নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া অনুশীলনী প্রশ্ন উত্তর সমাধান | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় হাতে কলমে প্রশ্ন উত্তর সমাধান। জৈবনিক প্রক্রিয়া হাতে কলমে প্রশ্ন উত্তর সমাধান, class 9 life science unit 3 solutions in bengali যা আপনাকে নবম শ্রেণীর পরীক্ষা Class 9 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে class 9 life science chapter 3 solutions in bengali এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
![]() |
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর |
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া অনুশীলনী প্রশ্ন উত্তর | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্ন উত্তর |
বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন MCQ : নবম শ্রেণীর জীবন বিজ্ঞান হাতে-কলমে প্রশ্ন উত্তর সমাধান
1. সালোকসংশ্লেষে আলোর প্রয়োজন কারণ
a. তাপ উৎপাদনের জন্য
b. পত্ররন্ধ্র খোলার জন্য
c. হাইড্রোজেন উৎপাদনের জন্য
d. জলের ফটোলাইসিসের জন্য
Answer: (D) জলের ফটোলাইসিসের জন্য
সমাধান : সালোকসংশ্লেষে আলোর প্রয়োজন জলের ফটোলাইসিসের জন্য। জলের ফটোলাইসিস প্রক্রিয়ায় জল ভেঙে অক্সিজেন, প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হয়, যা সালোকসংশ্লেষের জন্য অপরিহার্য।
2. সালোকসংশ্লেষ ঘটে -
সালোকসংশ্লেষ প্রধানত দিনের বেলায় ঘটে, কারণ এই প্রক্রিয়ার জন্য সূর্যালোক প্রয়োজন।
Answer: (A) দিনের বেলায়
3. পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় কী কারণে?
পাতার ক্লোরোফিলের প্রয়োজন হয় আলোক শক্তি শোষণের জন্য। ক্লোরোফিল সৌরশক্তি শোষণ করে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে।
Answer: (B) আলোক শক্তি শোষণের জন্য
4. সালোকসংশ্লেষে কোন্ গ্যাস ব্যবহৃত হয়?
সালোকসংশ্লেষে কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্যাস ব্যবহৃত হয়। উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে CO₂ গ্রহণ করে শর্করা উৎপন্ন করে।
Answer: (C) CO₂
5. জল পরিবহণ কার মাধ্যমে ঘটে?
উদ্ভিদে জল পরিবহণ জাইলেম কলার মাধ্যমে ঘটে। জাইলেম মূল থেকে পাতায় জল ও খনিজ লবণ পরিবহণ করে।
Answer: (A) জাইলেম
6. বাষ্পমোচন নিয়ন্ত্রণ করে
বাষ্পমোচন অ্যাবসিসিক অ্যাসিড দ্বারা নিয়ন্ত্রিত হয়। অ্যাবসিসিক অ্যাসিড পত্ররন্ধ্র বন্ধ করে বাষ্পমোচনের হার কমায়।
Answer: (D) অ্যাবসিসিক অ্যাসিড
7. বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয়
বাহক প্রোটিন পাম্পের প্রয়োজন হয় সক্রিয় পরিবহণে। সক্রিয় পরিবহণে শক্তি ব্যবহার করে পদার্থের ঘনত্বের নতিমাত্রার বিপরীতে পরিবহণ ঘটে।
Answer: (B) সক্রিয় পরিবহণে
8. বিষম পৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র থাকে
বিষম পৃষ্ঠ পাতায় পত্ররন্ধ্র প্রধানত নিম্নতলে থাকে। এটি বাষ্পমোচনের হার কমাতে সাহায্য করে।
Answer: (B) নিম্নতলে
9. ট্রাকিয়া কোন্ প্রাণীর শ্বাসঅঙ্গ?
ট্রাকিয়া ফড়িং-এর শ্বাসঅঙ্গ। ফড়িং-এর শ্বসনতন্ত্রে ট্রাকিয়া নামক নালিকা থাকে, যার মাধ্যমে গ্যাসীয় আদান-প্রদান ঘটে।
Answer: (B) ফড়িং
10. ধূমপান থেকে কোন্ রোগ হয়?
ধূমপান থেকে লাং ক্যানসার (ফুসফুসের ক্যান্সার) হয়। ধূমপান ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।
Answer: (A) লাং ক্যানসার
11. ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোন্ প্রক্রিয়ায়?
ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় কোহল সন্ধান প্রক্রিয়ায়। এটি এক প্রকার অবাত শ্বসন, যেখানে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
Answer: (D) কোহল সন্ধান
12. ভিটামিন-D নিম্নলিখিত কোন্ রোগটি প্রতিরোধ করে?
ভিটামিন-D রিকেট রোগ প্রতিরোধ করে।
Answer: রিকেট
13. কোন্ প্রোটিনভঙ্গক উৎসেচক?
ট্রিপসিন একটি প্রোটিনভঙ্গক উৎসেচক।
Answer: ট্রিপসিন
14. গোবলেট কোশ থাকে
গোবলেট কোশ আন্ত্রিক-গ্রন্থিতে থাকে।
Answer: আন্ত্রিক-গ্রন্থি
15. কাদের ক্ষেত্রে মিথোজীবীয় পুষ্টি লক্ষ করা যায়?
লাইকেনের ক্ষেত্রে মিথোজীবীয় পুষ্টি লক্ষ করা যায়।
Answer: লাইকেন
16. কোন রঞ্জকের উপস্থিতিতে রক্ত লাল হয়?
হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্ত লাল হয়।
Answer: হিমোগ্লোবিন
17. অস্থি সন্ধিতে থাকে
অস্থি সন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে।
Answer: সাইনোভিয়াল তরল
18. O₂ ও CO₂ পরিবহণ করা কোন রক্তকোশের কাজ?
O₂ ও CO₂ পরিবহণ করা লোহিত রক্তকণিকার কাজ।
Answer: লোহিত রক্তকণিকা
19. কোন বিভাগের রক্তকে সার্বিক দাতা বলা হয়?
O বিভাগকে সার্বিক দাতা বলা হয়।
Answer: O বিভাগ
20. শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোন্টি উৎপন্ন হয়?
শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
Answer: কার্বন ডাইঅক্সাইড
21. নিম্নলিখিত কোন্টি উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ?
নিকোটিন উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ।
Answer: নিকোটিন
22. নীচের কোন্টি কেঁচোর রেচন অঙ্গ?
নেফ্রিডিয়াম কেঁচোর রেচন অঙ্গ।
Answer: নেফ্রিডিয়াম
23. কোন্ প্রাণীর দেহে ফ্লেমকোশ দেখা যায়?
ফিতাকৃমির দেহে ফ্লেমকোশ দেখা যায়।
Answer: ফিতাকৃমি
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রশ্নমান-1): class 9 life science chapter 3 solutions in bengali
1. জলের আলোক বিশ্লেষণকে কী বলে?
উত্তর: ফটোলিসিস।
2. কোন্ বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন?
উত্তর: ক্যালভিন।
3. ফোটন কণা কোথায় থাকে?
উত্তর: সূর্যালোকের মধ্যে।
4. একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোকসংশ্লেষ ঘটে।
উত্তর: গুলঞ্চ।
5. একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও যেখানে সালোকসংশ্লেষ হয়।
উত্তর: সবুজ সালোকসংশ্লেষী ব্যাকটেরিয়া।
6. কোন্ বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলে বর্ণনা করেছেন?
উত্তর: হাক্সলে।
7. সক্রিয় পরিবহণ কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় কোষপর্দার মধ্য দিয়ে পদার্থের অণু বা আয়নগুলি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে বাহক প্রোটিনের সাহায্যে শক্তি ব্যয় করে পরিবাহিত হয়, তাকে সক্রিয় পরিবহণ বলে।
8. ফুসফুসের আবরণীকে কী বলে?
উত্তর: প্লুরা।
9. শ্বাসমূল কোন্ উদ্ভিদের শ্বাসঅঙ্গ?
উত্তর: ম্যানগ্রোভ উদ্ভিদ, যেমন - সুন্দরী, গরান।
10. অ্যালভিওলাই কোথায় থাকে?
উত্তর: ফুসফুসের মধ্যে।
11. শ্বসনে মোট কত অণু ATP উৎপন্ন হয়?
উত্তর: 38 অণু।
12. রক্ষীকোশ কোথায় থাকে?
উত্তর: পত্ররন্ধ্রে।
13. অতিরিক্ত শ্বাসযন্ত্র বিশিষ্ট একটি প্রাণীর নাম কী?
উত্তর: মাছ (যেমন - কই, শিঙি)।
14. হলোজোয়িক পুষ্টির শেষ ধাপটি কী?
উত্তর: বহিষ্করণ।
15. একটি প্রোটিনভঙ্গক উৎসেচকের উদাহরণ দাও যা অগ্ন্যাশয় রসে থাকে।
উত্তর: ট্রিপসিন।
16. BMR-এর পুরো নাম কী?
উত্তর: বেসাল মেটাবলিক রেট (Basal Metabolic Rate)।
17. একটি সুষম খাদ্যের উদাহরণ দাও।
উত্তর: ডিম।
18. পিত্ত মানুষের ক্ষুদ্রান্ত্রের কোন্ অংশে ক্ষরিত হয়?
উত্তর: ডিওডেনাম।
19. কী কারণে চিংড়ির রক্ত নীলাভ?
উত্তর: হিমোসায়ানিন নামক শ্বাসরঞ্জকের উপস্থিতির কারণে।
20. একটি প্রাণীর উদাহরণ দাও যার দ্বৈত সংবহন দেখা যায়?
উত্তর: মানুষ।
21. মানুষের সংবহন মুক্ত না বদ্ধ?
উত্তর: বদ্ধ।
22. কপাটিকা থাকে কোন রক্তবাহে?
উত্তর: শিরায়।
23. নিলয় সংযোগস্থলে কোন প্রকার কপাটিকা থাকে?
উত্তর: ত্রিকপটি কপাটিকা (Tricuspid valve) এবং দ্বিকপটি কপাটিকা (Bicuspid valve) বা মাইট্রাল কপাটিকা (Mitral valve)।
24. মুক্ত সংবহন বিশিষ্ট একটি প্রাণীর উদাহরণ দাও।
উত্তর: আরশোলা।
25. তরুক্ষীর কোথায় পাওয়া যায়?
উত্তর: রবার গাছ, বট গাছ, আকন্দ গাছ ইত্যাদি।
26. ট্যানিন কী?
উত্তর: ট্যানিন হলো এক ধরণের উদ্ভিজ্জ রাসায়নিক পদার্থ, যা গাছের ছাল, ফল, পাতা ইত্যাদিতে পাওয়া যায়।
27. শাল গাছের ছাল থেকে কী পাওয়া যায়?
উত্তর: ট্যানিন।
28. মেরুদণ্ডী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কী?
উত্তর: বৃক্ক (Kidney)।
29. মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়?
উত্তর: যকৃত (Liver)।
30. নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম লেখো।
উত্তর: ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া।
31. হিল বিক্রিয়া কে আবিষ্কার করেন?
উত্তর: রবার্ট হিল (Robert Hill)।
32. কোন্ প্রকার জীব সালোকসংশ্লেষে অক্ষম?
উত্তর: ছত্রাক (Fungi)।
33. কোন্ প্রকার সালোকসংশ্লেষে O₂ নির্গত হয় না?
উত্তর: ব্যাকটেরিয়া ঘটিত সালোকসংশ্লেষ (Bacterial photosynthesis)।
34. সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী দুটি কো-এনজাইমের নাম কী?
উত্তর: NADP (Nicotinamide Adenine Dinucleotide Phosphate) এবং FAD (Flavin Adenine Dinucleotide)।
35. উদ্ভিদ কর্তৃক গৃহীত জলের কত শতাংশ সালোকসংশ্লেষে ব্যয়িত হয়?
উত্তর: প্রায় 1%।
36. উদ্ভিদের কোন্ অঙ্গকে সালোকসংশ্লেষের কারখানা বলা হয়?
উত্তর: পাতা (Leaf)।
37. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি উৎসেচকের নাম কী?
উত্তর: RuBisCO (Ribulose-1,5-bisphosphate carboxylase/oxygenase)।
38. পাকস্থলীর গাত্রে কোন্ গ্রন্থিকোশ থাকে?
উত্তর: গ্যাস্ট্রিক গ্রন্থি (Gastric glands)।
39. HCl কোন্ কোশ থেকে ক্ষরিত হয়?
উত্তর: অক্সিন্টিক কোশ বা প্যারিটাল কোশ (Oxyntic or Parietal cells)।
40. পেপসিন কোন্ কোশ থেকে ক্ষরিত হয়?
vপেপটিক কোশ বা চিফ কোশ (Peptic or Chief cells)।
41. ব্রুনার বর্ণিত গ্রন্থি কোথায় থাকে?
উত্তর: ডিওডেনামের সাবমিউকোসায় (Submucosa of the duodenum)।
42. গোবলেট কোশ থেকে কী ক্ষরিত হয়?
উত্তর: মিউকাস (Mucus)।
43. আরজেনটাফিন কোশ থেকে কী ক্ষরিত হয়?
উত্তর: সেরোটোনিন (Serotonin) এবং হিস্টামিন (Histamine)।
44. ব্রুনারের গ্রন্থি থেকে কী ক্ষরিত হয়?
উত্তর: ক্ষারীয় মিউকাস (Alkaline mucus)$.
45. খাদ্যের চর্বণ কোথায় হয়?
উত্তর: মুখগহ্বর (Oral cavity)।
46. পেরিস্টলসিস চলন কখন ঘটে?
উত্তর: খাদ্যনালী (Esophagus) এবং পৌষ্টিকনালীর অন্যান্য অংশে খাদ্য পরিবহনের সময়।
47. চর্বণ ও পেরিস্টলসিস কোন্ ধরনের পরিপাকের অন্তর্গত?
উত্তর: যান্ত্রিক পরিপাক (Mechanical digestion)।
48. উৎসেচকের সাহায্যে খাদ্য পরিপাককে কী বলে?
উত্তর: রাসায়নিক পরিপাক (Chemical digestion)।
49. পাকস্থলীতে কী ধরনের খাদ্যের পরিপাক হয়?
উত্তর: প্রোটিন এবং ফ্যাট (আংশিকভাবে)।
50. পাকস্থলীতে প্রোটিনভঙ্গক উৎসেচক কী থাকে?
উত্তর: পেপসিন (Pepsin)।
51. পাকস্থলীতে ফ্যাট ভঙ্গক উৎসেচকে কী থাকে?
উত্তর: গ্যাস্ট্রিক লাইপেজ (Gastric lipase)।
52. পেপসিন প্রোটিনকে কীসে পরিণত করে?
উত্তর: পেপটন এবং প্রোটিওস (Peptones and Proteoses)।
53. রেনিন-এর উৎস কী?
উত্তর: পাকস্থলী (Stomach)।
শূন্যস্থান পূরণ করো: class 9 life science chapter 3 Exercise solutions in bengali
1. $6CO_2 + 12H_2O{সূর্যালোক} C_6H_{12}O_6 + 6O_2 +______{6H_2O}$
2. পাতার______{নিম্ন} ত্বকে বেশি পত্ররন্ধ্র থাকে।
3. মূলে সালোকসংশ্লেষ______{হয় না}।
4. ______{ক্লোরোফিল} সৌরশক্তি শোষণ করে সক্রিয় হয়।
5. জলের ফটোলাইসিস ঘটলে হাইড্রোজেন ও______{অক্সিজেন} উৎপন্ন হয়। 6. সালোকসংশ্লেষ একটি______{উপচিতি} বিপাক।
7. ম্যাঙ্গানিজ______{হিল বিক্রিয়ার} উপাদান।
8. মানুষের শ্বাসযন্ত্র______{শ্বাসনালী}।
9. নিশ্বাস প্রক্রিয়ায়______{কার্বন ডাই অক্সাইড} গ্যাস নির্গত হয়।
10. ______{মধ্যচ্ছদা} শ্বাসপেশি।
11. গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হল______{পাইরুভিক অ্যাসিড}।
12. শ্বসন প্রক্রিয়ায় মোট______{38} অণু ATP উৎপন্ন হয়।
13. ______{অ্যামিবা} প্রাণীর পরজীবীয় পুষ্টি লক্ষ করা যায়।
14. \(E.coli\) মানুষের______{বৃহদন্ত্রে} বাস করে।
15. টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে______{মলটোজে} পরিণত করে।
16. ______{থাইরয়েড} রোগে BMR কমে যায়।
17. মানুষের হৃদ্স্পন্দন মিনিটে______{72} বার।
18. ______{O} বিভাগের রক্তকে সার্বিক গ্রহীতা বলে।
19. ______{শিরায়} রক্তবাহে কপাটিকা থাকে।
20. হৃৎপিণ্ডের______{ডান} অলিন্দে দূষিত রক্ত থাকে।
21. লসিকা একপ্রকারের______{যোগকলা}।
22. ফুসফুসীয় ধমনিতে______{দূষিত} রক্ত থাকে।
23. প্রোটিন বিপাকের ফলে______{ইউরিয়া} উৎপন্ন হয়।
24. কুইনাইন একপ্রকারের______{ম্যালেরিয়া প্রতিরোধী ঔষধ}।
25. গাছের ক্ষেত্রে বাকল মোচন দেখা যায়______{ইউক্যালিপটাস}।
26. প্রাণীদের রেচন পদার্থ______{ইউরিয়া}।
27. উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ______{গাম}।
28. পতঙ্গদের রেচন অঙ্গ______{ম্যালপিজিয়ান নালিকা}।
29. প্রাকৃতিক হিল বিকারক হল______{জল}। 30. উদ্ভিদ______{পত্ররন্ধ্র} এর মাধ্যমে \(CO_{2}\) গ্যাস শোষণ করে।
31. পৃথিবীর সকল শক্তির মূল উৎস হল______{সূর্য}।
32. স্থলজ উদ্ভিদ______{মূলরোম} দিয়ে মাটির কৈশিক জল শোষণ করে।
33. ক্লোরোপ্লাসটিডের সালোকসংশ্লেষীয় একক হল______{কোয়ান্টোজোম}।
34. ক্লোরোফিল সূর্যালোকের______{আলোকশক্তি} শোষণ করে সক্রিয় হয়।
35. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়______{জল} জারিত হয় এবং \(CO_{2}\) বিজারিত হয়।
36. সবুজপাতার______{মেসোফিল} কলা সালোকসংশ্লেষের স্থান।
37. প্রাণী পুষ্টির তৃতীয় পর্যায়টি হল______{শোষণ}।
38. প্রাণী পুষ্টির শেষ পর্যায়টি হল______{বহিষ্করণ}।
39. উইপোকার পৌষ্টিক নালিতে______{ট্রাইকোনিম্ফা} নামক আদ্যপ্রাণী কণা বসবাস করে।
40. যেসব প্রাণী মল ভক্ষণ করে তাদের______{কপ্রোফ্যাগাস} বলে।
41. পাকস্থলীর আয়তন______{1.5} লিটার।
42. ভিলাই-এর লসিকাবাহ দ্বারা______{ফ্যাট} শোষিত হয়।
43. ভিলাই-এর রক্তজালক শর্করা ও______{অ্যামাইনো অ্যাসিড} শোষণে সাহায্য করে।
44. আন্ত্রিক রসের অপর নাম______{সাক্কাস এন্টেরিকাস}।
45. ভিলাসের কেন্দ্রীয় লসিকাবাহকে______{ল্যাকটিয়াল} বলে।
46. পুষ্টির______{অন্তঃকোষীয়} পর্যায় পৌষ্টিক নালির বাইরে ঘটে।
47. প্রাপ্তবয়স্ক পুরুষের BMR______{35-40} kcal/hr/m²।
48. প্রাপ্তবয়স্ক মানুষের মুখ গহ্বরে মোট______{32} টি দাঁত থাকে।
49. WBC-এর মোট সংখ্যাকে______{লিউকেমিয়া} বলে।
50. অণুচক্রিকার,______{থ্রম্বোসাইটোসিস} সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে বলে।
সত্য (T) বা মিথ্যা (F) নির্ধারণ করো: নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমাধান
1. যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম তাদের হেটারোট্রফ বলে।
(F) - যেসব উদ্ভিদ খাদ্য উৎপাদনে সক্ষম, তাদের অটোট্রফ বলে, কারণ তারা সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করে।
2. ইউপ্লিনা সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী।
(T) - ইউগ্লেনা (ইউপ্লিনা) সালোকসংশ্লেষ করতে পারে কারণ এতে ক্লোরোফিল থাকে।
3. জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উৎপন্ন হয়।
(T) - সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের আলোক বিশ্লেষণের ফলে অক্সিজেন উপজাত হিসেবে উৎপন্ন হয়।
4. সালোকসংশ্লেষের সময় O2 গ্যাস শোষিত হয়।
(F) - সালোকসংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড (CO2) শোষিত হয় এবং অক্সিজেন (O2) নির্গত হয়।
5. সালোকসংশ্লেষের ফলে শ্বেতসার উৎপন্ন হয়।
(T) - সালোকসংশ্লেষের ফলে শ্বেতসার বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়.
6. শ্বসনের প্রধান উদ্দেশ্য হল শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য শক্তি উৎপাদন করা।
(T) - শ্বসনের প্রধান উদ্দেশ্য হল জৈব যৌগগুলিকে বিপাক করে শক্তি উৎপাদন করা, যা বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য ব্যবহৃত হয়।
7. মানুষের বাম দিকের ফুসফুসটি তিনটি লতি যুক্ত হয়।
(F) - মানুষের বাম ফুসফুসে দুটি লতি থাকে।
8. শ্বসন একটি অজৈব রাসায়নিক প্রক্রিয়া।
(F) - শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে জৈব যৌগগুলি ভেঙে শক্তি উৎপন্ন হয়।
9. সবাত শ্বসনে 668 kcal শক্তি নির্গত হয়।
(F) - সবাত শ্বসনে প্রায় 686 kcal বা 2870 kJ শক্তি উৎপন্ন হয়।
10. ডিমকে সুষম খাদ্য বলা হয়।
(T) - ডিমকে সুষম খাদ্য বলা হয় কারণ এতে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে।
11. সালোকসংশ্লেষ একপ্রকার উপচিতিমূলক বিপাক।
(T) - সালোকসংশ্লেষ একটি উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া কারণ এর মাধ্যমে সরল উপাদান থেকে জটিল যৌগ তৈরি হয়।
12. পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে।
(T) - পেপসিন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে।
13. পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে।
(T) - পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক ছত্রাক সহাবস্থান করে।
14. RBC-তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে।
(T) - RBC-তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, যা অক্সিজেন পরিবহন করে।
15. রক্তে হেপারিন নামক তঞ্চনরোধক পদার্থ থাকে।
(T) - রক্তে হেপারিন নামক তঞ্চনরোধক পদার্থ থাকে, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়।
16. S.A. নোডকে Reserve Pacemaker বলে।
(F) - S.A. নোডকে প্রাকৃতিক পেসমেকার (Pacemaker) বলা হয়, Reserve Pacemaker নয়।
17. Blood bank-এ সোডিয়াম সাইট্রেট তঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয়।
(T) - ব্লাড ব্যাঙ্কে সোডিয়াম সাইট্রেট রক্ত জমাট বাঁধতে বাধা দিতে ব্যবহৃত হয়।
18. অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়।
(T) - অ্যামিবার দেহে সংকোচনশীল গহ্বর দেখা যায়, যা অতিরিক্ত জল বের করে দেয়।
19. বৃক্কের বাইরের স্তরকে মেডালা বলে।
(F) - বৃক্কের বাইরের স্তরকে কর্টেক্স বলে। মেডালা ভিতরের স্তর।
20. সংগ্রাহী নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বেলিনির নালি গঠন করে।
(T) - সংগ্রাহী নালিকাগুলি একত্রিত হয়ে বেলিনির নালি গঠন করে।
21. পিটুইটারি থেকে ক্ষরিত ADH জলের পুনর্বিশোষণে প্রধান ভূমিকা নেয়।
(T) - পিটুইটারি থেকে ক্ষরিত ADH (অ্যান্টিডাইউরেটিক হরমোন) বৃক্কে জলের পুনর্বিশোষণে সহায়তা করে।
22. পেয়ারার ক্ষেত্রে ফলমোচন দেখা যায়।
(T) - পেয়ারার ক্ষেত্রে ফলমোচন দেখা যায়।
23. ট্যানিন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ।
(F) - ট্যানিন নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ।
24. গ্যালাক্টোসেমিয়া একপ্রকার জিনগত বিপাকীয় ত্রুটি।
(T) - গ্যালাক্টোসেমিয়া একটি জিনগত বিপাকীয় ত্রুটি।
25. লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক।
(T) - লাইসোজাইম একটি পরিপাককারী উৎসেচক।
26. পিতুলরণ প্রোটিনজাতীয় খাদ্যের পরিপাকে
(T) - সম্ভবত "পিতুলরণ" এর পরিবর্তে "পেপসিন" হবে। পেপসিন প্রোটিনজাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে।
26. পিত্তলবণ প্রোটিনজাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে।
(এটি ভুল, পিত্তলবণ ফ্যাট পরিপাকে সাহায্য করে, প্রোটিন পরিপাকে নয়।)
27. যকৃৎ থেকে পিত্ত নিঃসৃত হয়।
(এটি সঠিক)
28. উদ্ভিদ পুষ্টি হলোজোয়িক পুষ্টি।
(এটি ভুল, উদ্ভিদ পুষ্টি প্রধানত স্বভোজী বা অটোট্রফিক পুষ্টি।)
29. পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে N₂ শোষণ করে।
(এটি ভুল, পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন শোষণ করে, N₂ গ্যাস নয়।)
30. হলোজোয়িক পুষ্টির পাঁচটি পর্যায়।
(এটি সঠিক, পর্যায়গুলি হলো: গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ।)
31. চর্বণের ফলে সৃষ্ট লালমিশ্রিত খাদ্যকে. বোলাস বলে।
(এটি সঠিক)
32. বৃক্কের কাজে বিঘ্ন হলে ইউরেমিয়া দেখা যায়।
(এটি সঠিক)
33. অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি।
(এটি সঠিক, অগ্ন্যাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে।)
34. ক্ষুদ্রান্ত্রে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক ঘটে।
(এটি সঠিক)
35. পাকস্থলীতে শর্করাজাতীয় খাদ্যের পরিপাক ঘটে না।
(এটি সঠিক)
36. জল শোষণের প্রধান স্থান বৃহদন্ত্র।
(এটি সঠিক)
37. যকৃৎ শর্করা ও প্রোটিনের সংশ্লেষ করে।
(এটি সঠিক)
38. সাবলিঙ্গুয়াল গ্রন্থির প্রদাহ হলে তাকে মাম্পস বলে।
(এটি ভুল, প্যারোটিড গ্রন্থির প্রদাহ হলে মাম্পস হয়, সাবলিঙ্গুয়াল গ্রন্থির নয়।)
39. বুনার্স গ্রন্থি এক প্রকার পাক গ্রন্থি।
(এটি ভুল, বুনার্স গ্রন্থি ডিওডেনামের সাবমিউকোসায় অবস্থিত এবং এটি পাকগ্রন্থি নয়।)
40. চর্বণ ও পেরিস্টলসিসকে একত্রে যান্ত্রিক পরিপাক বলে।
(এটি সঠিক)
41. মানুষের RBC-তে মাইটোকনড্রিয়া থাকে না।
(এটি সঠিক)
42. সাইনোভিয়াল তরল অচল অস্থিসন্ধিতে থাকে না।
(এটি সঠিক, সাইনোভিয়াল তরল সচল অস্থিসন্ধিতে থাকে।)
43. ঘামের মাধ্যমে স্থখখন ছাড়াও CO₂ ও ইউরিয়া রেচিত হয়।
(এটি সঠিক)
44. মাছের হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড প্রকৃতির।
(এটি সঠিক)
45. মানুষের অণুচক্রিকা নিউক্লিয়াস বিহীন।
(এটি সঠিক)
46. মানুষের অপরিণত RBC নিউক্লিয়াসযুক্ত।
(এটি সঠিক)
47. মানুষের রক্তরসে প্রায় ৪-9% কঠিন বস্তু থাকে।
(এটি ভুল, রক্তরসে কঠিন বস্তুর পরিমাণ প্রায় ৮-৯%।)
48. আরশোলার রক্তে হিমোসায়ানিন থাকে।
(এটি ভুল, আরশোলার রক্তে হিমোসায়ানিন নয়, হিমোলিম্ফ থাকে এবং শ্বাসরঞ্জক থাকে না।)
ধমনিতে পালস বিট পরিমাপ করা হয়।
- এটি সঠিক। ধমনিতে রক্ত প্রবাহের ফলে সৃষ্ট চাপ পরিবর্তনই পালস বিট হিসাবে অনুভূত হয়।
50. ধমনিতে কপাটিকা থাকে না।
- এটি সঠিক। ধমনী থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসার পথ রুদ্ধ করার জন্য কপাটিকা থাকে না, কারণ ধমনীতে রক্তচাপ বেশি থাকে এবং রক্ত সরাসরি হৃৎপিণ্ড থেকে প্রবাহিত হয়।
51. আমাদের দেহে প্রধানত তিন জোড়া রিসাস ফ্যাক্টর থাকে।
- এটি ভুল। প্রধানত একটি Rh (D) ফ্যাক্টরই রক্তে উপস্থিত থাকে, যা রক্তের Rh পজিটিভ বা নেগেটিভ নির্ধারণ করে.
52. গ্রুপের রক্তের কোনো অ্যান্নুটিনিন থাকে না।
- এটি সঠিক। O গ্রুপ রক্তে কোনো A বা B অ্যান্টিজেন না থাকায়, এর প্লাজমায় A এবং B উভয় অ্যান্টিবডিই থাকে, কিন্তু অ্যান্টিজেন না থাকায় একে "সর্বজনীন দাতা" বলা হয়.
53. A শ্রেণির রক্তের ও অ্যাগ্লুটিনোজেন থাকে কিন্তু ৫ অ্যাগুটিনিন থাকে না।
- এটি ভুল। A শ্রেণির রক্তে A অ্যাগ্লুটিনোজেন (অ্যান্টিজেন) থাকে এবং প্লাজমায় অ্যান্টি-B অ্যাগ্লুটিনিন (অ্যান্টিবডি) থাকে.
54. শ্বেত রক্তকণিকা মেগাক্যারিওসাইট কোশ থেকে উৎপন্ন হয়।
- এটি ভুল। শ্বেত রক্তকণিকাগুলি অস্থিমজ্জার স্টেম সেল থেকে উৎপন্ন হয়, কিন্তু মেগাক্যারিওসাইট থেকে অনুচক্রিকা উৎপন্ন হয়.
55. অণুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না।
- এটি সঠিক। অণুচক্রিকাতে হিমোগ্লোবিন থাকে না, কারণ হিমোগ্লোবিন শুধুমাত্র লোহিত রক্তকণিকায় পাওয়া যায়.
প্রথম জোড়টির সম্পর্ক বুঝে তৃতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: জৈবনিক প্রক্রিয়া নবম শ্রেণীর জীবন বিজ্ঞান অনুশীলনী প্রশ্ন উত্তর সমাধান |
1. C₃ উদ্ভিদ PGA :: C₄ উদ্ভিদ: OAA (অক্সালোঅ্যাসেটিক অ্যাসিড)
2. সবাত শ্বসন: শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ:: অবাত শ্বসন: অসম্পূর্ণ জারণ
3. সাবম্যান্ডিবুলার গ্রন্থি: লালা গ্রন্থি :: লাইবারকুনের গ্রন্থি: পাচক গ্রন্থি
4. গ্র্যানুলোসাইট: বেসোফিল :: অ্যাগ্র্যানুলোসাইট: লিম্ফোসাইট
5. ডায়াবেটিস মেলিটাস: ইনসুলিন :: ডায়াবেটিস ইনসিপিডাস: ADH
6. লিম্ফোসাইট: অ্যান্টিবডি:: বেসোফিল: হিস্টামিন
7. পারপিউরা: অণুচক্রিকার সংখ্যা হ্রাস:: অ্যানিমিয়া: লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস
8. গ্রানুলোসাইট: বেসোফিল :: অ্যাগ্রানুলোসাইট: মনোসাইট
9. ছন্দনিয়ামক: SA নোড:: সংরক্ষিত ছন্দনিয়ামক: অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড (AV Node)
10. সার্বিক দাতা: O গ্রুপ :: সার্বিক গ্রহীতা: AB গ্রুপ
11. CSF: নিউরোসিল :: সাইনোভিয়াল তরল: সাইনোভিয়াল গহ্বর
12. RBC: 120 দিন:: WBC: 1-15 দিন (প্রায়)
বিসদৃশটি বেছে লেখোঃ
1. প্লাসটিড (বাকিগুলো সালোকসংশ্লেষের ইলেকট্রন বাহক)
2. বায়ুর আর্দ্রতা (বাকিগুলো উদ্ভিদের জল শোষণ ও পরিবহনের সাথে সম্পর্কিত)
3. গ্লুকোজ (বাকিগুলো প্রোটিন বা প্রোটিন বিপাকের সাথে সম্পর্কিত)
অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো:
1. নিষ্ক্রিয় পরিবহন, ব্যাপন, সহায়ক ব্যাপন, অভিস্রবণ: পরিবহন
2. সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, TCA চক্র, সাকসিনিক অ্যাসিড: ক্রেবস চক্রের উপাদান
3. ডিওডিনাম, জেজুনাম, ক্ষুদ্রান্ত্র, ইলিয়াম: ক্ষুদ্রান্ত্রের অংশ
4. অ্যালবুমিন, প্রোথ্রম্বিন, প্রোটিন, গ্লোবিউনিন: প্লাজমা প্রোটিন
5. যকৃৎ, ইউরিয়া, কিটোনবস্তু, বিলিরুবিন: যকৃতের কাজ/উৎপন্ন পদার্থ
1. বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও: class 9 life science chapter 3 solutions in bengali
i. সূর্যালোক - c. ফোটন কণা
(সূর্যালোক ফোটন কণার সমন্বয়ে গঠিত)
ii. অন্ধকার দশা - e. ব্ল্যাকম্যান বিক্রিয়া
(আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ব্ল্যাকম্যান বিক্রিয়া নামে পরিচিত)
iii. আয়রন - a. ট্রেস এলিমেন্ট
(আয়রন একটি ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌল)
iv. অর্ধভেদ্য পর্দা - b. অভিস্রবণ
(অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়)
2. বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও:
i. শ্বাসমূল - d. বট
(বট গাছে শ্বাসমূল দেখা যায়)
ii. ফুসফুস - a. সরীসৃপ
(সরীসৃপদের শ্বাস-প্রশ্বাসের জন্য ফুসফুস থাকে)
iii. গ্লাইকোলাইসিস - e. EMP পথ
(গ্লাইকোলাইসিসকে EMP পথও বলা হয়)
iv. ক্রেবস চক্র - b. মাইটোকন্ড্রিয়া
(ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়)
1. i. পতঙ্গভুক পুষ্টি
- c. ড্রসেরা (ড্রসেরা একটি পতঙ্গভুক উদ্ভিদ)
2. ii. গোলকৃমি
- a. অন্তঃপরজীবী (গোলকৃমি মানুষের অন্ত্রে বসবাসকারী একটি অন্তঃপরজীবী)
3. iii. সিকাম
- e. বৃহদন্ত্র (সিকাম বৃহদন্ত্রের একটি অংশ)
4. iv. আন্ত্রিক গ্রন্থি
- b. মলটেজ (আন্ত্রিক গ্রন্থি থেকে মলটেজ উৎসেচক নিঃসৃত হয়)
Matching Problem 2:
1. i. হৃৎপিণ্ডের প্রসারণ
- c. ডায়াস্টোল (হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে)
2. ii. রক্ততঞ্চক ফ্যাক্টর
- a. ফাইব্রিনোজেন (ফাইব্রিনোজেন একটি রক্ততঞ্চক ফ্যাক্টর)
3. iii. হিমোলাইসিস
- e. RBC (হিমোলাইসিস হল লোহিত রক্তকণিকার (RBC) ভাঙ্গন)
4. iv. সর্বজনীন গ্রহীতা
- b. AB রক্তগ্রুপ (AB রক্তগ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়)
C. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (প্রশ্নমান-2) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান জৈবনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর
1. ফটোলাইসিস কাকে বলে?
আলোক দশায় ক্লোরোফিল-এর সাহায্যে সূর্যালোকের প্রভাবে জল অণু হাইড্রোজেন আয়ন (\(H^{+}\)), ইলেকট্রন (\(e^{-}\)) এবং অক্সিজেন (\(O_{2}\)) এ ভেঙে যাওয়াকে ফটোলাইসিস বলে।
2. সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলি কী কী?
সালোকসংশ্লেষের প্রধান উপাদানগুলি হলো: কার্বন ডাই অক্সাইড (\(CO_{2}\)), জল (\(H_{2}O\)), সূর্যালোক এবং ক্লোরোফিল।
3. সালোকসংশ্লেষ কাকে বলে?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয় এবং উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে।
4. সালোকসংশ্লেষে জলের দুটি ভূমিকা উল্লেখ করো।
- জলের ফটোলাইসিসের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয়।
- জলের বিয়োজনে উৎপন্ন হাইড্রোজেন আয়ন (\(H^{+}\)) শর্করা উৎপাদনে ব্যবহৃত হয়।
5. আলোক বিক্রিয়ায় শেষ পদার্থগুলি কী কী?
আলোক বিক্রিয়ায় উৎপন্ন শেষ পদার্থগুলি হলো: ATP (অ্যাডেনোসিন ট্রাইফসফেট), NADPH (নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনুক্লিওটাইড ফসফেট) এবং অক্সিজেন (\(O_{2}\))।
6. অঙ্গার আত্তীকরণ কাকে বলে?
সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইড (\(CO_{2}\)) থেকে শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষিত হওয়ার প্রক্রিয়াকে অঙ্গার আত্তীকরণ বলে।
7. অভিস্রবণ কাকে বলে?
যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়, তাকে অভিস্রবণ বলে।
8. গ্লাইকোলাইসিস কাকে বলে?
যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে।
9. শ্বসনের দুটি তাৎপর্য উল্লেখ করো।
শক্তি উৎপাদন: শ্বসনের মাধ্যমে জীবদেহ শক্তি উৎপন্ন করে, যা বিভিন্ন জৈবিক কার্য সম্পাদনে ব্যবহৃত হয়।
তাপমাত্রা নিয়ন্ত্রণ: শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন তাপ জীবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
10. মানুষের শ্বাসপেশিগুলি কী কী?
মানুষের প্রধান শ্বাসপেশিগুলি হলো: মধ্যচ্ছদা এবং বহিঃস্থ ও অন্তঃস্থ ইন্টারকোস্টাল পেশি।
11. সন্ধান কাকে বলে?
যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে অণুজীব দ্বারা জটিল জৈব যৌগ ভেঙে সরল জৈব যৌগ উৎপন্ন হয়, তাকে সন্ধান বলে।
12. টায়ালিন উৎসেচকটি কোন্ জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে? এটি কোন্ গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
টায়ালিন উৎসেচকটি শ্বেতসার জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে এবং এটি লালাগ্রন্থি থেকে ক্ষরিত হয়।
13. আত্তীকরণ কাকে বলে?
পরিপাকের পর শোষিত খাদ্যবস্তু জীবদেহের প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হয়ে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হওয়ার প্রক্রিয়াকে আত্তীকরণ বলে।
14. উপচিতি ও অপচিতি বিপাকের দুটি পার্থক্য দেখাও।
উপচিতি: এই প্রক্রিয়ায় সরল উপাদান থেকে জটিল যৌগ গঠিত হয় (যেমন: সালোকসংশ্লেষ)।
অপচিতি: এই প্রক্রিয়ায় জটিল যৌগ ভেঙে সরল উপাদানে পরিণত হয় (যেমন: শ্বসন)।
15. প্রাণী-পুষ্টির পর্যায়গুলি কী কী?
প্রাণী-পুষ্টির পর্যায়গুলি হলো: খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ।
16. মৃতজীবী ও মিথোজীবী উদ্ভিদের দুটি পার্থক্য দেখাও।
মৃতজীবী: এরা মৃত বা পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে (যেমন: ছত্রাক)।
মিথোজীবী: এরা দুটি ভিন্ন জীব একে অপরের সাথে সহাবস্থান করে এবং উভয়ই উপকৃত হয় (যেমন: লাইকেন)।
17. সুষম খাদ্য কাকে বলে?
যে খাদ্যে দেহের পুষ্টি ও বৃদ্ধি সাধনের জন্য প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য উপাদান (যেমন: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল) নির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে উপস্থিত থাকে, তাকে সুষম খাদ্য বলে।
18. উৎসেচককে কেন জৈব অনুঘটক বলা হয় তার দুটি কারণ লেখো।
উৎসেচক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা বিক্রিয়ার শেষে অপরিবর্তিত থাকে। উৎসেচক জীবদেহে উৎপন্ন হয় এবং জৈব রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
19. মুক্ত সংবহন কাকে বলে?
যে সংবহনতন্ত্রে রক্ত রক্তনালীর বাইরে দেহগহ্বরে মুক্তভাবে প্রবাহিত হয় এবং কলাকোষগুলিকে সরাসরি স্নান করায়, তাকে মুক্ত সংবহন বলে।
20. দ্বৈত সংবহন কত প্রকারের ও কী কী?
দ্বৈত সংবহন দুই প্রকারের: ফুসফুসীয় সংবহন এবং সিস্টেমিক সংবহন।
21. হিমোলিম্ফ কাকে বলে?
কিছু অমেরুদণ্ডী প্রাণী, যেমন পতঙ্গদের ক্ষেত্রে, রক্ত ও লসিকা একত্রে মিশে যে তরল পদার্থ তৈরি করে এবং যা দেহগহ্বরে প্রবাহিত হয়, তাকে হিমোলিম্ফ বলে।
22. শ্বেত কণিকার দুটি কাজ উল্লেখ করো।
- রোগ প্রতিরোধ: শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে।
- ক্ষত নিরাময়: এরা ক্ষতিগ্রস্ত কলাকোষ পরিষ্কার করে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে।
23. লসিকার দুটি কাজ লেখো।
পুষ্টি পরিবহন: লসিকা পরিপাককৃত ফ্যাট পরিবহন করে। রোগ প্রতিরোধ: লসিকা লিম্ফোসাইট ধারণ করে, যা রোগ প্রতিরোধে ভূমিকা পালন করে।
24. মানবদেহে জলের দুটি ব্যবহার উল্লেখ করো।
দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ: জল ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দ্রাবক হিসেবে কাজ: জল বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য দ্রাবক হিসেবে কাজ করে এবং পুষ্টি উপাদান পরিবহনে সহায়তা করে।
25. রেচন কাকে বলে?
যে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহ থেকে বিপাকক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থগুলি অপসারিত হয়, তাকে রেচন বলে।
26. উদ্ভিদ রেচনের দুটি বৈশিষ্ট্য লেখো।
উদ্ভিদের রেচন পদার্থগুলি সাধারণত পাতার মাধ্যমে বা বাকলের মাধ্যমে নির্গত হয়। উদ্ভিদের রেচন পদার্থগুলি সঞ্চিত হয় এবং অর্থনৈতিক গুরুত্ব রয়েছে (যেমন: রজন, গঁদ)।
27. গঁদের দুটি অর্থকারী গুরুত্ব লেখো।
আঠালো পদার্থ হিসেবে ব্যবহৃত হয় (যেমন: কাগজ শিল্পে)। ঔষধ শিল্পে ব্যবহৃত হয়।
28. কুইনাইন এবং নিকোটিনের ব্যবহার লেখো।
কুইনাইন: ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। নিকোটিন: তামাকের প্রধান উপাদান এবং কীটনাশক হিসেবেও ব্যবহৃত হয়।
29. গবিনী কী?
গবিনী হলো বৃক্ক থেকে মূত্রাশয় পর্যন্ত মূত্র পরিবহনের জন্য দায়ী নল।
30. রেচনে ফুসফুসের ভূমিকাটি লেখো।
ফুসফুস শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড (\(CO_{2}\)) এবং জলীয় বাষ্প রেচন পদার্থ হিসেবে দেহ থেকে নির্গত করে।
31. কার্য বর্ণালি কাকে বলে?
আলোকের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সালোকসংশ্লেষের হারকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে যে রেখাচিত্র পাওয়া যায়, তাকে কার্য বর্ণালি বলে।
32. আলোক দশার প্রয়োজনীয় উপাদানগুলি কী কী?
আলোক দশার প্রয়োজনীয় উপাদানগুলি হলো: সূর্যালোক, জল, ক্লোরোফিল।
33. ক্লোরোফিল-a ও b-এর কাজ কী?
ক্লোরোফিল-a সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ যা আলোক শক্তি শোষণ করে। ক্লোরোফিল-b একটি সহায়ক রঞ্জক পদার্থ যা ক্লোরোফিল-a-কে আলোক শক্তি শোষণে সাহায্য করে।
34. হিল বিক্রিয়া কাকে বলে?
হিল বিক্রিয়া (Hill Reaction) হলো সালোকসংশ্লেষের আলোক দশার একটি অংশ যেখানে আলোর উপস্থিতিতে জল বিয়োজিত হয়ে অক্সিজেন (\(O_{2}\)) নির্গত হয় এবং NADP+ বিজারিত হয়ে NADPH তৈরি হয়।
35. ক্যারোটিনয়েডের কাজ কী?
ক্যারোটিনয়েডগুলি সালোকসংশ্লেষে সহায়ক রঞ্জক পদার্থ হিসেবে কাজ করে, যা ক্লোরোফিলকে অতিরিক্ত আলোক শক্তি থেকে রক্ষা করে এবং আলোক শক্তি শোষণে সাহায্য করে।
36. আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজনীয় উপাদানগুলি কী কী?
আলোক নিরপেক্ষ দশার প্রয়োজনীয় উপাদানগুলি হলো: কার্বন ডাই অক্সাইড (\(CO_{2}\)), ATP এবং NADPH।
37. আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলি কী কী?
আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন দ্রব্যগুলি হলো: গ্লুকোজ বা শর্করা এবং ADP ও NADP+।
38. আলোক দশা কাকে বলে?
সালোকসংশ্লেষের যে দশায় আলোর উপস্থিতিতে জল বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় এবং ATP ও NADPH তৈরি হয়, তাকে আলোক দশা (Light Reaction) বলে।
39. মুক্ত সংবহন কাকে বলে?
মুক্ত সংবহন (Open Circulatory System) হলো এমন এক ধরনের সংবহনতন্ত্র যেখানে রক্তনালীগুলি উন্মুক্ত থাকে এবং রক্ত সরাসরি কলাকোষের সংস্পর্শে আসে। এটি সাধারণত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখা যায়।
40. বন্ধ সংবহন কাকে বলে? উদাহরণ দাও।
যে সংবহনতন্ত্রে রক্ত, রক্তবাহিকার মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, তাকে বন্ধ সংবহনতন্ত্র বলে। উদাহরণ: মানুষ, কেঁচো।
41. হিমোসিল কী? আরশোলার হিমোসিল কত প্রকারের?
আরশোলার দেহের মধ্যে অবস্থিত রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। আরশোলার হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত: পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিনিউরাল সাইনাস।
42. রক্ততঞ্চনের তাৎপর্য কী?
রক্ততঞ্চন রক্তক্ষরণ বন্ধ করে এবং ক্ষতস্থানে জীবাণু প্রবেশে বাধা দেয়।
43. আরশোলার হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য উল্লেখ করো।
আরশোলার হৃৎপিণ্ড লম্বা, নলাকার এবং পৃষ্ঠদেশের মধ্যরেখা বরাবর অবস্থিত। এটি 13টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত এবং প্রতিটি প্রকোষ্ঠে একজোড়া অস্টিয়া থাকে।
44. মানবদেহে জলের দুটি ব্যবহার উল্লেখ করো।
1. জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
2. জল বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক হিসেবে কাজ করে।
45. লসিকার দুটি ভূমিকা উল্লেখ করো।
1. লসিকা দেহের অনাক্রম্যতা রক্ষায় সাহায্য করে।
2. লসিকা চর্বি পরিবহনে সহায়তা করে।