গ্রীষ্মের দুপুর প্রবন্ধ রচনা Class 5, 6, 7, 8,

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রবন্ধ রচনা গ্রীষ্মের দুপুর


বাংলাদেশের ছটি ঋতুর মধ্যে প্রথমেই আসে গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস — এই দুটি মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এই ঋতুটি তাপপ্রবাহ নিয়ে সকলের কাছে সুপরিচিত। গ্রীষ্মের মধ্যাহ্ন সকলের কাছেই দুঃখদায়ক। সকালের সূর্য ওঠে রুক্ষ মেজাজে, তাকায় রক্ত নয়নে। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে। পথে-ঘাটে বেরোনো কষ্টকর হয়। ঘাম ঝরে, শরীর আনচান করে। ঘরের ভেতরেও থাকা যায় না। বাইরের গরম হাওয়া দরজা-জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে। গাছপালাও যেন নড়ে না, চড়ে না । তাপ বাড়ার সঙ্গে সঙ্গে পথঘাট শুনশান হয়ে ওঠে। শ্রান্ত পথিক গাছের তলায় বিশ্রাম নেয়। কাক ও চড়ুই পাখি কোথাও এতটুকু জলের সন্ধান পেলে শরীর ডুবিয়ে নেয়, কণ্ঠ ভিজিয়ে নেয়। তৃপ্তি খোঁজে, রেহাই পেতে চায় তাপদহন থেকে।


অনুরূপ অনুচ্ছেদ : শীতের সকাল, শরতের দুপুর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url