BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। Maddhaymik Geography suggestions 2021। ভূগোল প্রশ্ন উত্তর

নমস্কার,

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক 2021 এর ভূগোল 5 নম্বরের সাজেশন PDF। যা 2021সালের মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য খুব উপকারী

মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। Maddhaymik Geography suggestions 2021। ভূগোল প্রশ্ন উত্তর

মাধ্যমিক ভূগোল সাজেশন

বি: দ্রঃ:-

Www.skguidebangla.in  চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমনWBCS।WBCS preliminary।SSC। Railway Group D | PSC Clerkship | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে।এই সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের websiteএ প্রতিদিন পোস্ট করা হয়।

আজ আমরা নিয়ে এসেছি মাধ্যমিক এর ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন।যা 2021সালের মাধ্যমিক পরীক্ষায় 90%কমন আসবেই।চলো  দেরি না করে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে।

Maddhaymik Geography important question Pdf  Bengali 2021 টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

      মাধ্যমিকেব ভূগােল সাজেশন ২০২১

বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ 

1.নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্টি যে কোন তিনটি ভূমিরূপ চিত্রসহ আলােচনা ।

 2.বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলােচনা করাে । 

3.মরু অঞ্চলের বাযু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলােচনা করাে ।

 4.নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোন তিনটি ভূমিরূপ চিত্রসহ আলােচনা করাে । 

5.জলবায়ু পরিবর্তনে গঙ্গা - পদ্মা নদীর মােহনা সুন্দরবনের উপর বিরূপ প্রভাব বিস্তার করেছে তা আলােচনা করাে । 

6.বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি যে কোন তিনটি ভূমিরূপ চিত্রসহ আলােচনা করাে ।



 ভারত : INDIA           

1.দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করাে ।

 2.ভারতের মাটির শ্রেণীবিভাগ করে যেকোনাে দুটি ভাগের বিবরণ দাও । 

3.ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করে যেকোনাে দুটি ভাগ এর বিবরণ দাও । 

4.ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের বিবরণ দাও ।

 5.দক্ষিণাত্ম মালভূমি অঞ্চল ও ভারতের উপকূলীয় সমভূমি বিবরণ দাও । 

6.ভারতের নদনদীর বিবরণ দাও । 

7.ভারতের জলসেচ পদ্ধতি বিবরণ দাও । 

৪.ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখ ।

 9.মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য গুলি আলােচনা করাে । 

10.ধান , কার্পাস , গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশ আলােচনা করাে । 

11.পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখাে । 

12.পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ গুলি লেখাে । 

13.ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারন অথবা জনসংখ্যা বন্টন এর তারতম্যের কারণ গুলি আলােচনা করাে । 

14.ভারতে ইঞ্জিনিয়ারিং শিল্প ও অটোমােবাইল শিল্প গড়ে ওঠার কারণ এবং এই শিল্পের সমস্যা গুলি আলােচনা করাে ।


Related Posts:-

1. মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২১PDF

2. মাধ্যমিক নতুন সিলেবাস পিডিএফ 2021

3.ইতিহাসের ধারনা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 2021

4. মাধ্যমিক বাংলা MCQ Practice Set-1

File Details:-

File Name:- Maddhaymik Geography suggestions 2021pdf

File Format:- Pdf

Quality:- High

File Size:-  111kb

File Location:- Google Drive


DownloadClick Here to Download

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do you have any doubts? chat with us on WhatsApp
আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি? Skguidebangla is typing ...
আপনি এখানে লিখুন...