ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 10 | WBPSC Clerkship Practice Set No 10

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 10 | WBPSC Clerkship Practice Set No 10 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 10 

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট  । Wbpsc Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024|  Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -10 |


আমরা Clerkship 2024 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।



প্রশ্ন: নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল--- ?

A. রূপা                   B. ক্ৰোমিয়াম

C. নিকেল               D. আয়রন

উত্তর :- (C)

   

প্রশ্ন: বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় ?

A. ২ নভেম্বর           B. ৩ নভেম্বর 

C.   নভেম্বর         D. ৫ নভেম্বর

উত্তর :- (D)

   

প্রশ্ন: পাঁচমহল কার আমলে তৈরি হয় ?

A. শাহজাহান          B. আকবর

C. জাহাঙ্গির             D. হুমায়ুন

উত্তর :- (B)

 

প্রশ্ন: পৃথিবীতে বতর্মানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত ?

A. ১৪৩টি               B. ২৪৩টি

C. ৫৪৩টি                D. ৭৫০টি

উত্তর:- (B)

 

প্রশ্ন: এখন পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে কোথায় ?

A. সিকিম                B. কর্ণাটকে

C. উত্তরাখণ্ডে          D. মহারাষ্ট্রে

উত্তর:- (C)

প্রশ্ন: নিচের কোন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া হয়েছে?

[A] রাহুল গান্ধী                       [B] চরণ সিং

[C] মোরারজি দেশাই              [D] মনমোহন সিং

Ans- [C] মোরারজি দেশাই

 

প্রশ্ন: U.N.O এর সদর দপ্তর বা হেড কোয়ার্টার কোথায় অবস্থিত?

[A] জেনেভা           [B] নিউ ইয়র্কে

[C] সুইজারল্যান্ডে    [D] হেগ শহরে

Ans- [B] নিউ ইয়র্কে

 

প্রশ্ন: ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধন করা হয়?

[A] 1951 সালে       [B] 1952 সালে

[C] 1955 সালে       [D] 1976 সালে

Ans- [A] 1951 সালে

 

প্রশ্ন: ভারতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?

[A] 1950 সালে       [B] 1947 সালে

[C] 1873 সালে       [D] 1975 সালে

Ans- [A] 1950 সালে

 

প্রশ্ন: গুজরাটের সবরমতি ঘাটের নতুন নাম কি রাখা হয়েছে?

[A] বিজয় ঘাট         [C] রাজ ঘাট

[D] অটল ঘাট          [D] গোবিন্দ ঘাট

Ans- [D] অটল ঘাট

 

প্রশ্ন: দিল্লিরঔরঙ্গজেব রোডেরনাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে?

[A] কার্গিল রোড      [B] দিনদয়াল রোড

[C] কালাম রোড      [D] স্বরাজ রোড

Ans- [C] কালাম রোড

 

প্রশ্ন: “ India 2019-এই পুস্তকটির লেখক কে?

[A] সঞ্জয় দেশনায়ক [B] শশী থারুর

[C] অমৃত প্রধান       [D] রাজীব মহর্ষি\

Ans- [D] রাজীব মহর্ষি

 

প্রশ্ন: সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত?

[A] 60 বছর            [B] 62 বছর

[C] 65 বছর            [D] 63 বছর

Ans- [C] 65 বছর

 

প্রশ্ন: দাদাভাই নৌরোজি কতৃক প্রণোদিতসম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে?

[A] মহাদেব গোবিন্দ রানাডে [B] বাল গঙ্গাধর তিলক

[C] গোপালকৃষ্ণ গোখলে  [D] ফিরোজ শাহ মেহেতা

Ans- [C] গোপালকৃষ্ণ গোখলে

 

প্রশ্ন: পিসার হেলানো মিনার __ অবস্থিত।

[A] ফ্রান্স                [B] ইংল্যান্ড

[C] ইজিপ্ট              [D] ইতালি

Ans: [D] ইতালি

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url