একটি নদীর কথা অনুচ্ছেদ রচনা | তোমার পরিচিত একটি নদী অনুচ্ছেদ রচনা | ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা
অনুচ্ছেদ রচনা: একটি নদীর কথা অনুচ্ছেদ রচনা |তোমার পরিচিত একটি নদী
ভারতের উত্তরে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত। সেখানকার গঙ্গোত্রী নামের হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। পার্বত্য পথে ওই শীর্ণা নদীটির নাম ভাগীরথী। ওই পথেই তার সঙ্গে এসে মিশল অলকানন্দা আর মন্দাকিনী। এই দুটি স্রোতস্বিনীও ছিল শীর্ণা ও খরস্রোতা। এই তিনটি নদী একত্রে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে এসে পড়ল। তারপর থেকে গঙ্গার সমতলপথের যাত্রা।
উত্তরপ্রদেশ, বিহার পার হয়ে ধুলিয়ানের কাছে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল। নদীর মূলধারাটি পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। অপর ধারাটি দক্ষিণমুখে ভাগীরথী নাম নিয়ে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মেশে। এই নদীটির যাত্রাসমাপ্তি ঘটল এখানেই।
এই দীর্ঘপথ বয়ে আসার সময় তার সঙ্গে এসে মিশেছে যমুনা, শোণ, কুশি;" ঘর্মর, অজয়, দামোদর, জলঙ্গি প্রভৃতি নদী। তারই তীরে গড়ে উঠেছে শহর ও নানা তীর্থস্থান। গঙ্গা ভারতের পবিত্র নদী।
অনুরূপ অনুচ্ছেদ :
- তোমার পরিচিত একটি নদী,
- গঙ্গা নদী।
- একটি নদীর কথা রচনা