বর্ষার রূপ প্রবন্ধ রচনা Class 5, 6, 7, 8

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রবন্ধ রচনা বর্ষার রূপ

আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাঋতু। তবে জ্যৈষ্ঠর শেষ থেকে শুরু হয়ে যায় বর্ষণ। বর্ষা যখন তার বারিধারা নিয়ে এসে পড়ে, তখন পৃথিবী যেন শীতল হয়। স্বস্তির শ্বাস ফেলে ও পরম তৃপ্তি পায় ৷ তাপদাহ থেকে মানুষ, গাছপালা, পশুপাখি মুক্তি পায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে তাপমাত্রা কমে আসে। অবিরাম ধারায় বৃষ্টি ঝরতে থাকে। মাটি ফিরে পায় সরসতা। গাছপালা আবার সবুজ হয়ে ওঠে। নদী, পুষ্করিণী, বিল, ডোবা জলে ভরে ওঠে। চাষির কণ্ঠে গান ওঠে, তারা চাষ করে আনন্দে। চারদিকে নানা রকমের ফুল ফোটে। আকাশে মেঘের ঘনঘটা। মেঘের গর্জন, রিমঝিম শব্দ, ঝিঁঝি পোকার গান, ব্যাঙের গ্যাঙর গ্যাঙর শব্দ ইত্যাদিতে যেন প্রকৃতিতে গানের উৎসব চলে। এই উৎসবে একমাত্র আকাশের নীল মুখ লুকিয়ে থাকে। প্রকৃতি, মানুষ, পশুপাখি—সবাই সৌন্দর্যের রানি বর্ষাকে স্বাগত জানায়।


অনুরূপ অনুচ্ছেদ : বর্ষার দিন, বর্ষাকাল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url