জাতীয় পাখি ময়ূর অনুচ্ছেদ রচনা | তোমার পরিচিত কোনো একটি পাখি রচনা। ষষ্ঠ শ্রেণী অনুচ্ছেদ রচনা
অনুচ্ছেদ রচনা : জাতীয় পাখি ময়ূর , তোমার পরিচিত কোনো একটি পাখি রচনা
ময়ূর আমাদের জাতীয় পাখি। দেহসৌষ্ঠব, রঙের বাহার ও বৈচিত্র্যের জন্য ময়ূর ভুবন বিখ্যাত। পাখিদের মধ্যে তার আকার বেশ বড়ো। সেই কারণে এই তুলনাহীন পাখিটিকে জাতীয় পাখির মর্যাদা দেওয়া হয়েছে। ময়ূরের দেহটি বেশ দীর্ঘ। নীল ও অন্যান্য রঙের মিশ্রণের পালক দিয়ে তার দেহখানি ঢাকা। এদের মাথায় চূড়া থাকে। পিছনে থাকে দীর্ঘ পুচ্ছ। ওই পুচ্ছে কালো, নীল ও সোনালি রঙের বিচিত্র নকশা থাকে।
পুরুষ ময়ূর পেখম মেলে নাচে। এই নাচের সময় পেখমখানি উঁচু হয়ে চালচিত্রের মতো ছড়িয়ে পড়ে। এই নৃত্য চঞ্চল ময়ূর বিস্ময়কর শোভার সৃষ্টি করে। মানুষ মুগ্ধ হয়ে সে দৃশ্য উপভোগ করে। যার এত রূপ, রং, সৌন্দর্য, তার কণ্ঠস্বর কিন্তু মিষ্ট নয়, কর্কশ। ঠোঁট তীক্ষ্ণ, ধারালো। ময়ূর ফলমূল, সাপ, ব্যাং প্রভৃতি আহার করে থাকে ৷ যুগে যুগে ভারতীয় কবি ও লেখকরা ময়ূরকে নিয়ে কবিতা, গল্প, রম্যরচনা লিখেছেন ।
অনুরূপ অনুচ্ছেদ : তোমার পরিচিত কোনো একটি পাখি।