কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ 2022|Kolkatab police job news 2022

 মাধ্যমিক পাশের চাকরি নতুন বিজ্ঞপ্তি।

আমাদের এই ওয়েবসাইটে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ নোট পত্র এর‌ পাশাপাশি  বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  তা বিস্তারিত জানতে পারবেন

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ 2022|Kolkatab police job news 2022


কলকাতা পুলিশ মাধ্যমিক পাশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করা যেতে পারে। ছাত্র-ছাত্রীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। চলুন দেখে নেয়া যাক বিস্তারিত তথ্য।

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ 2022

⬛পদের নাম-Kolkata Police কনস্টেবল ও লেডি কনস্টেবল। 

◼️আবেদন শুরু- চলছে

◼️আবেদন শেষ- 27/06/2022

◼️মাসিক বেতন-  

◼️মােট শূন্যপদ-কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা

1410 টি (UR-283 টি, ST-76 টি, SC-216 টি,OBC A- 51 টি, OBC B- 33 টি)।

লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্য

256 টি (UR- 83 টি, ST- 5 টি, SC- 19 টি,OBC A- 12 টি, OBC B- 12 টি)।


◼️শিক্ষাগত যােগ্যতাকলকাতা পুলিশে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ।

◼️বয়সসীমা-কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2022 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন। যেমন SC/ST শ্রেণীভুক্ত প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা ও বছরের বয়সে ছাড় পাবেন।

◼️আবেদন পদ্ধতি-এই পদে চাকরির জন্য শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে হবে অনলাইনে।

West Bengal Police Recruitment Board -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 29 মে থেকে 27 জুন, 2022 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.prb.wb.gov.in,প্রার্থীরা এসএসসির ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবে।


আবেদন করার জন্য Official Website a clickকরুন

▪️অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.prb.wb.gov.in

◼️আবেদন মুল্য:- জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 150/- টাকা এবং প্রসেসিং ফি বাবদ 20/- টাকা মোট 170/- টাকা জমা দিতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে না, শুধু প্রসেসিং ফি বাবদ 20/- টাকা জমা দিতে হবে।

🔵গুরুত্বপূর্ণ কিছু তথ্য -

নিয়োগ পদ্ধতি- কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল উভয় পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে মোট পাঁচটি ধাপে।

1) প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের)।

2) Physical Measurement Test (PMT)

3) Physical Efficiency Test (PET)

4) Main Exam (85 নম্বরের)।

5) Personality Test / Interview (15 নম্বরের)। 

অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই ভারতীয়

নাগরিক হতে হবে। বাংলা ভাষা পড়তে, লিখতে এবং

বলতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার

আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে, লিখতে

ও বলতে না জানলেও আবেদন করা যাবে।


Official Notice: Download Now

Apply Link: Click Here




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now