নদীর উপকারিতা অনুচ্ছেদ রচনা | নদীনালা রচনা | ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
অনুচ্ছেদ রচনা: নদীর উপকারিতা অনুচ্ছেদ রচনা | নদীনালা রচনা |
পাহাড় পর্বত থেকে উৎপন্ন হয়ে কোনো জলধারা পাহাড় ও সমতলের নানা পথ বেয়ে ধীরে ধীরে এসে মিশে যায় কোনো নদীর সঙ্গে অথবা কোনো সাগরের লোনা জলে। এই জলধারার নাম নদী। আমাদের জীবনে এই জলধারা নানাভাবে উপকার করে। যে অঞ্চলের ওপর দিয়ে নদী বয়ে যায়, সেখানকার মানুষ নদীর জল পান করে এবং চাষের কাজে ব্যবহার করে। এর ওপর দিয়ে নৌকা নিয়ে এপার থেকে ওপারে যায়।
কখনও বা দূরস্থানেও যায়। ব্যবসায়ীরা নদীর জলপথে বাণিজ্য করে। নদী আমাদের বহু কাজে লাগে । নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই জলবিদ্যুৎই তো মানুষের আধুনিক জীবনের অতি প্রয়োজনীয় শক্তি কলকারখানা গড়ে তোলার জন্য বিদ্যুতের প্রয়োজন। নদীর মাছ, নদীর জল, নদীতে স্নান, নদীকুলের মিষ্ট বাতাস—সকলেরই প্রিয়। মানুষের জীবনে নদী আশীর্বাদের মতো। তাই, পৃথিবীর প্রায় সমস্ত সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীর তীরে।