BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

রাজ্যের পৌরসভায় ম্যানেজার পদে নিয়োগ। জানুন বিস্তারিত তথ্য

 আমাদের এই ওয়েবসাইটে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ নোট পত্র এর‌ পাশাপাশি  বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে  তা বিস্তারিত জানতে পারবেন।


পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-C পদে কর্মী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে মিউনিসিপ্যালিটি account Manager পদে প্রার্থী নিয়ােগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। নিয়ােগ করা হবে national urban health mission অন্তর্গত পশ্চিমবঙ্গের যেকোনাে Municipality তে। প্রার্থীকে অবশ্যই

পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে।


◼️পদের নাম- মিউনিসিপ্যালিটি একাউন্টস ম্যানেজার 

◼️শূন্যপদ- মােট ১১ টি। (SC-৩,ST- ১,OBC- A- ১, UR- ৫,OBC-B-১)

◼️প্রার্থীর বয়স - ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

◼️মাসিক বেতন- প্রতি মাসে ২৬,০০০/- টাকা।


◼️শিক্ষাগত যােগ্যতা- B.Com ডিগ্রী পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনাে সরকারি অথবা বেসরকারি অফিসে দু'বছরে কাজ করার অভিজ্ঞতা।MS Office 47Tele Accounting Software-এ কাজের দক্ষতা থাকতে হবে।


◼️আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

◼️আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট হলােwww.wbhealth.gov.in 

আগামী ২৬ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত।

আবেদন ফি- অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking -এর মাধ্যমে।  


◼️আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 28/08/2021


◼️আবেদন শুরু- 13/08/2021

◼️আবেদন শেষ- 26/08/2021

◼️Official Notice: Download Now

◼️Official Website: Click Here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন