রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 7 | NTPC Exam Science Question answer in Bengali
Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 08 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: নিচের কোনটি পিত্তলবণ?
A. বিলিরুবিন
B. মিউসিন
C. সোডিয়ামটোরোকোলেট
D. কোলেস্টেরল
উত্তর:-(C)
প্রশ্ন: টায়ালিন উৎসেচক টি পাওয়া যায়?
A. লালারসে
B. পাকরসে
C. অগ্ন্যাশয়রসে
D. কোনোটিইনয়
উত্তর:-(A)
প্রশ্ন: মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি কি?
A. ফিমার
B. স্টেপিস
C. ইলিয়াস
D. হিউমেরাস
উত্তর:-(B)
প্রশ্ন: কোলেস্টেরল থেকে কি তৈরি হয়?
A. প্রোটিন
B. পলিস্যাকারাইড
C. স্টেরয়েড
D. সরলফ্যাট
উত্তর:-(C)
প্রশ্ন: ইলিয়াম কোথায় দেখা যায়?
A. ক্ষুদ্রান্ত
B. মধ্যকর্ণ
C. পেলভিকগার্ডল
D. বৃহদান্ত্র
উত্তর:-(A)
প্রশ্ন: অক্ষিগোলকের বেশি সঞ্চালনকারী স্নায়ুর নাম?
A. অপটিকস্নায়ু
B. ফেসিয়ালস্নায়ু
C. অক্যুলোমটরস্নায়ু
D. কোনোটিইনয়
উত্তর:-(C)
WhatsApp : 7001703046
প্রশ্ন: উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে—
(A) ক্যালশিয়াম পেকটেট
(B) ম্যাগনেশিয়াম পেকটেট
(C) A ও B উভয়ই
D) কোনোটিই নয়
উত্তর: (C) A ও B উভয়ই
প্রশ্ন: প্রোটিন সংশ্লেষণ-এর জন্য দায়ী কোশীয় অঙ্গাণুটি হল
–
(A) রাইবোজোম
(B) সেন্ট্রোজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) লাইসোজোম
উত্তর: (A) রাইবোজোম
প্রশ্ন: ব্ল্যাক ফুট ডিজিজ রোগ কিসের প্রভাবে হয় ?
A.আর্সেনিক
B.পারদ
C.বায়ু দূষণ
D.ক্যাডমিরাম
উত্তর :- (A)
প্রশ্ন: দর্শন ও শ্রবণ
নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক ?
A.মধ্য মস্তিষ্ক
B.পশ্চাৎ মস্তিষ্ক
C.অগ্র মস্তিষ্ক
D.কোনোটিই নয়
উত্তর :- (A)
প্রশ্ন: মেনিনজেস পর্দার
রোগকে কি বলে ?
A.জাপানিজ এনকেফালাইটিস
B.ডিসলেক্সিয়া
C.মেনিনজাইটিস
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: মানব দেহের দীর্ঘতম
কোশ কি ?
A.পেশি কোষ
B.ভাজক কলা
C.নিউরন
D.সংযোজক কোষ
উত্তর :- (C)
প্রশ্ন: দুটি নিউরনের
সংযোগস্থল বা মিলনস্থলকে কি বলে
A.নিউরোহিউমোর
B.সাইন্যাপর্স
C.সাইনাস
D.কোনোটিই নয়
উত্তর :- (B)
প্রশ্ন: সাইন্যাপস এর মধ্যে যে তরল থাকে তাকে কি বলে
A.সাইন্যাপর্স
B.সাইন্যাস
C.নিউরোহিউমোর
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: প্রতিবর্ত ক্রিয়ার
শ্রেণীবিভাগ কে করেন ?
A.রবার্ট হুক
B.প্যাভলক
C.সিম্পসন
D.উইলিয়াম হার্ভে
উত্তর :- (B)
প্রশ্ন: 12 মে সারা বিশ্বে কোন প্রসিদ্ধ মহিলার জন্মদিবসে আন্তর্জাতিক নার্স দিবস পালন
করা হয় ?
A.কালরা বার্টন
B.মেরী সিকোল
C.ফ্লোরেন্স নাইটিঙ্গেল
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) কে হয়েছেন ?
A.রাজীব কুমার
B.সুশীল চন্দ্রা
C.উমেশ সিনহা
D.রামদাস জামরে
উত্তর :- (A)
প্রশ্ন: কোন খনিজটি প্রানীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে?
(A) ক্যালশিয়াম
(B) পটাশিয়াম
(C) ম্যাগনেসিয়াম
(D) আয়রন
উত্তর: (D) আয়রন
প্রশ্ন: নীচে কোনটি লব্ধ প্রোটিন?
(A) হিমোগ্লোবিন
(B) অ্যালবুমিন
(C) গ্লোবিউলিন
(D) পেপটোজ
উত্তর: (D) পেপটোজ হল লব্ধ প্রোটিন।\
প্রশ্ন: লিগামেন্ট ও টেনডন দেখা যায় যে কলার গঠনে –
(A) আবরণী কলা
(B) পেশীকলা
(C) তরুণস্থি
(D) যোগকলা
উত্তর: (D) যোগকলার গঠনে।
প্রশ্ন: সোয়ানকোশের সঙ্গে সম্পর্কযুক্ত অংশটি হল –
(A) ডেনড্রাইট
(B) অ্যাক্সন
(C) প্রান্ত বুরুশ
(D) স্নায়ুসন্নিধি
উত্তর: (B) অ্যাক্সন।
প্রশ্ন: মানবদেহে কোন অঙ্গে HCl ক্ষরিত হয়?
(A) পাকস্থলী
(B) যকৃৎ
(C) অগ্ন্যাশয়
(D) বৃহদন্ত্র
উত্তর: (A) পাকস্থলী
প্রশ্ন: মানুষের রক্তের পরিশোধন ঘটায় যে অঙ্গটি –
(A) বৃক্ক
(B)
পাকস্থলী
(C) হৃৎপিণ্ড
(D) ত্বক
উত্তর: (A) বৃক্ক।