রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 9 | NTPC Exam Science Question answer in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 9 | NTPC Exam Science Question answer in Bengali

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 09 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।

প্রশ্ন: আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান –

a. 0                        

b. 1 

c. 100                    

d. অসীম

উত্তরঃ[d] অসীম

 

প্রশ্ন: তাপীয় রোধের SI একক হল – 

a. WK-1                                

b. KW-1  

c. Wm-1k-1                         

d.mKW-1

উত্তরঃ[b] KW-1

 

প্রশ্ন: মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দুটির দূরত্ব যথাক্রমে – 

a. 50 cm,অসীম       

b. 25 cm, 50 cm 

c. 0, 25 Cm                          

d. 25 cm, অসীম

উত্তরঃ[d] 25 cm, অসীম

 

প্রশ্ন: একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব হল –

a. শূন্য                     

b. 100 cm 

c. 200 cm              

d. অসীম

উত্তরঃ[d] অসীম

 

প্রশ্ন: উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়? – 

a.  বিবর্ধিত, সমশীর্ষ   

b. খর্বাকৃতি, সমশীর্ষ 

c. বিবর্ধিত, অবশীৰ্ষ    

d. খর্বাকৃতি, অবশির্ষ

উত্তরঃ[b] খর্বাকৃতি, সমশীর্ষ

 

প্রশ্ন: বস্তুর সকল অবস্থানেই অসদ এবং সমশীর্য প্রতিবিম্ব গঠন করতে পারে – 

a. উত্তল লেন্স          

b. অবতল লেন্স 

c.  অবতল দর্পন       

d. কোনোটিই নয়

উত্তরঃ[b] অবতল লেন্স

 

প্রশ্ন: ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে তৰ্জনী – 

a. তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে           

b. চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে 

c. পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে    
d.
এদের সবগুলিই

উত্তরঃ[b] চৌম্বকক্ষেত্রের দিক নির্দেশ করে

 

প্রশ্ন: পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহণে অংশগ্রহণ করে – 

a. নিউট্রন                 

b. প্রোটন 

c. ইলেকট্রন             

d. কোনোটিই নয়

উত্তরঃ[c] ইলেকট্রন

 

প্রশ্ন: তড়িৎ কোশের বিভবপার্থক্যের EMFএর মানের চেয়ে – 

a. বেশি                    

b. কম 

c. সমান                   

d. কোনোটিই নয়

উত্তরঃ[b] কম

 

প্রশ্ন: একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতাবাহক | মহিলার সন্তানরা কীরূপ হবে ? 

(A) সব পুত্র বর্ণান্ধ     

(B) অর্ধেক পুত্র বর্ণান্ধ  

(C) সব কন্যাই বাহক     

(D) সব পুত্র বাহক 

 উত্তর: (B) অর্ধেক পুত্র বর্ণান্ধ


প্রশ্ন:মানুষের দেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? 

A. কার্বোহাইড্রেট      

B. প্রোটিন   

C. ফ্যাট                  

D. সবকটি 

উত্তর :- (C)

 

প্রশ্ন:  মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে? 

A. 25                    

B. 35  

C. 45                     

D. 65  

উত্তর :- (D)

 

প্রশ্ন: থাইল্যান্ড কোন জলবায়ুর অন্তর্গত ? 

A. নিরক্ষীয়                               

B. ক্রান্তীয় মৌসুমি   

C. ভূ-মধ্যসাগরীয়       

D. পার্বত্য জলবায়ু  

উত্তর :- (B)

 

প্রশ্ন: নিচের কোনটি একটি কলা? 

A. যকৃৎ  

B. হৃদপিণ্ড  

C. ত্বক     

D. রক্ত 

উত্তর :- 

(D)

 

প্রশ্ন: চিংড়ির রেচন অঙ্গ কোনটি? 

A. লালাগ্রন্থি             

B. সবুজ গ্রন্থি  

C. ইঙ্ক গ্রন্থি               

D. ম্যালপিজিয়ান নালিকা 

উত্তর :- (B)

 

প্রশ্ন: প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? 

A. অ্যামাইনো অ্যাসিড              

B. গ্লুকোজ  

C. লিপিড                                              

D. মলটোজ 

উত্তর :- (A)


প্রশ্ন: যেসব মৌলের পরমাণু ক্রমাঙ্ক ৯, ১৭, ৩৫, ৫৩, তারা হল— 

A. হ্যালোজেন                        

B. ক্ষার ধাতু 

C. নিষ্ক্রিয় মৌল                       

D. ক্ষারীয় মৃত্তিকা ধাতু

উত্তর :- (A)

 

প্রশ্ন: বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো— 

(A) লাল – নীল          

(B) লাল – হলুদ  

(C) সাদা – হলুদ  

(D) লাল – সবুজ 

 উত্তর: (D) লাল – সবুজ

 

প্রশ্ন: মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন ? 

(A) 3 জোড়া             

(B) 5 জোড়া  

(C) 7 জোড়া             

(D) 9 জোড়া 

 উত্তর: (C) 7 জোড়া

 

প্রশ্ন: একটি সংকর দীর্ঘ ( Tt ) এবং একটি বিশুদ্ধ খর্ব ( lt ) মটর গাছের পরাগমিলনে উৎপন্ন গাছগুলি হলো— 

(A) সবই দীর্ঘ                            

(B) সবই খর্ব  

(C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব  

(D) 75 % দীর্ঘ ও 25 % খর্ব 

 উত্তর: (C) 50 % দীর্ঘ ও 50 % খর্ব

 

প্রশ্ন: মানুষের মুক্ত কানের লতি হলো একপ্রকার— 

(A) প্রকট বৈশিষ্ট্য    

(B) প্রচ্ছন্ন বৈশিষ্ট্য  

(C) সংকর বৈশিষ্ট্য  

(D) কোনোটিই নয় 

 উত্তর: (A) প্রকট বৈশিষ্ট্য

 

প্রশ্ন: সবচেয়েবড়লসিকাগ্রন্থিরনামকি?

A. যকৃত                 

B. প্যারোটিডগ্রন্থি

C. বৃক্ক                     

D. প্লীহা

উত্তর:-(D)

 

প্রশ্ন: সবচেয়েদীর্ঘকরোটিকস্নায়ুকোনটি?

A. ভেগাস               

B. অপটিক

C. ফেসিয়াল            

D. অডিটরি

উত্তর:-(A)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url