ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 12 | Clerkship last Practice Set No 14

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 | WBPSC Clerkship Practice Set No 9 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট  । WBPSC Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ প্র্যাকটিস সেট - 11 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।



প্রশ্ন: বিখ্যাত উপন্যাসপরিণীতা”-এর লেখক কে?

[A] রবীন্দ্রনাথ ঠাকুর  

[B] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

[C] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়         

[D] সত্যজিত রায়

Ans: [C] শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

 

প্রশ্ন: বাংলার ' নানাসাহেব ' কাকে বলা হয়?

[A] রামরতন মল্লিক  

[B] বিষ্ণুচরন বিশ্বাস

[C] হরিশচন্দ্র মুখোপাধ্যায়        

[D] রামতনু শর্মা

Ans: [A] রামরতন মল্লিক

 

 

প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি ?

A. ভারত 

B. অস্ট্রেলিয়া

C. আমেরিকা           

D. রাশিয়া

উত্তর:- (D)

 

প্রশ্ন: W. h=_____ জুল ।

A.100 J36             

B.3600 J

C.1000 J               

D.100 J 

উত্তর :- (C)

 

প্রশ্ন: গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয় ?

A.কপার                  

B.ম্যাগনেসিয়াম

C.অ্যালুমিনিয়াম        

D.জিংক 

উত্তর :- (B)

WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: কোন দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় ?

A.1 লা মে                              

B.21 শে ফেব্রুয়ারি

C.28 শে ফেব্রুয়ারি                  

D.22 শে এপ্রিল 

উত্তর :- (B)

 

প্রশ্ন: সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ?

A.মহারাষ্ট্র 

B.ত্রিপুরা

C.মনিপুর  

D.কেরালা 

উত্তর :- (A)

 

প্রশ্ন: কবাডি খেলার কতজন খেলোয়াড় থাকে ? 

A. 6        

B. 8 WWW.SKGUIDEBANGLA.IN

C. 7        

D. 11 

উত্তর :- (C)


প্রশ্ন: ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

A. পরোক্ষভাবে                      

B. প্রত্যক্ষভাবে 

C. A এবং B উভয়ই 

D. কোনোটিই নয়

উত্তর :- A

 

প্রশ্ন: কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?

A. 1890                 

B. 1893

C. 1892                 

D. 1894

উত্তর :- B 

 

প্রশ্ন: রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?

A.উদমপুর              

B.আজমের

C.জয়পুর                 

D.ভগতপুর 

উত্তর :- (C)

 

প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?

A.প্রেমমন্দির                          

B.রামমন্দির

C.অক্ষরধাম মন্দির    

D.শ্রীরঙ্গনাথ মন্দির 

উত্তর :- (D)


প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

(A) জওহরলাল নেহেরু           

(B) রাজেন্দ্র প্রসাদ

(C) রাজা গােপালাচারী           

(D) লর্ড মাউন্টব্যাটেন

              

প্রশ্ন: একটি রকেট পৃথিবী থেকে চাদে নেমে পৃথিবীতে ফিরে এলে রকেটটির সব থেকে বেশি শক্তি লাগবে কখন?

(A) চাদে নামতে                     

(B) চাঁদ থেকে উঠতে

(C) পৃথিবী থেকে উঠতে        

(D) পৃথিবীতে নামতে

 

প্রশ্ন: সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোনাে ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয়-

(A) সামাজিক অবস্থান              

(B) ভূমিকা

(C) শ্রেণি                 

(D) স্ব-উপাদান


প্রশ্ন: কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল—

(A) ভূ-পৃষ্ঠ থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল

(B) পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের সমানুপাতী

(C) তার ভরের ব্যস্তানুপাতী

(D) 24 ঘন্টা


33. দৈবপুত্র শাহানুশাহী’ কাদের উপাধি ছিল?

(A) মৌর্য রাজাদের

(B) কুষাণ রাজাদের

(C) গুপ্ত রাজাদের 

(D) চোল রাজাদের



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url