রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 8 | NTPC Exam Science Question answer in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 8 | NTPC Exam Science Question answer in Bengali

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 08 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।

প্রশ্ন: SI পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক

a. নিউটন / বর্গমিটার                

b. নিউটন / বর্গসেমি

C. ডাইন / বর্গসেমি                  

d. ডাইন / বর্গমিটার

উত্তরঃ[a] নিউটন / বর্গমিটার

 

প্রশ্ন: বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের

a.আয়তন ও উষ্ণতা                 

b. ভর ও উষ্ণতা 

c.চাপ ও উষ্ণতা                      

d. চাপ ও ভর

উত্তরঃ[b] ভর ও উষ্ণতা

 

প্রশ্ন: গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে 

(A) গুরুমস্তিষ্ক                        

(B) লঘুমস্তিষ্ক  

(C) পনস                               

(D) থ্যালামাস 

 উত্তর: (B) লঘুমস্তিষ্ক

 

প্রশ্ন: নিউরোনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো- 

(A) ডেনড্রন                            

(B) অ্যাক্সন  

(C) ডেনড্রাইট                        

(D) অ্যাক্সেলিমা 

 উত্তর: (B) অ্যাক্সন

 

প্রশ্ন: মানুষের অক্ষিগোলকের যে স্তরটি আলোকসুবেদী সেটি হলো 

(A) কোরয়েড          

(B) স্ক্লেরা  

(C) রেটিনা                

(D) কর্নিয়া 

 উত্তর: (C) রেটিনা

 

প্রশ্ন: ডিম্বাশয় নিঃসৃত হরমোনটি হলো– 

(A) ইনসুলিন              

(B) ইস্ট্রোজেন  

(C) থাইরক্সিন            

(D) অ্যাড্রিনালিন 

 উত্তর: (B) ইস্ট্রোজেন

 

প্রশ্ন:  উদ্ভিদেরশ্বসনেউপজাতবস্তুকি?

A. শ্বেতসারওঅক্সিজেন            

B. জলওশক্তি

C. কার্বন-ডাই-অক্সাইডওজল   

D. শর্করাওঅক্সিজেন

উত্তর:-(C)

 

প্রশ্ন: কোষের শক্তিঘর হিসাবে নিচের কোনটি পরিচিত ? 

A. রাইবোজোম       

B. মাইটোকনড্রিয়া

C. গলসি বডি           

D. নিউক্লিয়াস 

উত্তর :- (B)

 

প্রশ্ন: পেনিসিলিন অ্যান্টি বায়োটিক পাওয়া যায়- 

A. ছত্রাক                 

B. ব্যাকটেরিয়া

C. ভাইরাস              

D. উদ্ভিদ 

উত্তর :- (A)

 

প্রশ্ন: ATPসংশ্লেষহয়মাইটোকনড্রিয়ার?

A. ম্যাট্রিক্সএ             

B. ক্রিস্টিতে

C. বহিঃপর্দায়           

D. কোনোটিইনয়

উত্তর:-(A)

 

প্রশ্ন: সালোকসংশ্লেষহলো?

A. তাপমোচীবিক্রিয়া 

B. উপচিতিবিক্রিয়া

C. অপচিতিবিক্রিয়া    

D. তাপগ্রাহীপদ্ধতি

উত্তর:-(B)

 

প্রশ্ন: একটি কোয়ান্টোজোম এ ক্লোরোফিল অনুর সংখ্যা কত?

A. 50থেকে100                      

B. 500থেকে600

C. 200থেকে250             

D. 300থেকে450

উত্তর:-(C)

 

প্রশ্ন: কুইনাইনকি?

A. এন্টিবায়োটিক      

B. উৎসেচক

C. হরমোন                             

D. উপক্ষার

উত্তর:-(D)

 

প্রশ্ন:  নিচেরকোনটিউপকারীভাইরাস?

A. রুবেলাভাইরাস    

B. রাইনোভাইরাস

C. ফাজভাইরাস      

D. উপরেরতিনটি

উত্তর:-(C)

 

প্রশ্ন: আইলেট্স অব ল্যাঙ্গারহ্যান্স থাকে- 

(A) মস্তিস্কে              

(B) থাইরয়েড গ্রন্থিতে  

(C) অগ্ন্যাশয়ে            

(D) শুক্রাশয়ে 

 উত্তর: (C) অগ্ন্যাশয়ে 

 

প্রশ্ন: অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো 

(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে 

(B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় । 

(C) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না 

(D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না । 

 উত্তর: (D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না


প্রশ্ন: কোনো পরিবাহী দণ্ডের দু-প্রান্তের উষ্ণতা পার্থক্য দ্বিগুণ করা হলে তাপ পরিবহণের হার হবে – 

a. দ্বিগুণ       

b. তিনগুণ 

c. চারগুণ     

d. অপরিবর্তিত

উত্তরঃ[a] দ্বিগুণ

WhatsApp : 7001703046


প্রশ্ন: গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয় ? 

a. ভর                      

b. শুধু উষ্ণতা 

c. শুধু চাপ               

d. চাপ ও উষ্ণতা দুই-ই

উত্তরঃ[d] চাপ ও উষ্ণতা দুই-ই

 

প্রশ্ন: তাপের সুপরিবাহী তরলের উদাহরণ হল – 

a. জল                     

b. অ্যালকোহল 

c. পারদ    

d. অ্যাসিড, ক্ষারক বা লবণের জলীয় দ্রবণ

উত্তরঃ[c] পারদ

 

প্রশ্ন: তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তা হল 

a. পরিচলন                             

b. বিকিরণ 

c. পরিবহণ                              

d. কোনোটিই নয়

উত্তরঃ[c] পরিবহণ

 

প্রশ্ন: SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক 

a. Wm-1 K-1        

b. Wk-1 

c. Jk-1    

d. Jm-k-1

উত্তরঃ[a] Wm-1 K-1


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url