ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। Union Bank -এর নিয়ােগ সংক্রান্ত রইলাে বিস্তারিত।
পদের নাম- সিনিয়র ম্যানেজার (Risk)
স্কেল/ গ্রেড- MMGS -III
শূন্যপদ-৬০ টি।
বয়স-০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যােগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে।
বেতন- 63840-1990/5-73790- 2220/2-78230
পদের নাম- ম্যানেজার (RISK)
স্কেল/ গ্রেড- MMGS - ||
শূন্যপদ- ৬০ টি।
শিক্ষাগত যােগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স
এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে।
ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং
রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810
পদের নাম- ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)
স্কেল/ গ্রেড- MMGS - ||
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যােগ্যতা-সরকার অনুমােদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ B.E/ B. Tech
বেতন-48170-1740/1-49910- 1990/10-69810
Official Notice: Download Now
Application Form: Click Here
Apply Now: Click Here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন