জীববৈচিত্র্য সংরক্ষণ [Conservation of biodiversity] জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা
জীববৈচিত্র্য সংরক্ষণ [Conservation of biodiversity] জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা
জীববৈচিত্র্য সংরক্ষণ [Conservation of biodiversity]: সংজ্ঞা [Definition] : উদ্ভিদ ও প্রাণী প্রজাতির রক্ষণাবেক্ষণ, তাদের বিজ্ঞানসম্মত ব্যবহার ও পুনরুদ্ধারকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলে ।
অন্যভাবে বলা যায়, জীবমণ্ডলের সমস্ত জীবকে বাঁচিয়ে রাখার জন্য যে পদ্ধতিগুলি অবলম্বন করা হয় ও যার সাহায্যে বর্তমান প্রজন্মের সুস্থায়ী লাভ (Sustainable benefit) এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানো সম্ভব হয় তাকে জীববৈচিত্র্য সংরক্ষণ বলা হয়।
রাষ্ট্রপুঞ্জের উদ্যোগ : প্রত্যেক জীবেরই এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এজন্য 1982 সালে রাষ্ট্রপুঞ্জের বিশ্বপ্রকৃতি সম্পর্কিত ঘোষণাপত্রে এই চিন্তাধারা স্বীকৃতি পেয়েছে। পৃথিবীর জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য 'দি ওয়ার্ল্ড কনজারভেশান ইউনিয়ন' (The World Conservation Union বা WCU) এবং ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' (WWF) বায়োস্ফিয়ার রিজার্ভের উন্নতিকল্পে প্রচুর অর্থ ও বিজ্ঞানসম্মত পরামর্শ প্রদান করে থাকে। এছাড়া 1992 সালে রাষ্ট্রপুঞ্জের রিও ডি জেনেরো [Rio de Janeiro] বসুন্ধরা সম্মেলনে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কতকগুলি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেগুলি 1993 সালে 29শে ডিসেম্বর কার্যকর করা হয়েছে। এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্যগুলি হল—
(i) জীববৈচিত্র্য সংরক্ষণ,
(ii) জীববৈচিত্র্যের নিয়ন্ত্রিত ব্যবহার এবং
(iii) জিন, সম্ভারের সুফল ন্যায্যভাবে এবং সমভাবে বণ্টন করা।
জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা
তাৎপর্য [Significance] : জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বা তাৎপর্য নানাবিধ। যেমন—
বাস্তুতন্ত্র রক্ষা [Protecting Ecosystem] : বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবসমূদয় পরস্পর নির্ভরশীলতার মধ্য দিয়ে জীবনচক্র সম্পাদন করে এবং বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খল ও পুষ্টিচক্রে ভারসাম্য রক্ষা করে চলে। জীববৈচিত্র্য নষ্ট হলে খাদ্য ও খাদ্যবস্তুর অস্থিতিশীল হয়ে পড়বে এবং বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। \
অর্থনৈতিক প্রয়োজনীয়তা [Economic Needs] : জীবমণ্ডলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী যথেষ্ট সংখ্যায় এবং এদের মধ্যে বৈচিত্র্য যথেষ্ট পরিমাণে থাকলে মানুষের অর্থনৈতিক এবং অন্যান্য প্রয়োজনে তা ব্যবহারের জন্য যোগান নিশ্চিত থাকবে। ঔষধ শিল্পে বিভিন্ন ভেষজ উদ্ভিদ ও প্রাণী [যেমন-গোমুত্র, সর্প বিষ প্রভৃতি]; কাঠ ও কাষ্ঠছাল, মূল ও পত্রের প্রয়োজনে নির্দিষ্ট উদ্ভিদের ব্যবহার; রেশমকীট, লাক্ষাকীট; বিভিন্ন প্রাণীর চামড়া, শিং, খৰ্গ, চর্বি প্রভৃতি অর্থনৈতিক প্রায়োজন মেটানো সম্ভব হয়।
ভেষজ প্রয়োজনীয়তা [Medicinal Needs ] : IUCN এর হিসাব অনুসারে পৃথিবীর প্রায় 12.5% জানা ফুলগাছ আজ নানাভাবে ও নানা মাত্রায় বিপদের আশঙ্কাগ্রস্থ। “ভারতের প্রায় 8,000 ভেষজ উদ্ভিদ (12.5% মোট উদ্ভিদের) আজ হারিয়ে যাওয়ার মুখে”—ড : মনোজ কুমার সরকার তাঁর বই Management Srtrategies for Endemic and Threatened Medicinal Plants in india - A Geoin formatic Approachö \
সামাজিক প্রয়োজনীয়তা [Social Needs] : বনবাসী সমাজ অরণ্য নির্ভর। জীববৈচিত্র্য হ্রাস পেলে বা কমে আসলে বনবাসী সমাজের সামাজিক কাঠামোর ক্ষতি ঘটতে পারে এবং তার ফলে জীববৈচিত্র্য ধ্বংস হতে পারে। ভারতে আদিবাসী সম্প্রদায়ের অরণ্যে বসবাসের অধিকার বিল লোকসভায় পাশ হয়েছে। এক্ষেত্রে আদিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে অরণ্য সংরক্ষণের আশু প্রয়োজন। এতে সরকার, অরণ্য এবং জীববৈচিত্র্য সবেরই সুবিধা। আদিবাসী লোকস্কৃতিতে অরণ্য ও জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা রয়েছে। বনের কোনো কোনো বৃক্ষ ও প্রাণী আদিবাসীদের উপাস্য। আবার শিকার অনেক সম্প্রদায়ের সাংস্কৃতিক উৎসবের অন্তর্গত। বনের সঙ্গে আদিবাসীদের নিবিড় সম্পর্ক থাকায়, নিজেদের স্বার্থেই বনভূমি সংরক্ষণ জরুরি। তাঁদের মধ্যে এই উন্মেষ ঘটানোর মাধ্যমে বনবাসীদের অরণ্য সংরক্ষণের আওতায় আনা সম্ভব। এতে সবারই লাভ।
নান্দনিক মূল্যবোধ [Sense of Aesthetic values] : প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য যত বেশি হবে তার নান্দনিক মূল্যবোধও তত বেশি থাকবে। ইকোট্যুরিজম অর্থাৎ বাস্তুতন্ত্র সংরক্ষিত রেখেও ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করা যায় এবং তার মাধ্যমে যে আয় হয় তা দিয়ে বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যায়িত হতে পারে।
নৈতিক মূল্যবোধ [Sense of Moral values] : এই পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে সবার—সব প্রাণী ও সব উদ্ভিদের। সুতরাং বাস্তুতন্ত্র রক্ষা করতে বা অক্ষুন্ন রাখতে হলে জীববৈচিত্র্যও অক্ষুন্ন রাখা আমাদের দায় এবং এজন্য অরণ্যে মানুষের অবাঞ্ছিত হস্তক্ষেপ একান্ত জরুরী।
পরিবেশগত প্রয়োজনীয়তা [Environmental Needs] : জীববৈচিত্র্যের সুষ্ঠ ভারসাম্য একমাত্র প্রাকৃতিক পরিবেশেই গড়ে উঠতে পারে। সুতরাং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার অর্থ দূষণ জর্জরিত নাগরিক ক্লান্তজীবন থেকে মুক্ত এক দূষণহীন সুন্দর পরিবেশ স্থাপন একমাত্র জীববৈচিত্র্য ও অরণ্যে সংরক্ষণের মাধ্যমেই তা সম্ভব।
বন্য পশু থেকে নিরাপত্তা [Securities from the wild] : আরণ্যক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। নতুবা অরণ্যে খাদ্য খাদকের ভারসাম্য বিঘ্ন ঘটার সম্ভাবনার সৃষ্টি হয়।