা শুনে অতিথিরা বিস্মিত হন৷


3. “সুখী জীবন কাকে বলে কোনােদিন বুঝিনি।”—প্রসঙ্গ উল্লেখ করে\ উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখাে।

উত্তর: লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস' গল্পে মহম্মদ শার বাড়িতে আগত

একজন অতিথির প্রশ্নের উত্তরে শাম-শেমাগি তার এবং ইলিয়াসের দাম্পত্যজীবন সম্পর্কে এ কথা বলেছে |জীবন সম্পর্কে উপলব্ধির কথা বলতে গিয়ে সে জানায়, একসময় ধনী জীবনে তারা কখনও সুখের সন্ধান পায়নি। তাদের জীবনে মনের কথা ভাববার কিংবা বলবার, ভগবানের কাছে প্রার্থনা করার সুযােগ ছিল না। শুধু এক দুশ্চিন্তা থেকে আর-এক দুশ্চিন্তায় তাদের জীবন কেটে গেছে। সুখকে খুঁজে ফিরলেও সুখ তাদের কাছে ধরা দেয়নি কখনও।


/১, ইলিয়াসের অতিথিবৃত্বেলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো।”—যার দুঃখের কথা বলা হয়েছে সে দুঃখ নিবারণের জন্য কী করল?

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ

শার খুব দুঃখ হল।

ইলিয়াস যেভাবে অতিথিদের আদর যত্ন করত, সেকথা মনে করে মহম্মদ শা বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিল। সে ইলিয়াসকে তার সাধ্য অনুযায়ী গ্রীষ্মকালে তার তরমুজের খেতে কাজ করতে এবং শীতকালে গোরু-ঘােড়াগুলি দেখাশােনা করতে, আর তার স্ত্রীকে

দুধ দোয়া এবং কুমিস তৈরির কাজ করার প্রস্তাব দেয়। এর বিনিময়ে তাদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করা হবে। এরপরেও অতিরিক্ত কিছু লাগলে মহম্মদ শা তা-ও দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।


২ “হলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল।'—কোন্ প্রতিবেশীর কথা বলা

হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কী?১+২ [হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউশন]

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে প্রতিবেশী বলতে মহম্মদ শার কথা বলা হয়েছে।

> সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল তার তাড়িয়ে দেওয়া। পুত্রও অনেক দূরদেশে থাকত, মেয়েও মারা গিয়েছিল। চূড়ান্ত দুদশীর অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মহম্মদ শা সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই রিম

বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মুহম্মদ শা-কে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল।


৩, “ক্রমে ক্রমে সব সয়ে গেল।"_সয়ে যাওয়া শব্দের অর্থ উল্লেখ করে উধৃতাংশটির তাৎপর্য লেখাে।

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্প থেকে উদ্ধৃতাংশে ‘সয়ে যাওয়া বলতে সহ্য হয়ে যাওয়া বা মানিয়ে নেওয়া বােঝানাে হয়েছে।

বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি বিপুল সম্পত্তি হারিয়ে সর্বহারা হয়ে প্রতিবেশী মহম্মদ শার বাড়িতে আশ্রয় পেয়েছিল | এর বিনিময়ে ইলিয়াসকে গ্রীষ্মকালে মহম্মদ শার তরমুজ খেতে কাজ করতে হত এবং শীতকালে গােরু-ঘােড়াদের খাওয়াতে হত। তার স্ত্রী শাম-শোবির কাজ ছিল ঘােটকীর দুধ দোয়া এবং কুমিস তৈরি করা | প্রথমদিকে ভাড়াটে মজুরের মতাে কাজ করে খেতে কষ্ট হলেও মনের জোরে ধীরে ধীরে তাদের সব সয়ে গেল



ইলিয়াস বড় প্রশ্ন উত্তর,

নবম শ্রেণির বাংলা গল্প  5 নং প্রশ্ন উত্তর


ইলিয়াস 5 নম্বরের প্রশ্ন উত্তর Pdf

বিশ্লষণধর্মী ও রচনাধর্মী প্রশ্ন ও উত্তর[ শব্দসীমা কমবেশি ১৫০] প্রতিটি প্রশ্নের পূর্ণমান 5


1.‘ইলিয়াস তাে ভাগ্যবান পুরুষ;"—কারা, কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায়? এই উক্তি তুমি সমর্থন কর কি না যুক্তি-সহ লেখাে। ৩+২

উত্তর: লিও তলস্তয়ের ‘ইলিয়াস' গল্পে ইলিয়াসের আশেপাশে থাকা লােকজন তার সম্পর্কে মন্তব্যটি করেছিল| ইলিয়াসের বিয়ের পরে যখন তার বাবা মারা গিয়েছিল তখন সে না ধনী, না দরিদ্র | সাতটা ঘােটকী, দুটো গােরু আর কুড়িটা ভেড়া ছিল তার সম্পত্তি | কিন্তু ইলিয়াসের সুপরিচালনা আর তার এবং তার স্ত্রীর কঠোর পরিশ্রমে প্রতি বছরই ইলিয়াসের অবস্থার উন্নতি হতে থাকে। পঁয়ত্রিশ বছরের পরিশ্রমে ইলিয়াস দুশাে ঘােড়া, দেড়শাে গােরু-মহিষ আর বারােশাে ভেড়ার মালিক হয়। ভাড়াটে মজুররা তার গােরু- ঘােড়ার দেখাশোনা করত | ভাড়াটে মজুরনিরা দুধ দুইত, কুমিস-মাখন-পনির তৈরি করত। ইলিয়াসের নামডাক তখন চারপাশে ছড়িয়ে পড়েছিল। তার আশেপাশের লােকেরা তখনই হিংসায় জ্বলে গিয়ে হয়ে উধৃত মন্তব্যটি করেছিল |


 ইলিয়াসের উন্নতি হয়েছিল ভাগ্যের জোরে নয়, তার পরিশ্রমের কারণে। মানুষের চেষ্টা, ইচ্ছাশক্তি আর লক্ষ্য যে তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, তার সার্থক উদাহরণ ইলিয়াস| তাই ভাগ্যকে তার সাফল্যের ভিত্তি বললে এই পরিশ্রমের সাফল্যকেই ছােটো করে দেখানাে হয় ।



১ইলিয়াসের অতিথিবৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলাে।'—কার কথা বলা হয়েছে? সে কী করেছিল? ইলিয়াসের জীবনে তার কী প্রভাব পড়েছিল? ১+২+২

উত্তর: ইলিয়াস' গল্পে উল্লিখিত অংশে ইলিয়াসের প্রতিবেশী মহম্মদ শার

কথা বলা হয়েছে।

• মহম্মদ শা নিজে ধনী না হলেও তার অভাব ছিল না। সে ছিল খুব ভালাে লােক। তাই ইলিয়াসের দুরবস্থায় তার খুব দুঃখ হয় এবং সে ইলিয়াস ও তার স্ত্রীকে নিজের বাড়িতে এসে থাকতে বলে। এর বিনিময়ে ঠিক হয় ইলিয়াস তার ক্ষমতা অনুযায়ী গরমকালে তরমুজ খেতে কাজ করবে। আরশীতকালে গােরু-ঘােড়াদের খাওয়াবে। তার স্ত্রী শাম-শেমাগি ঘােটকীগুলাের দুধ দুইবে এবং কুমিস তৈরি করবে। মহম্মদ শা তাদের দুজনেরই খাওয়াপরার দায়িত্ব নেয়। এ ছাড়াও যদি কিছু লাগে তা দিতে প্রতিশ্রুত হয়৷


ইলিয়াস এই উদারতার জন্য মহম্মদ শা-কে ধন্যবাদ দিয়েছিল| ভাড়াটে মজুরের মতাে কাজ করতে গিয়ে প্রথমদিকে তাদের খুবই কষ্ট হত, কিন্তু ক্ৰমে সবই সহ্য হয়ে গেল। যত পারত কাজ করত, আর মহম্মদ শার বাড়িতে থাকত। একদিন নিজেরা মনিব ছিল বলে তারা সব কাজই ভালােভাবে করতে পারত। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে, অর্থ-সম্পত্তিই সুখের ভিত্তি নয়—তা ইলিয়াস ও তার স্ত্রী উপলব্ধি করে। কাজের বাইরে ফঁাকা সময়টা তারা গল্প করার বা ভাবার কাজে লাগাতে পারে। আগের থেকে অনেক দুশ্চিন্তামুক্ত এই জীবনেই তারা প্রকৃত সুখ খুঁজে পায়৷



2/ “পশ বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি।” –এই সুখের

পরিচয় দাও।

উত্তর: লিও তলস্তয় রচিত 'ইলিয়াস' গল্পে বৃদ্ধ ইলিয়াস দম্পতি অবশেষে। 


দীর্ঘ পঞ্চাশ বছরের দাম্পত্যজীবন পেরিয়ে সুখ খুঁজে পেয়েছে |দীর্ঘ পঞশ বছরের দাম্পত্যজীবনের বেশিরভাগ সময়ই তাদের কেটেছে। প্রাচুর্যে। শাম-শেমাগি এ প্রসঙ্গে বলে, সেই জীবনে নিজেদের জন্য তাদের কোনাে সময় ছিল না। এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করারও সময় ছিল না |কিন্তু বর্তমানে সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের কাজ করে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে| মনিবের সেবা করার ফঁাকে নিজেদের মধ্যে সুখ-দুঃখের কথা আলােচনা করা কিংবা ভগবানের কাছে প্রার্থনা জানানাের জন্যও যথেষ্ট সময় আছে | অর্থের দুশ্চিন্তাও আর তাদের নেই।


২ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করাে। 

উত্তর: লিও তলস্তয় রচিত ইলিয়াস' গল্পটির অন্যতম প্রধান চরিত্র ইলিয়াস।

পরিচয় : উফা প্রদেশে বসবাসকারী বাকির জনগােষ্ঠীভুক্ত ইলিয়াসের দুই পুত্র ও এক কন্যা ছিল | স্ত্রীর নাম ছিল শাম-শেমাসি| জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠে। আবার ভাগ্যদোষে জীবনের শেষপর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করে।

কঠোর পরিশ্রমী এবং কর্মনিষ্ঠ : পঁয়ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকেই ইলিয়াস দুশাে ঘােড়া, দেড়শাে গােরু-মােষ, বারােশাে ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিকে পরিণত হয়। শেষজীবনে মজুরের কাজ করার সময়েও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত।

অতিথিপরায়ণ :ইলিয়াস ছিল অতিথিবৎসল | কুমিস, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত ইলিয়াস |তার অতিথিপরায়ণতার কথা স্মরণ করেই মহম্মদ শা তাকে শেষজীবনে আশ্রয় দিয়েছিল৷

কঠোর অথচ কর্তব্যপরায়ণ: ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছােটো পুত্র ও তার ঝগড়াটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল। কিন্তু সেই বিতাড়িত পুত্রকেই একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে সে তার কর্তব্যজ্ঞানেরও পরিচয় দিয়েছে।

সত্যদৃষ্টি: জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে, তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ ও শিক্ষণীয়।

File Details:-

File Name:-  

File Format:- Pdf

Quality:- High

File Size:-  4Mb

PAGE- 60

File Location:- Google Drive

Download: click Here to Download



[TAG]:   নবম শ্রেণি ইলিয়াস pdf,ইলিয়াস mcq,ইলিয়াস বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণি,নবম শ্রেণির বাংলা গল্প প্রশ্ন উত্তর,নবম শ্রেণির বাংলা গল্প,নবম শ্রেণির বাংলা গল্প 3 নং প্রশ্ন উত্তর,নবম শ্রেণির বাংলা গল্প  বড় প্রশ্ন উত্তর,নবম শ্রেণির বাংলা গল্প 1 প্রশ্ন উত্তর,Class 9 Bengali question in bengali



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now