পঠনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? ? DELED প্রশ্ন উত্তর | BED প্রশ্ন উত্তর
পঠনকে কয়টি ভাগে ভাগ করাযায়? (How many classes car reading be divided?)
পঠনকে চারটি ভাগে ভাগ করা হয়। সেগুলি হল
- 1. সুসংহত পাঠ বা Intensive reading,
- 2. বিস্তৃত পাঠ বা Extensive reading,
- 3. সরব পাঠ বা Oral reading,
- 4. নীরব পাঠ বা Silent reading.
সুসংহত পাঠ বলতে কী বোঝেন? (What do you understan by intensive reading?)
যেসব পাঠের ক্ষেত্রে রসাস্বাদন ও মর্মগ্রহণ প্রক্রিয়া একই সঙ্গে চলতে থাকে তাকে সুসংহত পাঠ বলা হয়ে থাকে। যেমন-কবিতা পাঠের ক্ষেত্রে কবিতা রসোপলব্ধির সঙ্গে তার বক্তব্য, ছন্দ, অলংকার ও ধ্বনি ব্যবহারের দিকগুলিকেও অনুধাবন করার চেষ্টা করা হয়ে থাকে। শিক্ষার্থীর ব্যস্তিসত্তা ওই পাঠের মধ্যে ডুবে যায়। স্বাদনা পাঠ+ চর্বণা পাঠ= সুসংহত পাঠ।
বিস্তৃত পাঠ বলতে কী বোঝেন? (What do you understand by extensive reading?)
ধারণা পাঠ+ স্বাদনা পাঠ = বিস্তৃত পাঠ। পাঠের দ্রুতগতি বজায় রেখে ব্যাপক আয়তনযুক্ত পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশ যেগুলি পাঠ করার জন্য সমস্ত মনোযোগ, একাগ্রতার বেশি প্রয়োজন নেই এবং আলতোভাবে বিষয়ের মধ্যে প্রবেশ করে তার সাহিত্য, সৌন্দর্যের রসাস্বাদন করা হয়, সেই ধরনের পাঠকে বিস্তৃত পাঠ বা Extensive reading বলা হয়ে থাকে। Dr. MR Panchal বলেছেন, "Intensive reading concentrates upon language while extensive reading concentrates upon the subject matter." বিভিন্ন উপন্যাস ও দ্রুত পঠনের বিষয়গুলি এই ধরনের পাঠের অন্তর্ভুক্ত।
সরব পাঠ কাকে বলে? (What is oral reading?)
পদ্ধতিগত দিক দিয়ে পঠন প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হল সরব পাঠ বা Oral reading এবং অপরটি হল নীরব পাঠ বা Silent reading। রব বা ধ্বনি সৃষ্টি করে পাঠ করাকে বা আওয়াজ করে পড়াকে বলা হয় সরব পাঠ। প্রাক্-প্রাথমিক স্তরে এবং বিদ্যালয় শিক্ষা বিশেষ করে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিশেষ উপযোগী। দর্শন ও কথনের সার্থক সমন্বয়ে ভাষার লিখিত রূপ উদ্ধার করা হয় সরব পাঠের মাধ্যমে।
নীরব পাঠ কাকে বলে? (What is silent reading?)
যে পাঠে রব বা ধ্বনি উৎপন্ন না করে পাঠ করা হয় তাকে নীরব পাঠ বলা হয়। সরব পাঠে দক্ষতা অর্জনের পর উচ্চতর শ্রেণিশিক্ষণে নীরব পাঠের প্রয়োজন হয়। • পাঠে আগ্রহী করার ক্ষেত্রে শিক্ষকের তিনটি কৌশল লিখুন। (Write three techniques of teacher to arise student's interest in reading.) পাঠে আগ্রহী করার ক্ষেত্রে শিক্ষকের তিনটি কৌশল হল-
1. বিভিন্ন ধরনের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য পাঠ্যপুস্তক ভি অন্যান্য বই, সংবাদপত্র পড়ার উৎসাহ দেবেন।
2. বয়স, সামর্থ্য, পছন্দ, শ্রেণি বিচার করে পাঠের কাজ দেবেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নোট করতে বলবেন।
3. কী পড়ছে তার থেকেও কীভাবে পড়েছে সেটি বোঝাবার করবেন। প্রক্রিয়াটিকে গুরুত্ব দেবেন।
সরব পাঠের শর্তগুলি কী কী? (What are the conditions o oral reading?)
সরব পাঠের শর্তগুলি হল নিম্নরূপ
1. বিভিন্ন বর্ণের ও শব্দের সুস্পষ্ট উচ্চারণ।
2. কবিতার ক্ষেত্রে ছন্দ বা গদ্যের ক্ষেত্রে যতিচিহ্ন সহ উচ্চারণ।
3. শ্বাসাঘাতের যথাযথ প্রয়োগ।
4.বিষয়বস্তুর অনুভূতি ও আবেগের পাঠে প্রতিফলন।
5. অনাবশ্যক দ্রুতগতি পরিহার।
6. সরব পাঠকে সৌন্দর্যখচিত করে আবৃত্তির শিল্পক্রমে উন্নীত করতে হবে
নীরব পাঠের শর্তগুলি কী কী? (What are the conditions o silent reading?)
নীরব পাঠেরশর্তগুলি হল নিম্নরূপ1. নিবিড় মনঃসংযোগ।
2. পাঠের উপযোগী শান্ত ও সুন্দর পরিবেশ।
3. গদ্য রচনা।
4. বুদ্ধিবৃত্তি ও ভাষা ব্যবহারের দক্ষতা।
5. পাঠের দক্ষতা।
6. নীরব পাঠের সঙ্গে মননশীলতাকে যুক্ত রাখতে হবে।
ভাসা পাঠ কী?
অতি দ্রুততার সঙ্গে কোনো পাঠ্যবস্তুর উপর চোখ বুলিয়ে তার মূল বক্ত ও বিষয়বস্তুর পরিদর্শন করাই হল ভাসা পাঠ বা Skimming। বেশিরভা ক্ষেত্রে যখন আমরা বেশি মনোযোগ সহকারে পড়ি না, তখন ভাসা পাঠ ব্যবহ করা হয়।
পুঙ্খানুপুঙ্খ পাঠ কী? (What is scanning?)
যে পাঠে ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা হয় অর্থাৎ পাঠে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ, বাক্যের গঠন, ব্যাকরণগত বৈশিষ্ট্য প্রভৃতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যখন পঠন প্রক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে পুঙ্খানুপুঙ্খ পাঠ বলে। এই প্রকার পাঠের সাহায্যে পাঠক তাদের পঠনের দক্ষতার বিকাশ ঘটায়, তাদের শব্দভাণ্ডারের বিস্তৃতি ঘটায় এবং তারা ভাষার বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি আয়ত্ত করতে পারে। এই প্রকার পাঠের মাধ্যমে • শিক্ষার্থী যেসব শব্দের ব্যবহার শেখে সেগুলি তারা তাদের রচনায় ব্যবহার করতে পারে।
ভাসা পাঠের ক্ষেত্রে পালনীয় ধাপগুলি কী কী? (What are the steps of skimming?)
ভাসা পাঠের ক্ষেত্রে পালনীয় ধাপগুলি হল নিম্নরূপ1. প্রথমে পাঠের শিরোনামটি পড়া। শিরোনাম দেখে পাঠ সম্পর্কে একটি আপাত ধারণা গঠন। 2. পাঠের ভূমিকাটি পড়া। 3. পাঠের মধ্যে যদি কোনো অণুশিরোনাম থাকে তাহলে সেটিকেও পড়া। 4. পরবর্তী অনুচ্ছেদের প্রথম বাক্যগুলি পড়া।
পুঙ্খানুপুঙ্খ পাঠের ক্ষেত্রে পালনীয় ধাপগুলি কী কী? (What are the steps of scanning?)
পুঙ্খানুপুঙ্খ পাঠের ক্ষেত্রে পালনীয় ধাপগুলি হল
1. ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা।
2. পাঠে ব্যবহৃত প্রতিটি শব্দের অর্থ, বাক্যের গঠন, ব্যাকরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ।
3. রচনা বা পাঠটির বক্তব্য বিষয় এবং ভাষাগত প্রকাশভঙ্গি পরিপূর্ণভাবে উপলব্ধিকরণ।
4. পাঠটির উপর দ্রুত চোখ বুলিয়ে তার মূল বক্তব্যগুলি আহরণ করা।