BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে


ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন পদে প্রার্থী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। Union Bank -এর নিয়ােগ সংক্রান্ত রইলাে বিস্তারিত।



পদের নাম- সিনিয়র ম্যানেজার (Risk)

স্কেল/ গ্রেড- MMGS -III

শূন্যপদ-৬০ টি।

বয়স-০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।


শিক্ষাগত যােগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে। 

বেতন- 63840-1990/5-73790- 2220/2-78230

পদের নাম- ম্যানেজার (RISK)

স্কেল/ গ্রেড- MMGS - ||

শূন্যপদ- ৬০ টি।

শিক্ষাগত যােগ্যতা- ৬০ শতাংশ নম্বর সহ অংক/ স্ট্যাটিসটিকস অথবা ইকোনমিক্স

এ স্নাতকোত্তর। MBA/ PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রী থাকতে হবে।

ফিনান্সিয়াল ইনস্টিটিউশন/ রেটিং এজেন্সি ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং

রিক্স মডেলিং-এ সংশ্লিষ্ট কাজের ওপর অন্ততপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- 48170-1740/1-49910- 1990/10-69810

পদের নাম- ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার)

স্কেল/ গ্রেড- MMGS - ||

শূন্যপদ- ৭ টি।

শিক্ষাগত যােগ্যতা-সরকার অনুমােদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ B.E/ B. Tech

বেতন-48170-1740/1-49910- 1990/10-69810

Official Notice: Download Now

Application Form: Click Here

Apply Now: Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন