দশম শ্রেণী ইতিহাস | ইতিহাসের ধারণা -অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th History Suggestion 2021

ইতিহাসের ধারণা – মাধ্যমিক ইতিহাস ২০২১। প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলী   

দশম শ্রেণী ইতিহাস | ইতিহাসের ধারণা -অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সাজেশন | WBBSE Class 10th History Suggestion 2021
মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১


Related Posts:-

1. মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১PDF

2. মাধ্যমিক নতুন সিলেবাস পিডিএফ 2021

3.ইতিহাসের ধারনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2021

4. মাধ্যমিক বাংলা MCQ Practice Set-1

5. মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২১

১. কে ইতিহাসের জনক ’ নামে পরিচিত ? অথবা , ইতিহাসের জনক ’ কাকে বলা হয় ? 
উত্তর ) গ্রিক ঐতিহাসিক হেরােডােটাস ইতিহাসের জনক ’ নামে পরিচিত ।
২.  কে বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ’ নামে পরিচিত ? 
উত্তর) গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক ’ নামে পরিচিত ।

3) ছেড়ে আসা গ্রাম ’ কী ধরনের সাহিত্য ? 
উত্তর ) ছেড়ে আসা গ্রাম ’ আত্মজীবনী ও স্মৃতিমূলক সাহিত্য 

৩. “ নিউ সায়েন্স ( ১৭২৫ খ্রি . ) গ্রন্থটির রচয়িতা কে ?
 উত্তর ) ইতালির চিন্তাবিদ ভিকো ‘ নিউ সায়েন্স ’ গ্রন্থটির রচয়িতা ।

৪.  কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন
উত্তর ) লিওপােল্ড ভন র্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন । 

৫. * দ্য অ্যানালস ’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তর ) ‘ দ্য অ্যানালস ’ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে

৬. ‘ দ্য অ্যানালস ’ ( ১৯২৯ খ্রি . ) পত্রিকাটি কে প্রকাশ করেন ? 
উত্তর ) মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ ‘ দ্য অ্যানালস ’ পত্রিকাটি প্রকাশ করেন । 

৭.‘ হিস্ট্রি ফ্রম বিলাে ’ ( History from Below ) প্রবন্ধটি ( ১৯৬৬ খ্রি . ) কে প্রকাশ করেন ? 
উত্তর ) ব্রিটিশ ঐতিহাসিক ই . পি . টমসন ‘ হিস্ট্রি ফ্রম বিলাে ’ প্রবন্ধটি প্রকাশ করেন । 

৮. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় ? 
উত্তর ) ১৯৬০ - এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় ।


৯ আর জি কলিংউড লিখিত গ্রন্থের নাম কী ?
উত্তর ) কলিংউড রচিত গ্রন্থটির নাম The Idea of History । 

১০ ) নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান দ্য সােশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসােসিয়েশন ’ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘ দ্য সােশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসােসিয়েশন ’ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে ।


ইতিহাসের ধারনা ৪ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।মাধ্যমিক ২০২১ ইতিহাসের সাজেশন



 [ ১১ ] * দুজন নিম্নবর্গীয় ( সাল্টার্ন ) ঐতিহাসিকের নাম লেখাে
 উত্তর ) রণজিৎ গুহ , গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক ।

 [ ১২ ] ইউরােপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ? উত্তর ) ইউরােপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয় ১৯৭০ খ্রিস্টাব্দে ।

১৩.  * কবে ‘ ব্রিটিশ সােসাইটি অব স্পাের্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) ‘ ব্রিটিশ সােসাইটি অব স্পাের্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয় ১৯৮২ খ্রিস্টাব্দে 

১৪. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ?
 উত্তর ) ১৭২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ।

১৫.  খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখাে ।

 উত্তর ) খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হল বােরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ ।

১৬.  * কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
 উত্তর ) ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব ১৪ প্রতিষ্ঠিত হয় । 

১৭. কোন্ খেলা খেলার রাজা ’ নামে পরিচিত ?
 উত্তর ) ক্রিকেট খেলার রাজা ’ নামে পরিচিত ।

( ১৮ ) ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো ।
 উত্তর ) ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষক হলেন বােরিয়া মজুমদার ।

 [ ১৯ ] সিংজি ক্রিকেটারধরের নাম লেখাে ।
 উত্তর ) সিংজি ক্রিকেটারদ্বয় হলেন রণজিৎ সিংজি এবং দলীপ সিংজি ।

 [ ২০ ] রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচির নাম কী কী ? 
উত্তর ) রণজিৎ সিংজির নামে দুটি স্মারক কর্মসূচি হল রঞ্জি ট্রফি এবং রঞ্জি স্টেডিয়াম । 

২১. ১৯৩২ খ্রিস্টাব্দে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর । বাধা পায় কেন ?
 উত্তর ) ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধিজির আইন অমান্য আন্দোলনের সময় আয়ােজিত এই সফর থেকে কয়েকজন নির্বাচিত খেলােয়াড় গান্ধিজির আবেদনে সাড়া দিয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে ভারতীয় দলের ইংল্যান্ড সফর বাধা পায় ।

 ২২ ) পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী ? উত্তর ) পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম মােহনবাগান অ্যাথলেটিক ক্লাব ।

 ২৩ ) বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব ’ কবে প্রতিষ্ঠিত হয় ?
 উত্তর ) বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব ’ প্রতিষ্ঠিত হয় ১৯২০ খ্রিস্টাব্দে । 

[ ২৪ ] কবে , কার নেতৃত্বে মােহনবাগান দল ইংরেজদের পরাজিত করে ?
 উত্তর ) ১৯১১ খ্রিস্টাব্দে শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে মােহনবাগান দল ইংরেজদের পরাজিত করে । 

২৫ মােহনবাগান দল কোন্ খেলায় ইংল্যান্ডের কোন দলকে পরাজিত করে ?
 উত্তর ) ১৯১১ খ্রিস্টাব্দের আই , এফ , এ শিল্ড খেলায় মােহনবাগান ইংল্যান্ডের ইস্ট ইয়র্ক দলকে পরাজিত করে । 

[ ২৬ ] ১৯১১ খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলারের নাম লেখাে ।
 উত্তর ) ১৯১১ খ্রিস্টাব্দের ফুটবল খেলায় দুজন বাঙালি ফুটবলার ছিলেন শিবদাস ভাদুড়ী , গােষ্ঠ পাল ।

 [ ২৭ ] ১৯১১ খ্রিস্টাব্দের শিল্ড বিজয়ের ঘটনার অন্যতম বৈশিষ্ট্য কী ছিল ? 
উত্তর ) প্রশ্নোক্ত খেলায় , ইংরেজরা যেখানে পায়ে বুট জুতাে পরে খেলতে নেমেছিল , সেখানে বাঙালিরা খেলেছিল খালি পায়ে । 

( ২৮ ) আধুনিক ইতিহাসচর্চায় ভারতীয় ক্রিকেট ও ফুটবল খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ? 
উত্তর ) ইংরেজ - প্রাধান্য তুচ্ছ করে ভারতীয়রা এই দুটি খেলায় ইংরেজদের বিরুদ্ধে সফলভাবে মােকাবিলা করায় ভারতীয় জাতীয়তাবাদ উজ্জীবিত হয়েছিল বলে আধুনিক ভারতের ইতিহাসচর্চায় , ভারতীয় ক্রিকেট ও ফুটবলের ইতিহাস গুরুত্বপূর্ণ ।


২৯. ভারতের খাদ্য তালিকায় পাের্তুগিজদের দুটি সংযােজন কী কী ?
 উত্তর ) ভারতের খাদ্যতালিকায় পাের্তুগিজদের দুটি সংযােজন হল আলু ও কাঁচালঙ্কা ।

 ৩০ বাঙালিদের প্রধান খাদ্য কী কী ? 
উত্তর ) বাঙালিদের প্রধান খাদ্য ভাত ও মাছ । 

৩১. খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখাে ।
 উত্তর ) খাদ্যাভ্যাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক কে , টি , আচয় ।

 ( ৩২ ) শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তার গবেষণাগ্রন্থের নাম লেখাে ।
 উত্তর ) শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রচিত গ্রন্থ বঙ্গীয় নাট্যশালার ইতিহাস । 

৩৩ ) বাংলা সংগীতের দুটি ধারার নাম উল্লেখ করাে । 
উত্তর ) বাংলা সংগীতের উল্লেখযােগ্য ধারাগুলির মধ্যে রয়েছে বাউল / কীর্তন / ভাটিয়ালি এবং সর্বোপরি রবীন্দ্র সংগীত । 

৩৪ বঙ্গাভঙ্গ বিরােধী আন্দোলনের সময় কাদের গান বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল ? 
উত্তর ) বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর । রজনীকান্ত সেন / চারণ কবি মুকুন্দ দাস প্রমুখের গান । বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল ।

 [ ৩৫ ] জাতীয়তাবাদী আন্দোলনের সময় রচিত দুটি স্বদেশি সংগীতের উদাহরণ দাও | 
উত্তর ) রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি , বাংলার জল , এবং অতুলপ্রসাদ সেনের ‘ ওঠো গাে ভারতলক্ষ্মী । 

 ৩৬ * কথাকলি ’ ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী ? 
উত্তর ) কথাকলি ’ ভারতের কেরল রাজ্যের নৃত্যশৈলী ।

 [ ৩৭ ] ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারার নাম লেখাে । 
উত্তর ) ভারতীয় নৃত্যশিল্পের দুটি ধারা হল কথক এবং ভারতনাট্যম ।

৩৮ মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলার নাম উল্লেখ করা । 
উত্তর ) মূল ধারার বাইরে দুটি ভারতীয় নৃত্যকলা হল রবীন্দ্র নৃত্য এবং উদয়শঙ্কর প্রবর্তিত নৃত্যধারা । 

৩৯. যাত্রা ও নাটকের মধ্যে মূল পার্থক্য কোথায় ?
উত্তর ) যাত্রা ও নাটকের মধ্যে যে মূল পার্থক্য লক্ষ করা যায় , তা হল- ( ১ ) যাত্রার যে অতিমাত্রিকতা আছে , নাটকে তা নেই ; ( ২ ) যাত্রার যে স্থানে সংগীত বা বাদ্যযন্ত্রের অনুষঙ্গ । বেশি থাকে , নাটকে তা থাকে না । 

80 * কবে , কোন্ বিদেশি নাট্যকার ভারতে নাট্যচর্চা শুরু করেন ? 
উত্তর ) ১৭৯৫ সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেডফ ভারতে নাট্যচর্চা শুরু করেন ।

[ ৪১ ] বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয় ? 
উত্তর ) বাংলা নাট্যচর্চার প্রথম যুগে ‘ লাভ ইস্ দ্য বেস্ট ডক্টর ' , ‘ ডিসগাইস’- এই বিদেশি নাটক দুটির বাংলা অনুবাদ হয় । 

[ ৪২ ] বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?
 উত্তর ) বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক যােগেন্দ্র চন্দ্র গুপ্তের কীর্তিবিলাস ’ ও তারাচরণ শিকদারের ‘ ভদ্রার্জুন ' । 

[ ৪৩ ] মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখাে । উত্তর ) মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসন হল , ‘ একেই কি বলে সভ্যতা ' / ' বুড়াে শালিকের ঘাড়ে রোঁ ' । 

 ৪৪ ) রবীন্দ্ৰনাটককে কী কী ভাগে বিভক্ত করা যায় ? 
উত্তর ) রবীন্দ্ৰনাটকের ভাগগুলি হল— সামাজিক নাটক , ব্যঙ্গরসাত্মক নাটক , গীতিনাট্য , কাব্যনাট্য , নৃত্যনাট্য ইত্যাদি । 

[ ৪৫ ] + কারা প্রথম বায়ােস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ? উত্তর ) প্যারিসের লুমিয়ের ভ্রাতৃদ্বয় প্রথম বায়ােস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ।

৪৬ ) ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ? উত্তর ) ফ্রান্সে লুমিয়ের ব্রাদার্স চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে ।

 ৪৭ ] ‘ দ্য রেস্টলারস ' নামক সচল ছবি কবে তৈরি হয় ? উত্তর ) ‘ দ্য রেস্টলারস ' নামক সচল ছবিটি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে ।

 ৪৮ * আলম আরা ’ ছবিটি কবে তৈরি হয় ?
 উত্তর ) ‘ আলম আরা ’ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে ।

 ৪৯ ভারতে কে , কবে ‘ রাজা হরিশ্চন্দ্র ’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ? উত্তর ) ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘ রাজা হরিশ্চন্দ্র ’ চলচ্চিত্রটি নির্মাণ করেন । 

৫০. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোনটি ? কে , কবে এই ছবি নির্মাণ করেন ?
 উত্তর ) বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রথম ছবি ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘ পথের পাঁচালী ' ।

৫১.  * পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ? 
উত্তর ) পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায় 

[ ৫২ ] সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখাে ।
 উত্তর ) সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক । 

৫৩. * বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
 উত্তর ) বাংলা চলচ্চিত্রের জনক ' বলা হয় হীরালাল সেনকে ।

 ৫৪. রয়্যাল বায়ােস্কোপ কোম্পানি ( ১৮৯৮ খ্রিঃ ) কে প্রতিষ্ঠা করেন ?
 উত্তর ) রয়্যাল বায়ােস্কোপ কোম্পানি ' ( ১৮৯৮ খ্রিঃ ) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন ।।

৫৫. কলকাতায় ‘ স্টার থিয়েটার ’ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) কলকাতায় ‘ স্টার থিয়েটার ' প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে । 

[ ৫৬া নটী বিনােদিনী কে ?
 উত্তর ) নটী বিনােদিনী উনিশ শতকের বাংলাের একজন বিখ্যাত মঞচ অভিনেত্রী ।

প্রিয় ছাত্র ছাত্রীরা 2021 সালের মাধ্যমিক ইতিহাস সাজেশন হিসাবে এই প্রশ্ন গুলো খুব খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্ন ভালো ভাবে মুখস্ত করবে।

৫৭.  পােশাক সংক্রান্ত সুস্পটুয়ারি লজ কোন দেশে কঠোরভাবে মেনে টুলা হত ? 
উত্তর ) ফ্রান্সে পােশাক সংক্রান্ত সুম্পটুয়ারি ল’জ কঠোরভাবে মেনে চলা হত ।

৫৮. পােশাক - পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তার গ্রন্থের নাম লেখাে । 
উত্তর ) পােশাক - পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক হলেন এল . টেলর এবং তার গবেষণা গ্রন্থ ‘ দ্য স্টাডি অব ড্রেস হিস্ট্রি । 

৫৯. ১৮৭০ - এর দশকে ইংল্যান্ডের একজন পােশাক সংস্কারকের নাম লেখাে ।
 উত্তর ) ১৮৭০ - এর দশকের ইংল্যান্ডের একজন পােশাক সংস্কারক ছিলেন মিসেস স্টানটন ।

৬০. * পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্বসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম কী ?
 উত্তর ) পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্বসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম ব্রাষ্মিকা শাড়ি ।

 ৬১। বাঙালির বেশবাস ’ গ্রন্থটির লেখক কে ? 
উত্তর ) ‘ বাঙালির বেশবাস ’ গ্রন্থটির লেখক হলেন মলয় রায় । 

৬২ ] মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ?
 উত্তর ) মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি ‘ গান্ধি টুপি ’ নামে পরিচিত । 

৬৩.ভারতে রেলপথ কে , কবে প্রবর্তন করেন ? উত্তর ) লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করেন ।

 ৬৪ কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যােগাযােগ ব্যবস্থা শুরু হয় ? উত্তর ) ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যােগাযােগ ব্যবস্থা শুরু হয় ।

 ৬৫ ) ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্ত ৬০ উত্তর ) ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় ১৮৫১ খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় ২০১৩ খ্রিস্টাব্দে ।



৬৬. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ? 
উত্তর ) ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় । |


৬৭ ] * সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ? 
উত্তর ) ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয় ।

৬৮ কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) ১৮৮২ খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ।

 ৬৯ ) ঘােড়ায় টানা কলকাতায় কবে থেকে চলতে শুরু করে ? 
উত্তর ) কলকাতায় ঘােড়ায় টানা চলতে শুরু করে ১৮৭৩ খ্রিস্টাব্দে ।।

 ৭০ কলকাতায় কবে ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয় ? 
উত্তর ) ১৯০২ খ্রিস্টাব্দে কলকাতায় ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয় ।

 [ ৭১ ] রাইট ভ্রাতৃদ্বয় কবে এরােপ্লেন আবিষ্কার করেন ?
 উত্তর ) রাইট ভ্রাতৃদ্বয় এরােপ্লেন আবিষ্কার করেন ১৯০৩ খ্রিস্টাব্দে । 

৭২ ) যানবাহন ও যােগাযােগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তার রচিত গ্রন্থের নাম লেখাে 
উত্তর ) উইলিয়াম আরনেস্ট ওয়েল্ড যানবাহন ও যােগাযােগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক এবং তাঁর রচিত গ্রন্থের নাম হল ' ইন্ডিয়ান ডিমান্ড ফর ট্রান্সপাের্টেশন ।

 [ ৭৩ ] অবনীন্দ্রনাথ ঠাকুরের দু - জন শিল্পী শিয্যের নাম লেখাে ।
 উত্তর ) অবনীন্দ্রনাথ ঠাকুরের দু - জন শিল্পী শিষ্য নন্দলাল বসু ও অসিতকুমার হালদার । 

৭৪. গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবির নাম লেখাে । 
উত্তর ) গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ছবি হল ‘ অদ্ভুত লােক ও নবহুল্লোড় ।

[ ৭৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের দু’জন শিল্পীর নাম লেখাে । 
উত্তর ) দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের দু’জন শিল্পী হলেন জয়নুল আবেদিন এবং চিত্তপ্রসাদ ভট্টাচার্য ।

 ( ৭৬ ) উনিশ শতকের দু’জন বাঙালি ফোটোগ্রাফারের নাম লেখাে । 
উত্তর ) উনিশ শতকের দু’জন বাঙালি ফোটোগ্রাফার রাজেন্দ্রলাল মিত্র এবং প্রিয়নাথ শেঠ ।

 [ ৭৭ ) বর্তমান কলকাতার দুটি ব্রিটিশ স্থাপত্যের নাম লেখাে । 
উত্তর ) বর্তমান কলকাতার দুটি ব্রিটিশ স্থাপত্য হল রাইটার্স বিল্ডিং এবং জাতীয় গ্রন্থাগার । 

৭৮ ) ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) ১৭৫৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 

 * ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর ) ১৮১৪ খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় । 


| ৮০ পশ্চিমবঙ্গ সংস্কৃতি গ্রন্থের লেখক কে ?
 উওর ) বিনয় ঘােষ এই গ্রন্থের লেখক । 

( ৮১ ) ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি ? 
উত্তর ) কলহনের ‘ রাজতরঙ্গিণী ’ ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস ।

৮২. বাংলার দুজন ঐতিহাসিক ও তাদের লেখা আঞ্চলিক ইতিহাস গ্রন্থের নাম লেখাে । 
উত্তর ) বাংলার দুজন ঐতিহাসিক ও তাদের লেখা আঞ্চলিক ইতিহাস গ্রন্থ হল সতীশচন্দ্র মিত্র রচিত যশােহর খুলনার ইতিহাস ’ এবং নিখিলনাথ রায় রচিত ‘ মুর্শিদাবাদ কাহিনি ।

 ৮৩. * সেতিহাস বগুড়ার বৃত্তান্ত ( ১৮৬১ খ্রি . ) গ্রন্থটি কার লেখা ? 
উত্তর ) ‘ সেতিহাস বগুড়ার বৃত্তান্ত ’ বইটি কালিকমল সাৰ্বভৌম - র লেখা ।

 ৮৪। কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখাে । 
উত্তর ) কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজন হলেন পি টি নায়ার । 


( ৮৫ | বাংলার দু - জন শহরের ইতিহাসকার ও ইতিহাস গ্রন্থের নাম লেখাে । 
উত্তর ) বাংলার দু - জন শহরের ইতিহাসকার ও ইতিহাস গ্রন্থ হল হরিসাধন মুখােপাধ্যায় রচিত কলিকাতা সেকালের ও একালের ’ এবং হরিহর শেঠ রচিত ‘ প্রাচীন কলকাতা পরিচয় ’ | বিনয় ঘােষ রচিত কলকাতা শহরের ইতিবৃত্ত । 


৮৬ বােম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখাে । 
উত্তর ) ক্রিস্টিন ডবিন বােম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজন । 

৮৭ মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া ’ গ্রন্থটি কে লিখেছিলেন ?
 উত্তর ) মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া ' গ্রন্থটি লিখেছিলেন যদুনাথ সরকার । | 


৮৮ প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রামাণ্য গ্রন্থের রচয়িতা একজন । ঐতিহাসিকের নাম লেখাে । 
উত্তর ) মার্কিন ঐতিহাসিক এস বি ফে । 


( ৮৯ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখােপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী ? 
উত্তর ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত বিবেকানন্দ মুখােপাধ্যায় রচিত ইতিহাস বইটির নাম ‘ দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস । 

৯০ * ‘ দি অরিজিনস অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র’– এই গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তর ) ‘ দি অরিজিনস অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়র ' গ্রন্থটির রচয়িতা এ জে পি টেলর । 

৯১.রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পর্কে একটি গ্রন্থের নাম লেখাে । 
উত্তর ) রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সংক্রান্ত একটি বই হল ইনভায়রনমেন্টালিজম : আ গ্লোবাল হিস্ট্রি ।

 [ ৯২ ) ডেভিড আনল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখাে ।
 উত্তর ) ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি বই হল ‘ নেচার , কালচার ' ।


 [ ৯৩ ) ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম ' কার লেখা ?
 উত্তর ) ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম অ্যালফ্রেড ডব্লিউ কুস - এর লেখা ।

 [ ৯৪ ) * মেধা পাটেকর কে ছিলেন ? 
উত্তর ) নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী ।। 

৯৫ ) পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন ?
 উত্তর ) পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী মেধা পাটেকর এবং অরুন্ধতী রায় ।

 [ ৯৬ী অরণ্যের অধিকার - কেন্দ্রিক দুটি বিদ্রোহের নাম ( সাল - সহ ) 
উত্তর ) অরণ্যের অধিকার - কেন্দ্রিক দুটি উল্লেখযােগ্য বিদ্রোহ হল ১৮৫৫ খ্রি . সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং ১৯০০ খ্রি . সংঘটিত মুন্ডা বিদ্রোহ । 


৯৭ ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ’ বইটির লেখক কে ? 
উত্তর ) ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ’ বইটির লেখক হলেন কীথ টমাস ।

 ৯৮। “ দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভােলিউশন ( ১৯৬০ ) নামক গ্রন্থটির রচয়িতা কে ? 
উত্তর ) “ দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভােলিউশন ’ নামক গ্রন্থটির রচয়িতা টমাস কুন । 


[ ৯৯ বিজ্ঞান - প্রযুক্তিচর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখাে । 
উত্তর ) দীপক কুমার রচিত ‘ সায়েন্স অ্যান্ড দ্য রাজ ’ বিজ্ঞান - প্রযুক্তিচর্চা বিষয়ক একটি গ্রন্থ । 

১০০ ) চিকিৎসাবিদ্যায় রেডিয়ােলজির ব্যবহার কখন হয় ? 
উত্তর ) ১৮৯৫ খ্রিস্টাব্দে চিকিৎসায় রেডিয়ােলজির ব্যবহার শুরু হয় ।

 [ ১০১ ) ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয় ?উত্তর ) ভারতের মঙ্গল অভিযান প্রকল্প বাস্তবায়িত হয় ২০১৩ খ্রিস্টাব্দে । 


( ১০২ ) মধুসূদন গুপ্তের শব ব্যবচ্ছেদ স্মরণীয় কেন ?
 উত্তর ) অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কার ত্যাগ করে , শুধু চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য এই শব ব্যবচ্ছেদ করা হয়েছিল । বলে ঘটনাটি স্মরণীয় । 

১০৩ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ? 
উত্তর ) ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ।

 ১০৪ ) ভারতের নারী - ইতিহাসচর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখাে ।
 উত্তর ) ভারতের নারী - ইতিহাসচর্চার কয়েকজন গবেষিকা হলেন ভারতী রায় , রত্নাবলী চট্টোপাধ্যায় , নীরা দেশাই , শমিতা

( ১০৫ ) জেরাল্ডিন ফরবেশ রচিত ভারতের নারী - ইতিহাস । সম্পর্কিত গ্রন্থের নাম কী ?
 উত্তর ) জেরাল্ডিন ফরবেশ রচিত নারী - ইতিহাস সম্পর্কিত গ্রন্থটির নাম উওমেন ইন মডার্ন ইন্ডিয়া । ।

১০৬ . ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয় ’ কথাটি কে বলেছিলেন ? উত্তর ) আলােচ্য উদ্ধৃতিটি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।


 ( ১০৭ ) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ? ( মাধ্যমিক , ২০১৭ ) 
উত্তর ) সরকারি নথিপত্র মহাফেজখানা বা লেখ্যাগারে ( আর্কাইভ ) সংরক্ষণ করা হয় ।

 ১০৮ ] * ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ? 
উত্তর ) ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত । 

( ১০৯ ] গােপন নথিপত্রের মধ্যে উল্লেখযােগ্য দিকগুলি কী কী ?
 উত্তর ) গােপন নথিপত্রের মধ্যে উল্লেখযােগ্য হল পুলিশ , গােয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র । 

( ১১০ ) সরকারি আধিকারিকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখাে । 
উত্তর ) টমাস ব্যাবিংটন মেকলের প্রতিবেদন সরকারি আধিকারিকদের প্রতিবেদনগুলির মধ্যে অন্যতম । 

১১১. সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযােগ্য বিবরণের উদাহরণ লেখাে । 
উত্তর ) সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযােগ্য বিবরণ হল ‘ নীল কমিশনের বিবরণ । 

( ১১২ ) উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন ? 
উত্তর ) উইলিয়াম উইলসন হান্টার ছিলেন ব্রিটিশ আমলের একজন দক্ষ প্রশাসক ও ঐতিহাসিক । 

[ ১১৩ ‘ সত্তর বৎসর ’ নামে আত্মজীবনীটি কার লেখা ? 
উত্তর ) সত্তর বৎসর ’ নামক আত্মজীবনীটি বিপিনচন্দ্র পালের লেখা ।

 ( ১১৪ ) বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ' সত্তর বৎসর ’ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ? 
উত্তর ) বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ‘ সত্তর বৎসর প্রকাশিত হয় ১৯৫৪ খ্রিস্টাব্দে ।


( ১১৫ * জীবনস্মৃতি ’ কার আত্মজীবনী ? 
উত্তর ) জীবনস্মৃতি ’ নামক আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা । 

( ১১৬ ) রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী ? 
উত্তর ) রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম জীবন 


[ ১১৭ ] রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ জীবনস্মৃতি ' কবে প্রকাশিত হয় ? 
 উত্তর ) রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘ জীবনস্মৃতি ’ প্রকাশিত হয় । ১৯২২ খ্রিস্টাব্দে । 

( ১১৮) ছেড়ে আসা গ্রাম ’ কী ধরনের সাহিত্য ? 
উত্তর ) ছেড়ে আসা গ্রাম ’ আত্মজীবনী ও স্মৃতিমূলক সাহিত্য 

১১৯ ) জীবনের ঝরাপাতা কী ধরনের সাহিত্য ? 
উত্তর ) জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক সাহিত্য । 

( ১২০ ] * সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী ? ( পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন , ২০১৭ )
 উত্তর ) সরলাদেবী চৌধুরানির আত্মজীবনীর নাম ‘ জীবনের । ঝরাপাতা । 

[ ১২১া জীবনের ঝরাপাতা ' কবে কোথায় প্রকাশিত হত ? উত্তর ) ১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে সাপ্তাহিক ‘ দেশ ’ পত্রিকায় ‘ জীবনের ঝরাপাতা ’ প্রকাশিত হত ।

 [ ১২২ ) স্বদেশি আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার ’ কে প্রতিষ্ঠা । করেন ? 

‌উত্তর ) সরলাদেবী চৌধুরানী স্বদেশি আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার ’ প্রতিষ্ঠা করেন । 

( ১২৩ ) # বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী ? উত্তর ) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম ‘ দিগদর্শন 

( ১২৪ ) স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানা যায় এমন দুটি আত্মজীবনীর নাম লেখাে ।

 উত্তর ) স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত দুটি আত্মজীবনী সরলাদেবী চৌধুরানির ‘ জীবনের ঝরাপাতা ’ এবং বিপিনচন্দ্র পালের সত্তর বৎসর ।

 ( ১২৫ ) জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধির পরিচয় কী ? উওর ) জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং তার কন্যা ইন্দিরা গান্ধি ছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী । 

( ১২৬ * দিগদর্শন ’ - এর সম্পাদক কে ছিলেন ? 
উত্তর ) দিগদর্শন ’ - এর সম্পাদক ছিলেন জে . মার্শম্যান ।

 ( ১২৭ ) সমাচার দর্পণ ’ কবে প্রকাশিত হয় ? 
উত্তর ) ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে সমাচার দর্পণ প্রকাশিত হয় 

১২৮ ) সমাচার চন্দ্রিকা ' কে প্রকাশ করেন ? 
উত্তর ) সমাচার চন্দ্রিকা ’ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন । 

১২৯ ) উনিশ শতকের প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম লেখাে ।
 উত্তর ) উনিশ শতকের প্রথম সারির দুটি বাংলা সংবাদপত্রের নাম হল সংবাদ প্রভাকর এবং ‘ সােমপ্রকাশ । 

( ১৩০ ) উনিশ শতকের প্রথম সারির কয়েকটি বাংলা সাময়িকপত্রের নাম লেখাে । 
উত্তর ) উনিশ শতকের প্রথম সারির কয়েকটি বাংলা সাময়িকপত্র । হল ' বঙ্গদর্শন ' , ভারতী ’ ইত্যাদি । 

১৩১ ) বঙ্গদর্শন ' পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ? 
উত্তর ) বঙ্গদর্শন ’ প্রকাশিত হয় ১২ এপ্রিল , ১৮৭২ খ্রিস্টাব্দে । 

( ১৩২ ) বাদর্শন ' সাময়িকপত্র কে প্রবর্তন করেন ? ( পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন , ২০১৭ ) 
উত্তর ) বঙ্গদর্শন ’ সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।

১৩৩ * ‘ সােমপ্রকাশ ’ পত্রিকা কবে প্রকাশিত হয় ?
 উত্তর ) সােমপ্রকাশ ’ প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে । 

১৩৪ ) * সােমপ্রকাশ ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ? ( মাধ্যমিক , ২০১৭ )
উত্তর ) সােমপ্রকাশ ’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ ।


4.Related Posts:-

1. মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১PDF

2. মাধ্যমিক নতুন সিলেবাস পিডিএফ 2021

3.ইতিহাসের ধারনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2021

4. মাধ্যমিক বাংলা MCQ Practice Set-1

5. মাধ্যমিক  ভূগোল সাজেশন 2021




Next Post Previous Post
1 Comments
  • Aahil Sultan
    Aahil Sultan ১৬ জুলাই, ২০২১ এ ৮:৪৫ PM

    Hey, Thanks for your nice blog and very effective information about GK Question answer HATS OFF to the creativity of your mind. This concept is a good way to enhance the knowledge of all student's information and thanks for sharing us. This article is very helpful for people who are looking for a state and central government job- www.wbgovtjob.info

Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now