BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

শুক্রবার, ৩ জুন, ২০২২

উচ্চমাধ্যমিক ফলাফল জানার ওয়েবসাইট ।Madhyamik Result check 2022

আজ প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক মাধ্যমিক 2022 ফলাফল। পর্ষদ-সহ ১৪টি ওয়েবসাইটে ফল জানা যাবে ।সকাল ন’টায় প্রকাশিত হবে ফল। করোনা কালের কারণে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। তবে,করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হলেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ।  তবেকরোনার কারণে গতবার মেধাতালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে।  ঘোষণা করা হবে মেধাতালিকা।



 

 


উচ্চমাধ্যমিক মাধ্যমিক 2022 ফলাফল জানার ওয়েবসাইট গুলি হল-


https://wbresults.nic.in/default.htm

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন