রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 09 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 9
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 09 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন : হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয়
(A) দয়ানন্দ সরস্বতী
(B) স্বামী বিবেকানন্দ
(C) লালা হংসরাজ
(D) রামমােহন রায়
প্রশ্ন : শিকাগাের ‘ধর্ম মহাসভা কবে আয়ােজিত হয়েছিল ?
(A) 1893
(B) 1896
(C) 1897
(D) 1885
প্রশ্ন : মারহাট্টা প্রকাশ কোন সালে?
(A) 1893
(B) 1896
(C) 1897
(D) 1885
প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?
A.11 সেপ্টেম্বর
B.11 জুন
C.11 জুলা
D.11 আগস্ট
উত্তর - (C)
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?
A.টেমস
B.গঙ্গা
C.টাইগ্রিস
D.রাইন
উত্তর - (D)
প্রশ্ন: মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিলেন ?
A.1942
B.1920
C.1930
D.1940
উত্তর - (A)
প্রশ্ন: কোন দেশের আগ্নেয়গিরির লাভার নীল রঙের হয় ?
A.মেক্সিকো
B.ইতালি
C.ইন্দোনেশিয়া
D.আর্জেন্টিনা
উত্তর :- (C)
প্রশ্ন: লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
A.ফরমিক অ্যাসিড
B.ল্যাকটিক অ্যাসিড
C.অ্যাসিটিক অ্যাসিড
D.সাইট্রিক অ্যাসিড
উত্তর :- (A)
প্রশ্ন: গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?
A.ডান্ডি
B.চম্পারন
C.বরোদা
D.বারদৌলি
উত্তর :- (B)
প্রশ্ন: নীচের কোন প্রাণীর কোরকোগম দেখা যায় ?
(A) হাইড্রা
(B) অ্যামিবা
(C) চ্যাপ্টা কৃমি
(D) প্যারামেসিয়াম
Ans: (A) হাইড্রা
প্রশ্ন: প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা হলো—
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
Ans: (A) 2
প্রশ্ন: DNA- এর গঠনগত একক হলো—
(A) নিউক্লিওসাইড
(B) নিউক্লিওটাইড
(C) নিউক্লিওলাস
(D) কোনোটিই নয়
Ans: (B) নিউক্লিওটাইড
প্রশ্ন: SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক
a. Wm-1 K-1
b. Wk-1
c. Jk-1
d. Jm-k-1
উত্তরঃ[a] Wm-1 K-1
প্রশ্ন: আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান –
a. 0
b. 1
c. 100
d. অসীম
উত্তরঃ[d] অসীম
প্রশ্ন: তাপীয় রোধের SI একক হল –
a. WK-1
b. KW-1
c. Wm-1k-1
d.mKW-1
উত্তরঃ[b] KW-1
প্রশ্ন: গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন?
(A) ৪৪৪ জন
(B) ২০৭ জন
(C) ২৯৯ জন
(D) ৫১৪ জন
উত্তর :(B) ২০৭ জন
প্রশ্ন: ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?
(A) ১৩
(B) ৯
(C) ১৭
(D) ৭
উত্তর :(A) ১৩