রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 08 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 8

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 08 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট  2024 | RRB NTPC Practice Set No 8
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 08 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট  ।  RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 08 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন : ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে 

A.বিনায়ক দামোদর সাভারকর 

B.জ্যোতিবা ফুলে 

C.শিশির কুমার ঘোষ 

D.কোনোটিই নয় 

উত্তর :- (C)


প্রশ্ন : কোন্ ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা’ বলা হয় ?

(A) লর্ড কার্জন

(C) লর্ড রিপন

(B) লর্ড ক্যানিং

(D) লর্ড লিটন


প্রশ্ন : ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী কাকে বলা হয় ?

(A) বিদ্যাসাগর

(B) স্বামী বিবেকানন্দ

(C) রামমােহন রায় 

(D) বালগঙ্গাধর তিলক


প্রশ্ন: সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি ?

A. এলাহাবাদ-গঙ্গা

B. পোরবন্দর 

C. সুরাট- তাপ্তি

D. গান্ধীনগর

 উত্তর :- D


প্রশ্ন: লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় ?

A.ফরমিক অ্যাসিড

B.ল্যাকটিক অ্যাসিড

C.অ্যাসিটিক অ্যাসিড

D.সাইট্রিক অ্যাসিড 

উত্তর - (A)


প্রশ্ন: গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?

A.ডান্ডি

B.চম্পারন

C.বরোদা

D.বারদৌলি 

উত্তর - (B)


প্রশ্ন: মানুষ একদিনে কত অক্সিজেন গ্রহণ করে ?

A.800 লিটার

B.550 লিটার

C.970 লিটার

D.400 লিটার 

উত্তর :- (B)


প্রশ্ন: দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়েছিল ?

A.1912

B.1911

C.1922

D.1915 

উত্তর :- (B)


প্রশ্ন: লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A.বিহার

B.গোয়া

C.উত্তর প্রদেশ

D.অসম 

উত্তর :- (C)


প্রশ্ন: নীচের কোন উদ্ভিদ অধবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে ? 

(A) কচুরিপানা 

(B) আদা  

(C) পাথরকুচি 

(D) জবা 

Ans: (A) কচুরিপানা


প্রশ্ন: কোশচক্রের যে দশায় DNA অণুর সংশ্লেষ ঘটে সেটি হলো-

(a) G ,

(b) S

(c) G2, 

d) M 

Ans: ( b ) S


প্রশ্ন: সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত 

(A) দুই প্রকার

(B) তিন প্রকার 

(C) চার প্রকার

(D) কোনো প্রকারভেদ নেই । 

Ans: (C) চার প্রকার


প্রশ্ন: যে নাইট্রোজেন বেসটি DNA- তে থাকে না কিন্তু RNA- তে থাকে সেটি হলো—

( a ) অ্যাডেনিন

( b ) গুয়ানিন 

( c ) থাইমিন

( d ) ইউরাসিল 

Ans: ( d ) ইউরাসিল


প্রশ্ন: মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয়

(A) শৈশব দশা

(B) বয়ঃসন্ধি দশা 

(C) পরিণত দশা

(D) বার্ধক্য দশা ৷ 

Ans: (B) বয়ঃসন্ধি দশা


প্রশ্ন: যৌন জননের একক হলো— 

(A) রেণু 

(B) গ্যামেট  

(C) শুক্রাশয়

(D) ডিম্বাশয় 

Ans: (B) গ্যামেট


প্রশ্ন: গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয় ? 

a. ভর

b. শুধু উষ্ণতা 

c. শুধু চাপ

d. চাপ ও উষ্ণতা দুই-ই

উত্তরঃ[d] চাপ ও উষ্ণতা দুই-ই


প্রশ্ন: তাপের সুপরিবাহী তরলের উদাহরণ হল – 

a. জল

b. অ্যালকোহল 

c. পারদ

d. অ্যাসিড, ক্ষারক বা লবণের জলীয় দ্রবণ

উত্তরঃ[c] পারদ


প্রশ্ন: তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তা হল 

a. পরিচলন

b. বিকিরণ 

c. পরিবহণ

d. কোনোটিই নয়

উত্তরঃ[c] পরিবহণ


প্রশ্ন: ভারতীয় সংবিধানে জরুরী অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে?

a. ভারত সরকার আইন, ১৯৩৫

b. উইমার সংবিধান ( জার্মানি)

c. U.S.  সংবিধান

d. কানাডার সংবিধান

উত্তর : b. উইমার সংবিধান ( জার্মানি)


প্রশ্ন: রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তর্গত হয়েছে তা হলো –

a. জার্মানি

b. আয়ারল্যান্ড

c. দক্ষিণ আফ্রিকা

d. কানাডার সংবিধান

উত্তর : b. আয়ারল্যান্ড

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url