ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 11 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | WBPSC Clerkship Practice Set No 11

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 | WBPSC Clerkship Practice Set No 9 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 09 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট  । WBPSC Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ প্র্যাকটিস সেট - 11 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন: কোন বাঙালি উৎসবে দেবী লক্ষ্মীর পূজা জড়িত এবং সমৃদ্ধি ও সম্পদকে স্বাগত জানাতে উদযাপিত হয়?

ক) দুর্গাপূজা             

খ) কালী পূজা

গ) দিওয়ালি             

ঘ) সরস্বতী পূজা

উত্তর: গ) দিওয়ালি

WWW.SKGUIDEBANGLA.IN


প্রশ্ন: বিখ্যাত কবি ও বিপ্লবী, কাজী নজরুল ইসলামকে প্রায়ই “__ এর বার্ডবলা হয়।

ক) বাংলা  

খ) শান্তি

গ) স্বাধীনতা             

ঘ) ভালবাসা

উত্তর: ক) বাংলা

 

প্রশ্ন: ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (ISI), পরিসংখ্যানের জন্য একটি বিখ্যাত প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গের কোন শহরে অবস্থিত?

ক) কলকাতা            

খ) শিলিগুড়ি

গ) দুর্গাপুর 

ঘ) হাওড়া

উত্তর: ক) কলকাতা

 

প্রশ্ন:  “পথের পাঁচালীএবংঅপুর সংসারএর মত ক্লাসিকের জন্য পরিচিত বাংলার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কে?

ক) সত্যজিৎ রায়       

খ) ঋত্বিক ঘটক

গ) মৃণাল সেন           

ঘ) তপন সিনহা

উত্তরঃ ক) সত্যজিৎ রায়

 

প্রশ্ন: বিশেষ করে উৎসবের সময় বাংলায় পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক কী?

ক) ধুতি                   

খ) লুঙ্গি

গ) শেরওয়ানি           

ঘ) কুর্তা-পাজামা

উত্তর: ক) ধুতি

 

প্রশ্ন: রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?

A. 5 বছর                 

B. 6 বছর 

C. 4 বছর                 

D. অনির্দিষ্টকালের জন্য

উত্তর :- B

 

প্রশ্ন:  ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

A. পরোক্ষভাবে       

B. প্রত্যক্ষভাবে 

C. A এবংB উভয়ই 

D. কোনোটিই নয়

 উত্তর :- A

 

প্রশ্ন: ভারতকে হিমালয়ের দান কে বলেছেন ?

A. লর্ড চার্লস           

B. কে এম পানিক্কর

C. ভিনসেন্ট স্মিথ      

D. রনজিৎ সিং

উত্তর :- (B)

 

প্রশ্ন: মৌলিক অধিকারকে কে ম্যাগনা কাটা অফ ইন্ডিয়া বলেছেন ?

A. কে এম মুন্সী        

B. জওহরলাল নেহেরু

C. বি আর আম্বেদকর   

D. রাজেন্দ্র প্রসাদ

উত্তর :- (C)

 

প্রশ্ন: কিষান সূর্যোদয় যোজনা কোন রাজ্য চালু করেছে ?

A. হরিয়ানা              

B. রাজস্থান

C. পাঞ্জাব 

D. গুজরাট

উত্তর :- (D)

 

প্রশ্ন: সংবিধানের কত নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে ?

A. 91 নং ধারা         

B. 90 নং ধারা

C. 93 নং ধারা         

D. 92 নং ধারা

উত্তর :- (C)


প্রশ্ন: নিম্নের কোন মহাজনপদ টি এলাহাবাদ সংলগ্ন অঞ্চলে অবস্থিত ?

A. মগধ                   

B. বৃজি

C. অবন্তী                 

D. বৎস

উত্তর :- (D)

 

প্রশ্ন: সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহ কে ?

A. ইউরেনাস           

B. নেপচুন

C. পৃথিবী  

D. বুধ

উত্তর :- (A)

 

প্রশ্ন:  মাছ সম্পর্কিত বিদ্যা কে কি বলা হয়  

A. ichthyology      

B. urology  

C. neurology        

D. কোনটাই নয় 

উত্তর :- (A)

   

প্রশ্ন: নিউজিল্যান্ডের জাতীয় পশুর নাম কি?

A. সিংহ    

B. বিভার 

C. কিউই  

D. কোনটাই নয়  

উত্তর :- (C)


প্রশ্ন: সবচেয়ে উঁচু শহর লা পাজ কোন দেশে অবস্থিত ?

A. নরওয়ে               

B. রাশিয়া   

C. বলিভিয়া              

D. কেনিয়া 

উত্তর :- (C)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url