এল নিনো [El Nino] কী? এল নিনো শব্দের এর অর্থ ও উৎপত্তি। এল নিনো প্রভাব
এল নিনো [El Nino] কী?
এল নিনো [El Nino] কী? স্পেনীয় 'এল নিনিও' শব্দ থেকে ‘এল নিনো' শব্দের উৎপত্তি। এর অর্থ খ্রিস্টপুত্র [Christ Child]। সাধারণত খ্রিস্টমাসের সময় [ডিসেম্বর] সমুদ্রে যে ব্যতিক্রম ধর্মবিশিষ্ট [উয়া স্রোত] সমুদ্রস্রোতের আগমন ঘটে তাকে এল নিনো বলে। এখন নিনো কথার অর্থ দুরন্ত বালক। অর্থাৎ=কোনো কোনো বছর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডর উপকূল দিয়ে শীতল হামবোল্ড সমুদ্রস্রোতের পরিবর্তে যে উম্ম সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে এল নিনো বলে। এই সমুদ্রস্রোত আবার অতিমাত্রায় উম্মতা প্রাপ্ত হলে তাকে বিজ্ঞানীরা লা নিনো [La Nino] বলে থাকেন। এখানে নিনো কথার অর্থ দূরন্ত বালিকা।
এল নিনো
প্রশান্ত মহাসাগরীয় পাত দক্ষিণ আমেরিকা মহাসাগরীয় পাতের নিচে প্রবেশ করার সময় সমুদ্রের নিচে যে ফাটলের সৃষ্টি হয় তার ফলে ঐ ফাটলের মধ্য দিয়ে উত্তপ্ত লাভা নির্গত হলে তার সংস্পর্শে উম্ম সমুদ্রজল উৎপন্ন হয়ে সমুদ্রপৃষ্ঠ দিয়ে তা প্রবাহিত হয়ে এল নিনোর সৃষ্টি হয়। এর প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটে।
মৌসুমি বৃষ্টিপাত বা বায়ুপ্রবাহে এল নিনোর ভূমিকা কী? গ্রীষ্মকালে মৌসুমি বায়ুপ্রবাহের শক্তি অনেকাংশে ক্রান্তীয় পূবালী, জেটপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এল নিনোর স্রোত যে বছরগুলিতে প্রবাহিত হয় সেই বছরগুলিতে পুবালী জেটপ্রবাহ কিছু দুর্বল থাকে। ফলে ভারতীয় মহাসাগরীয় উচ্চচাপ অন্যান্য বছরের ন্যায় তত শক্তিশালী হয় না এবং গ্রীষ্মে গোধূলি বায়ুও কিছুটা দুর্বল হয়ে পড়ে ও দেরিতে আসে। এই প্রকার দুর্বল পুবালী বাতাসের কারণে বৃষ্টিপাত কম হয়।