ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 11 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | WBPSC Clerkship Practice Set No 11
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । WBPSC Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট - 11 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: কোন বাঙালি উৎসবে
দেবী লক্ষ্মীর পূজা জড়িত এবং সমৃদ্ধি ও সম্পদকে স্বাগত জানাতে উদযাপিত হয়?
ক) দুর্গাপূজা
খ) কালী পূজা
গ) দিওয়ালি
ঘ) সরস্বতী পূজা
উত্তর: গ) দিওয়ালি
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: বিখ্যাত কবি ও
বিপ্লবী, কাজী নজরুল ইসলামকে প্রায়ই “__ এর বার্ড” বলা হয়।
ক) বাংলা
খ) শান্তি
গ) স্বাধীনতা
ঘ) ভালবাসা
উত্তর: ক) বাংলা
প্রশ্ন: ভারতীয় পরিসংখ্যান
ইনস্টিটিউট (ISI), পরিসংখ্যানের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত?
ক) কলকাতা
খ) শিলিগুড়ি
গ) দুর্গাপুর
ঘ) হাওড়া
উত্তর: ক) কলকাতা
প্রশ্ন: “পথের পাঁচালী” এবং “অপুর সংসার” এর মত ক্লাসিকের জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কে?
ক) সত্যজিৎ রায়
খ) ঋত্বিক ঘটক
গ) মৃণাল সেন
ঘ) তপন সিনহা
উত্তরঃ ক) সত্যজিৎ রায়
প্রশ্ন: বিশেষ করে উৎসবের
সময় বাংলায় পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কী?
ক) ধুতি
খ) লুঙ্গি
গ) শেরওয়ানি
ঘ) কুর্তা-পাজামা
উত্তর: ক) ধুতি
প্রশ্ন: রাজসভার কোনো সদস্য
সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?
A. 5 বছর
B. 6 বছর
C. 4 বছর
D. অনির্দিষ্টকালের
জন্য
উত্তর :- B
প্রশ্ন: ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
A. পরোক্ষভাবে
B. প্রত্যক্ষভাবে
C. A এবংB উভয়ই
D. কোনোটিই নয়
উত্তর :- A
প্রশ্ন: ভারতকে হিমালয়ের
দান কে বলেছেন ?
A. লর্ড চার্লস
B. কে এম পানিক্কর
C. ভিনসেন্ট স্মিথ
D. রনজিৎ সিং
উত্তর :- (B)
প্রশ্ন: মৌলিক অধিকারকে কে
ম্যাগনা কাটা অফ ইন্ডিয়া বলেছেন ?
A. কে এম মুন্সী
B. জওহরলাল নেহেরু
C. বি আর আম্বেদকর
D. রাজেন্দ্র প্রসাদ
উত্তর :- (C)
প্রশ্ন: কিষান সূর্যোদয়
যোজনা কোন রাজ্য চালু করেছে ?
A. হরিয়ানা
B. রাজস্থান
C. পাঞ্জাব
D. গুজরাট
উত্তর :- (D)
প্রশ্ন: সংবিধানের কত নং
ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে ?
A. 91 নং ধারা
B. 90 নং ধারা
C. 93 নং ধারা
D. 92 নং ধারা
উত্তর :- (C)
প্রশ্ন: নিম্নের কোন
মহাজনপদ টি এলাহাবাদ সংলগ্ন অঞ্চলে অবস্থিত ?
A. মগধ
B. বৃজি
C. অবন্তী
D. বৎস
উত্তর :- (D)
প্রশ্ন: সবুজ গ্রহ বলা হয়
কোন গ্রহ কে ?
A. ইউরেনাস
B. নেপচুন
C. পৃথিবী
D. বুধ
উত্তর :- (A)
প্রশ্ন: মাছ সম্পর্কিত বিদ্যা কে কি বলা হয়
A. ichthyology
B. urology
C. neurology
D. কোনটাই
নয়
উত্তর :- (A)
প্রশ্ন: নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি?
A. সিংহ
B. বিভার
C. কিউই
D. কোনটাই
নয়
উত্তর :- (C)
প্রশ্ন: সবচেয়ে উঁচু শহর লা পাজ কোন দেশে অবস্থিত ?
A. নরওয়ে
B. রাশিয়া
C. বলিভিয়া
D. কেনিয়া
উত্তর :- (C)