ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত হয় কেন? নিরক্ষরেখার উভয়পাশে ঘূর্ণবাত গঠিত হয় না কেন?

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত হয় কেন?

উত্তর : (i) 27° সেঃ উম্মতা বিশিষ্ট সমুদ্রের অবস্থান

(ii) বিস্তৃত সমুদ্র

(iii) যথেষ্ট পরিমাণে কোরিওলিস বলের উপস্থিতি। [ ঘূর্ণবাত সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে কোরিওলিস বলের উপস্থিতি থাকা দরকার। বাতাসকে তরঙ্গের মতো পরিচালিত করতে ন্যূনতম কোরিওলিস বল প্রতি সেকেণ্ডে 10- ডাইন হওয়া দরকার। 5° অক্ষাংশে যে পরিমাণ কোরিওলিস বল থাকে, তা ঘূর্ণবাতের ঘূর্ণি-তৈরি করতে পারে না। এই 5° অক্ষাংশের পার বাড়তে থাকে। এজন্য অধিকাংশ ঘূর্ণবাত 15° – 25° অক্ষাংশীয় অঞ্চলে সংঘটিত হয়।

(iv) উল্লম্ব বায়ুপ্রভাবের শক্তির স্বল্পতা

(v) বিধ্বংসী ঘূর্ণবাত সৃষ্টির পূর্বে দুর্বল ঘূর্ণবাতের উপস্থিতি [দুর্বল ঘূর্ণবাত থাকলে সুবিধা হয়

(vi) উপরের বায়ুমণ্ডলের বায়ুস্তর বাইরের দিকে দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ

(vii) ভূমিতে অভিসারী ও উপরে প্রতিসারী বায়ুপ্রবাহ প্রভৃতি। 

ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত হয় কেন? নিরক্ষরেখার উভয়পাশে ঘূর্ণবাত গঠিত হয় না কেন?
ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাত হয় কেন
নিরক্ষরেখার উভয়পাশে অর্থাৎ 5° উঃ থেকে 5° দঃ অক্ষরেখার মধ্যে ঘূর্ণবাত গঠিত হয় না কেন?

উত্তর : ঘূর্ণবাত সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে কোরিওলিস বলের প্রভাব থাকা প্রয়োজন। নিরক্ষরেখায় কোরিওলিস বল না থাকায় নিরক্ষরেখা ও তার উভয় পাশে 5° উঃ থেকে 5° দক্ষিণ অক্ষরেখার মধ্যে ঘূর্ণবাতের উদ্ভব হয় না ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url