WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
সরব পাঠ: পদ্ধতিগত দিক দিয়ে পঠন প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হল সরব পাঠ বা Oral reading এবং অপরটি হল নীরব পাঠ বা Silent reading। রব বা ধ্বনি সৃষ্টি করে পাঠ করাকে বা আওয়াজ করে পড়াকে বলা হয় সরব পাঠ। প্রাক্-প্রাথমিক স্তরে এবং বিদ্যালয় শিক্ষা বিশেষ করে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপযোগী । দর্শন ও কথনের সার্থক সমন্বয়ে ভাষার লিখিত রূপ উদ্ধার করা হয় সরব পাঠের মাধ্যমে।
সরব পাঠ কাকে বলে? (What is oral reading?) সরব পাঠের শর্ত , সরব পাঠের অসুবিধা ও সরব পাঠের উপযোগিতা
সরব পাঠ কাকে বলে?
যে পাঠে রব বা ধ্বনি সৃষ্টি করে পাঠ করাকে বা আওয়াজ করে পড়াকে বলা হয় সরব পাঠ।
সরব পাঠের শর্তগুলি কী কী? (What are the conditions o oral reading?)
সরব পাঠের শর্তগুলি হল নিম্নরূপ
- বিভিন্ন বর্ণের ও শব্দের সুস্পষ্ট উচ্চারণ।
- কবিতার ক্ষেত্রে ছন্দ বা গদ্যের ক্ষেত্রে যতিচিহ্ন সহ উচ্চারণ।
- শ্বাসাঘাতের যথাযথ প্রয়োগ।
- বিষয়বস্তুর অনুভূতি ও আবেগের পাঠে প্রতিফলন।
- অনাবশ্যক দ্রুতগতি পরিহার।
- সরব পাঠকে সৌন্দর্যখচিত করে আবৃত্তির শিল্পক্রমে উন্নীত করতে হবে
সরব পাঠের অসুবিধাগুলি লিখুন। (Write disvantages of loud reading and reading.)
■ সরব পাঠের অসুবিধা: সরব পাঠের ক্ষেত্রে কয়েকটি অসুবিধা চে পড়ে-
- সরব পাঠের জন্য বেশি সময়ের প্রয়োজন।
- সরব পাঠে অতিরিক্ত শ্রমও ব্যয়িত হয়, ফলে শরীরে অবসাদ আসে।
- অন্যের পড়াশোনা, চিন্তাভাবনা ও কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি করে
- হইচই ও গোলমালের মধ্যে ভুল উচ্চারণ ধরাও কষ্টসাধ্য ব্যাপার।
- সমবেত সরব পাঠে ছন্দ ও যতিচিহ্নের ভুল ধরা যায় না।
- এতে শিক্ষার্থীর মনোযোগ সবসময় নাও থাকতে পারে।
সরব পাঠের উপযোগিতা:
সরব পাঠের উপযোগিতাগুলি নিম্নরূপ
- সরব পাঠ পাঠের দক্ষতা বৃদ্ধি করে।
- সরব পাঠে ধ্বনিতত্ত্ব ও শ্বাসাঘাত এবং ছন্দ-যতিচিহ্নগুলির প্রতিফলন
- সরব পাঠ পাঠে প্রেরণা জোগায়।
- সরব পাঠ শুদ্ধ ভাষা শিক্ষায় সাহায্য করে।
- সরব পাঠে পাঠের ত্রুটি সংশোধিত হয়।
- সরব পাঠ শিক্ষার্থীদের প্রবৃত্তির উন্নয়ন ঘটায় ও অস্বাস্থ্যব প্রবৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
সরব পাঠের উপযোগিতা:
সরব পাঠের উপযোগিতাগুলি নিম্নরূপ
- সরব পাঠ পাঠের দক্ষতা বৃদ্ধি করে।
- সরব পাঠে ধ্বনিতত্ত্ব ও শ্বাসাঘাত এবং ছন্দ-যতিচিহ্নগুলির প্রতিফ
- হয়।
- সরব পাঠ পাঠে প্রেরণা জোগায়।
- সরব পাঠ শুদ্ধ ভাষা শিক্ষায় সাহায্য করে।
- সরব পাঠে পাঠের ত্রুটি সংশোধিত হয়।
- সরব পাঠ শিক্ষার্থীদের প্রবৃত্তির উন্নয়ন ঘটায় ও অস্বাস্থ্যব প্রবৃত্তি গুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।