রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 07 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 7

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 07 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট  2024 | RRB NTPC Practice Set No 7

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট  ।  RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 07 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।


প্রশ্ন :সত্যশোধন সমাজের প্রতিষ্ঠাতা কে ? 

A.রাজা রামমোহন রায় 

B.আত্মারাম পান্ডুরঙ্গ 

C.স্বামী দয়ানন্দ সরস্বতী 

D.জ্যোতিবা ফুলে 

উত্তর :- (D)


প্রশ্ন : থিওসফিক্যাল সোসাইটি সংগঠন কোথায় হয়েছিল ? 

A.নিউইয়র্ক 

B.কলকাতা 

C.ঢাকা 

D.বোম্বে 

উত্তর :- (A)


প্রশ্ন : ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা কে 

A.বিনায়ক দামোদর সাভারকর 

B.জ্যোতিবা ফুলে 

C.শিশির কুমার ঘোষ 

D.কোনোটিই নয় 

উত্তর :- (C)


প্রশ্ন: স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে ?

A. .মালদা

B. পুরুলিয়া 

C. মুর্শিদাবাদ

D. বাঁকুড়া

 উত্তর :- A


প্রশ্ন: কেরালার উপকূলভূমিকে কি বলা হয় ?

A. করমন্ডল উপকূল

B. উত্তর সরকার উপকূল 

C. মালাবার উপকূল

D. কোরঙ্কন

 উত্তর :- C


প্রশ্ন: সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত ?

A. তাপ্তি ও মাহি

B. মাহি ও লুনি 

C. নর্মদা ও তাপ্তি

D. নর্দমা ও লুনি

 উত্তর :- C


প্রশ্ন: অ্যামাইটোসিস কোশ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো 

(A) যৌন জননকারী জীবের জনন মাতৃকোশে ঘটে 

(B) এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় । 

(C) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না 

(D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না । 

Ans: (D) ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না । 


প্রশ্ন: মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নীচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো – 

(A) দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটায় 

(B) জীবের জনন অঙ্গের ও ভ্রুণের বৃদ্ধি ঘটায় 

(C) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে 

(D) কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে । 

Ans: (C) বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে 


প্রশ্ন: সঠিক জোড়টি নির্বাচন করো এবং লেখো 

(A) বহুবিভাজন- হাইড্রা

(B) খন্ডীভবন স্পাইরোগাইরা 

(C) পুনরুৎপাদন ফার্ন

(D) কোরকোগম প্ল্যানেরিয়া । 

Ans: (B) খন্ডীভবন স্পাইরোগাইরা


প্রশ্ন: কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?

A.এমিউ

B.কাঠঠোকরা

C.তারা পাখি

D.প্লাটিপাস 

উত্তর :- (D)


প্রশ্ন:  চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?

A.ইরান

B.ইজরাইল

C.পাকিস্তান

D.কোনোটিই নয় 

উত্তর :- (C)


প্রশ্ন: কোন রাজ্যের প্রধান ভাষা খাসী ?

A.মেঘালয়

B.ত্রিপুরা

C.নাগাল্যান্ড

D.অসম 

উত্তর :- (A)


প্রশ্ন: H2SO4-এর আণবিক ভর কত ? 

a.102

b. 98

c. 90

d. 96

উত্তরঃ[b] 98


প্রশ্ন: গ্রাম-অণু অক্সিজেন গ্যাসের আয়তন 

a.22.4 L

b. 44.8 L 

c. 11.2 L

d. 22.7 L

উত্তরঃ[a] 22.4 L


প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ গুণাক নীচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? 

a. কঠিন

b. তরল

c. গ্যাসীয়

d. কঠিন, তরল ও গ্যাসীয়

উত্তরঃ[a] কঠিন


প্রশ্ন: গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কীসের প্রভাব বিবেচনা করা হয়? – 

a. শুধুমাত্র চাপ

b. শুধুমাত্র উষ্ণতা 

c. চাপ ও উষ্ণতা

d. কোনোটিই নয়

উত্তরঃ[c] চাপ ও উষ্ণতা


প্রশ্ন: কোনো পরিবাহী দণ্ডের দু-প্রান্তের উষ্ণতা পার্থক্য দ্বিগুণ করা হলে তাপ পরিবহণের হার হবে – 

a. দ্বিগুণ

b. তিনগুণ 

c. চারগুণ

d. অপরিবর্তিত

উত্তরঃ[a] দ্বিগুণ


প্রশ্ন: নীচের কোনটি ভারতীয় সংবিধানকে সবথেকে বেশি প্রভাবিত করেছে? a. ভারত সরকার আইন, ১৯৩৫

b. U. S. সংবিধান c. UN চার্টার

d. রাশিয়ার সংবিধান উত্তর : a. ভারত সরকার আইন, ১৯৩৫ প্রশ্ন: ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বনিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? a. আমেরিকা যুক্তরাষ্ট্র

b. কানাডা c. অস্ট্রেলিয়া

d. নিউজিলান্ড উত্তর : b. কানাডা প্রশ্ন: সংবিধান রচনাকারীরা নিচের কোনটি U. S. A. সংবিধান অনুসারে গ্রহণ করেছে? a. বিচার বিভাগীয় পর্যালোচনা

b. মৌলিক অধিকার c. সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ

d. ওপরের সবকটি উত্তর : d. ওপরের সবকটি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url