মৌসুমি বিস্ফোরণ [Burst of Monsoon] কী? মৌসুমি বিস্ফোরণের কারণ ও সময়কাল
মৌসুমি বিস্ফোরণ [Burst of Monsoon] কী?
মৌসুমি বিস্ফোরণ সংজ্ঞা : ভারতে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হয়। এই বর্ষাকালকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমনকালও বলা হয়। এ সময় উত্তর-পশ্চিম ভারতে গভীর নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগরের দীর্ঘপথ সমুদ্রের ওপর দিয়ে আসার সময় এতে প্রচুর জলীয় বাষ্প থাকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা ভারতে যেখানে যখন বর্ষা মরশুমের প্রথম বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতকে সেখানে বর্ষাকালের সূচনা বলে ধরা হয়। মেঘে ঢাকা আকাশ ও বজ্রবিদ্যুৎসহ মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত সহ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কিছুটা আকস্মিকভাবে ভারতে প্রথম প্রবেশের মধ্য দিয়ে বর্ষাকালের সূচনা হওয়াকে মৌসুমি বিস্ফোরণ বলে।
মৌসুমি বিস্ফোরণ সময়কাল : সাধারণত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 20 মে, কেরলে 29 মে, কলকাতায় 10 জুন, দিল্লিতে 1 জুলাই এবং 15 জুলাইয়ের মধ্যে ভারতের সর্বত্র বর্ষা শুরুর মধ্য দিয়ে মৌসুমি বায়ুর বিস্ফোরণ ঘটে।
মৌসুমি বিস্ফোরণের কারণ : মৌসুমি বিস্ফোরণের সাধারণ কারণগুলি হল—
(i) দক্ষিণ এশিয়ার ঊর্ধ্বাবায়ুস্তরের সঞ্চালন,
(ii) তিব্বতের উচ্চ মালভূমিতে প্রতীপ ঘূর্ণবাতের উষ্ণ কক্ষ সৃষ্টি,
(iii) ভারতের 15° উঃ অক্ষরেখার উত্তরে প্রতীপ ঘূর্ণবাতের বায়ুর উচ্চস্তরে পূবালী জেটস্ট্রীম সৃষ্টি প্রভৃতি।
![মৌসুমি বিস্ফোরণ [Burst of Monsoon] কী? মৌসুমি বিস্ফোরণের কারণ ও সময়কাল মৌসুমি বিস্ফোরণ [Burst of Monsoon] কী? মৌসুমি বিস্ফোরণের কারণ ও সময়কাল](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-Zormi7WrkdmeDt8HwMyfwwkqh8Yy5lRp65EDU8ylP4lXbBeTGKJ4YckTiyseKsufqk5ZxcPL5YkEr913Yflx5BWiB2_MP2paho-4QBylDlSUn4IH_khONBynFdcewYl4rRQeZDHAmPbViyAqvMQlEgTyj60KF8QbVpriMtnAlldHoSyAV175Y3M-T3Fm/s16000/%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%20%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%20.jpg)