রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 6 | NTPC Exam Science Question answer in Bengali

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

 Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।

রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 6 | NTPC Exam Science Question answer in Bengali

তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।


রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 06 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024


আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।

প্রশ্ন: প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়

a °C করে               

b. 5.5°C করে 

c. 6°C করে            

d. 6.5°C করে   

উত্তরঃ[d] 6.5°C করে

 

প্রশ্ন: কম্পাঙ্কের S.I. একক ____

(a) CM                  

(b) J

(c) Hz                    

(d) KM

উত্তর: (c) Hz

 

প্রশ্ন: সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে

ট্রপোস্ফিয়ার            

b. থার্মোস্ফিয়ার

 c. ওজোনস্ফিয়ার    

d.ম্যাগনেটোস্ফিয়ার                             

উত্তরঃ[c] ওজোনস্ফিয়ার

 

প্রশ্ন: স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি ? 

A.নিউরোন                             

B.ঝিল্লি 

C.কোরক                

D.নেফ্রন

উত্তর :- (A)

 

প্রশ্ন: মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ? 

A.12 জোড়া                           

B.12 টি 

C.31 টি                   

D.31 জোড়া

উত্তর :- (D)

 

প্রশ্ন: যৌন ক্রোমোজোমে ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?

A. নিউক্লিয়াস                         

B. জেনোম 

C. অটোজোম                         

D. অলোজোম

উত্তর :- C

 

প্রশ্ন:  মানুষের স্নায়ুতন্ত্রের কয়টি ভাগ ? 

A.3 টি                    

B.4 টি 

C.6 টি                     

D.2 টি

উত্তর :- (A)

 

প্রশ্ন: এসকোরিস বা গোল কৃতমি পাওয়া যায় কোথায় ?

A. মানুষের ক্ষুদ্রান্তে                

B. মানুষের বৃহদন্ত্রে  

C. মানুষের পাকস্থলিতে            

D. কোনোটিই নয়

 উত্তর :- A

 

প্রশ্ন: হাইগ্রোমিটারের সাহায্য কি পরিমাপ করা হয়

A. বাতাসের আপেক্ষিক আদ্রতা 

B. কঠিন পদার্থের আয়তন 

C. কঠিন পদার্থের ঘনত্ব  

D. কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ

 উত্তর :- A


প্রশ্ন: ওজোন গ্যাসের বর্ণ কি ধরনের ?

A.হালকা নীল                          

B.হালকা হলুদ

C.হালকা লাল                         

D.হালকা সবুজ 

উত্তর :- (A)

 

প্রশ্ন: ওজন স্তরে ঘনত্ব মাপা হয় কোন এককে ?

A.পারদ দূষণ                          

B.ক্যাডমিয়াম দূষণ

C.আর্সেনিক দূষণ     

D.ফ্লুরাইড দূষণ 

উত্তর :- (C)

 

প্রশ্ন: মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত ? 

A.10 জোড়া            

B.13 জোড়া 

C.12 জোড়া            

D.12 টি

উত্তর :- (C)

 

প্রশ্ন: মস্তিষ্কের আবরণীকে কি বলে ? 

A.কোরক                               

B.মেনিনজেস 

C.মেনিনজাইটিস                     

D.ঝিল্লী

উত্তর :- (B)

                                                    

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান

A. 0°C                    

b. 32°C 

c. -273°C              

d. 273°C

উত্তরঃ[c] -273°C

 

প্রশ্ন: গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় 

থার্মোমিটার                             

b. হেক্সোমিটার 

c. ব্যারোমিটার                         

d. ক্যালোরিমিটার

উত্তরঃ[c] ব্যারোমিটার

 

প্রশ্ন: প্রথম অণুর কল্পনা করেন

অ্যাভোগাড্রো                          

b. গে-লুসাক 

c. ডালটন                               

d. চার্লস

উত্তরঃ[a] অ্যাভোগাড্রো

 

প্রশ্ন: RNA থেকে DNA তৈরিকে বলে – 

(A) ট্রান্সলেশন                       

(B) রিভারস ট্রান্সক্রিপ্সশন 

(C) ট্রান্সক্রিপ্সশন      

(D) রেপ্লিকেশন

 উত্তর: (B) রিভারস ট্রান্সক্রিপ্সশন বলে।

 

প্রশ্ন:  ফাজকথাটিরঅর্থকি?

A. রক্ষক  

B. ভক্ষক

C. সংগ্রাহক             

D. ক্ষতিকারক

উত্তর:-(B)

 

প্রশ্ন: ক্যাপসিডবিহীনভাইরাসকেকিবলাহয়?

A. লিপোভাইরাস     

B. ক্যাপসোমিয়ার

C. ভাইরয়েড                          

D. কোনোটিইনয়

উত্তর:-(C)

 

প্রশ্ন: স্ত্রীএডিসমশাবাহিতরোগকোনটি?

A. ম্যালেরিয়া           

B. জাপানিএনসেফ্যালাইটিস

C. ইলিরিয়া              

D. ডেঙ্গু

উত্তর:-(D)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url