বনমহোৎসব অনুচ্ছেদ রচনা | অরণ্য সপ্তাহ | ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা | অনুচ্ছেদ রচনা Class 6
WhatsAp Group
Join Now
Telegram Group
Join Now
অনুচ্ছেদ রচনা : বনমহোৎসব, বৃক্ষরোপণ, অরণ্য সপ্তাহ
বনমহোৎসব আমাদের উৎসব তালিকায় একটি নতুন সংযোজন। বর্ষাকালে এই উৎসব হয়। নানা স্থানে নানা রকম বৃক্ষরোপণ করে এই উৎসব পালন করা হয়। এই উৎসব কেন প্রচলন হল, তার কারণ আছে। আমাদের চারদিকে গাছপালার সংখ্যা কমে আসছে। নগর গড়ে তোলার জন্য যে ব্যাপক চেষ্টা চলছে সেটাও অন্যতম কারণ। বাড়িঘর বাড়ছে, রাস্তাঘাট বাড়ছে।
বন কাটা হচ্ছে, গাছপালা কমে আসছে। পরিবেশ নষ্ট হচ্ছে। বাতাসে দূষণ বাড়ছে। ভূমিক্ষয় বাড়ছে। এইসব কারণে পরিবেশকে বাঁচানোর জন্য, গাছপালার কথা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন। গাছপালা বাঁচলে পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে। মানুষের বাঁচার জন্য অন্য উৎসবের মতো বনমহোৎসবও পালন করা আমাদের কর্তব্য
অনুরূপ অনুচ্ছেদ : পরিবেশ ও গাছপালা, একটি গাছ একটি প্রাণ।