ভিয়েনা সম্মেলন বলতে কী বোঝায়? উদ্দেশ্য ১৮১৫ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করো। Congress of Vienna

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

ভিয়েনা সম্মেলন (১৮১৫ খ্রি., Congress of Vienna) সম্পর্কে আলোচনা করো ।

অথবা, ভিয়েনা সম্মেলন বলতে কী বোঝায়? এই সম্মেলনে কারা যোগদান করেছিলেন? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল ?

উত্ত: ভূমিকা : নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের ক্ষমতা দখল করার পর এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি একের পর এক যুদ্ধে জয়লাভ করে ইউরোপের রাজনৈতিক মানচিত্র ওলটপালট করে দিয়েছিলেন। এই পরিবর্তন ইউরোপের রাজারা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই নেপোলিয়নের পতনের পর ১৮১৫ খ্রিস্টাব্দে তাঁরা ইউরোপীয় রাজ্যগুলির পুনর্গঠন, পুনর্বিন্যাস ও সেখানে উদ্ভূত নানা সমস্যার সমাধানের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সমবেত হন। একে ‘ভিয়েনা সম্মেলন' বলা হয়।


ভিয়েনা সম্মেলনে যোগদানকারী :

পোপ ও তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধানরা ভিয়েনা সম্মেলনে যোগদান করেছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের রাজা, রাজনীতিজ্ঞ ও সাংবাদিকদের উপস্থিতির ফলে ভিয়েনা সম্মেলন আন্তর্জাতিক সম্মেলনে পরিণত হয়েছিল।

এই সম্মেলনে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন-

সমসাময়িক প্রধান তিন রাজা : 

  • প্রথম ফ্রান্সিস (Francis1) : অস্ট্রিয়া। 
  • প্রথম আলেকজান্ডার (Alexander I) : রাশিয়া। 
  • তৃতীয় ফ্রেডরিক উইলিয়ম (Frederick William III) : প্রাশিয়া।

উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি, মন্ত্রী-কূটনীতিজ্ঞদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন

অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী : প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ (Prince Klemens Von Mettenich), 

ইংল্যান্ডের রাজপ্রতিনিধি : ডিউক অফ ওয়েলিংটন (Duke of Wellington), ও ইংল্যান্ডের

পররাষ্ট্রমন্ত্রী: ক্যাসালরি (Castlereagh), প্রাশিয়ার মন্ত্রী: হার্ডেনবার্গ (Hardenburg), © রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী : নেসেলরোড (Nesselrode) এবং © ফ্রান্সের প্রতিনিধি : টেলির‍্যান্ড (Talleyrand)।


চার প্রধান (Big Four) : ভিয়েনা সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নেপোলিয়নের পতনে বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী চারটি রাষ্ট্র ছিল প্রধান। এগুলি হল – 1 অস্ট্রিয়া, 2 রাশিয়া, 3 ইংল্যান্ড ও 4 প্রাশিয়া। ভিয়েনা সম্মেলনে এই চারটি শক্তি চার প্রধান বা Big Four নামে পরিচিত।


প্রধান ব্যক্তিত্ব : সম্মেলনে যোগদানকারী প্রধান ব্যক্তিদের মধ্যে ছিলেন – 0 অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিখ (Prince Metternich), রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার (Tsar Alexander I), ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ক্যাসালরি (Robert Castlereagh) এবং পরাজিত ফ্রান্সের প্রতিনিধি টেলির‍্যান্ড (Talleyrand)।


সম্মেলনের সভাপতি : ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিখ। তিনি ছিলেন এই সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব ও মূল নিয়ন্ত্রক। তিনি নিজেকে ‘বিজয়ীর বিজয়ী' (Conqueror of Conquerors) বলে মনেকরতেন।


ভিয়েনা সম্মেলনের সমস্যা :

ভিয়েনা সম্মেলনের প্রতিনিধিদের সামনে অনেক সমস্যা ছিল। যেমন— নেপোলিয়নের আগ্রাসনের ফলে ইউরোপে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তার পুনর্গঠন করা।

[2] ফ্রান্স পুনরায় যাতে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা।

3। নেপোলিয়ন কর্তৃক বিতাড়িত রাজবংশগুলির পুনঃপ্রতিষ্ঠা করা।

[4] পোল্যান্ড, ইটালি, জার্মানি, ব্যাভেরিয়া, স্যাক্সনি, রাইন অঞ্চল প্রভৃতির ভবিষ্যৎ নির্ধারণ করা।


ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য :

ঘোষিত উদ্দেশ্য : ভিয়েনা সম্মেলনে ঘোষিত উদ্দেশ্যগুলি ছিল – 0 ইউরোপে নিরবচ্ছিন্ন স্থায়ী শাস্তি প্রতিষ্ঠা। 2 ন্যায় ও সততার ভিত্তিতে ইউরোপের পুনর্গঠন। রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক বন্ধুত্ব ও সৌভ্রাতৃত্ব স্থাপন প্রভৃতি।

প্রকৃত উদ্দেশ্য : ভিয়েনা সম্মেলনে উচ্চ আদর্শের কথা প্রকাশ্যে ঘোষণা করা হলেও সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য ছিল -

  • উদারনৈতিক ভাবধারা দমন করে ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা।
  • নেপোলিয়নকে পরাজিত করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাঁদের উদ্দেশ্য ছিল ইউরোপের বিভিন্ন অঞ্চল আত্মসাৎ করা।


ভিয়েনা সম্মেলনের মূল নীতি :

ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপের পুনর্গঠনের উদ্দেশ্যে তিনটি মূল নীতি গ্রহণ করেছিলেন---

  • 1. ন্যায্য অধিকার নীতি
  • 2 ক্ষতিপূরণ নীতি
  • 3. শক্তিসাম্য নীতি


মূল্যায়ন : আধুনিক ইউরোপের ইতিহাসে ভিয়েনা সম্মেলন একটি যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হলেও তা বিভিন্নভাবে সমালোচিতও হয়েছে। তবে নানা ত্রুটিবিচ্যুতি থাকলেও এর গুরুত্বকে স্বীকার করতেই হয়। ঐতিহাসিক ডেভিড থমসন (David Thomson) বলেছেন যে, ভিয়েনা সম্মেলন পরবর্তী প্রায় ৪০ বছর ইউরোপে শাস্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url