গোরুর উপকারিতা অনুচ্ছেদ রচনা | গোরু রচনা | একটি উপকারী পশু রচনা | একটি গৃহপালিত পশু রচনা
অনুচ্ছেদ রচনা: গোরুর উপকারিতা অনুচ্ছেদ রচনা | গোরু রচনা | একটি উপকারী পশু রচনা | একটি গৃহপালিত পশু রচনা
আমাদের সমাজে গোরু একটি অতি পরিচিত গৃহপালিত প্রাণী। এই জন্তুর আকার, বৈশিষ্ট্য, স্বভাব সকলেরই জানা। পৃথিবীর প্রায় সব দেশেই গোরু পাওয়া যায়। গোরুর দ্বারা মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকে। সাধারণত পুরুষ গোরুকে বেশির ভাগ ক্ষেত্রে চাষের কাজ করানো হয়। পুরুষ গোরুকে বলদ বলে।
স্ত্রী গোরুকে সাধারণত গাভি বলে ৷ গাভি দুধ দেয়। দুধ একটি আদর্শ খাদ্য। শিশু ও বয়স্কদের জন্য অতি প্রয়োজনীয় পানীয় । আমাদের ভিটামিন ও পুষ্টি জোগায়। তাছাড়া দুধ থেকে নানা ধরনের খাদ্য প্রস্তুত করা হয়। এর মধ্যে মাখন, ছানা, পনির, ঘি ইত্যাদি। ছানা থেকে নানারকম মিষ্টান্ন প্রস্তুত করা হয়। গোরুর গোবরও একটি প্রয়োজনীয় পদার্থ।
গ্রামের লোকেরা এ থেকে ঘুঁটে তৈরি করে যা জ্বালানির কাজে ব্যবহৃত হয়। গোবর সার, গোবরেরই সাহায্যে তৈরি হয় ৷ এছাড়া গোরুর চামড়া, গোরুর হাড়ও নানা কাজে ব্যবহৃত হয়। এমন প্রয়োজনীয় ও উপকারী পশুটি ঘরে সাদরে পালিত হয়ে থাকে।
অনুরূপ অনুচ্ছেদ : একটি গৃহপালিত পশু রচনা,
একটি উপকারী পশু রচনা।