BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

WBPSC নতুন পদে চাকরি নিয়োগ। দেখুন বিস্তারিত

 পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে শূন্যপদ নিয়ােগের জন্য একটি WBPSC New Recruitment 2021 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যেকোনাে জেলার স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে।



বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ- 12/08/2021

বিজ্ঞপ্তি নং- 09/2021

⬛পদের নাম-Deputy Director OF Technical Education and Training.

◼️আবেদন শুরু- 12/08/2021

◼️আবেদন শেষ- 01/09/2021

◼️মাসিক বেতন- প্রতি মাসে 15,600 - 42,০০০/- টাকা এবং সঙ্গে 6,600/- টাকা গ্রেড পে

◼️মোট শূন্যপদ-2 টি শূন্যপদ আছে।


⬛শিক্ষাগত যােগ্যতা-

কমপক্ষে 60% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এবং কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


⬛বয়সসীমা-

এই পদে আবেদনের জন্য 40 বছরের কম বয়স হতে হবে। বয়স হিসাব করতে হবে 01/01/2021 তারিখের ভিত্তিতে।


◼️আবেদন পদ্ধতি-

পিএসসি-এর অফিশিয়াল সাইট www.wbpsc.gov.in থেকে অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনাে আবেদন গ্রহন করা হবে না৷আবেদন করা যাবে 01/09/2021 তারিখ পর্যন্ত।

আবেদন মূল্য - আবেদনের জন্য 210/- টাকা আবেদন মূল্য দিতে হবে।


◼️Official Notice:- Download Now

◼️Official Website:-  Vigit now


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন