ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 08 | WBPSC Clerkship Practice Set No 8 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 08 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -08 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 17 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত
হন ?
A. 5 বছর
B. 6 বছর
C. 4 বছর
D. অনির্দিষ্টকালের জন্য
উত্তর :- B
প্রশ্ন: যৌন ক্রোমোজোমে
ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?
A. নিউক্লিয়াস
B. জেনোম
C. অটোজোম
D. অলোজোম
উত্তর :- C
প্রশ্ন: এসকোরিস বা গোল
কৃতমি পাওয়া যায় কোথায়
A. মানুষের ক্ষুদ্রান্তে
B.
মানুষের বৃহদন্ত্রে
C. মানুষের পাকস্থলিতে
D. কোনোটিই নয়
উত্তর :- A
প্রশ্ন: আন্তর্জাতিক
স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে
A. 8 সেপ্টেম্বর
B. BB সেপ্টেম্বর
C. B4 সেপ্টেম্বর
D. BC সেপ্টেম্বর
উত্তর :- A
প্রশ্ন: রাজ্যের রাজ্যপাল
কার নিকট দায়িত্বশীল থাকেন
A. উপরাষ্ট্রপতি
B. রাষ্ট্রপতি
C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
D. প্রধানমন্ত্রী
উত্তর :- B
প্রশ্ন: কেন্দ্রীয়
শক্তিমন্ত্রকের হিসাব অনুযায়ী ভারতে 2012 সাল সম্পদ প্রয়োজনীয় অতিরিক্ত শক্তির পরিমাণ—
(A) 1 লক্ষ মেগাওয়াট
(B) 2 লক্ষ মেগাওয়াট
(C) 3 লক্ষ মেগাওয়াট
(D) 5 লক্ষ মেগাওয়াট
প্রশ্ন: LPG শব্দটির পুরো কথাটি হল—
(A) Low Pressed Gas
(B) Less Petroleum
Gas
(C) Liquid Petroleum
Gas
(D) Liquified
Petroleum Gas
প্রশ্ন: নীচের কোন্টি
খেচরের অভিযোজনের উদাহরণ?
(A) সুন্দরবনের বাঘ
(C) গুহাবাসী মানুষ
(B) বাদুড়
(D) জমিতে ইঁদুর
প্রশ্ন: গ্রিসের
অ্যাক্রোপলিস, স্ট্যাচু অব লিবাটি,তাজমহলের বিপন্নতার
কারণ—
(A) বায়ুদূষণ
(B) জলদূষণ
(C) কঠিন বর্জ্যদূষণ
(D) তেজস্ক্রিয় পদার্থদূষণ
প্রশ্ন: পৃথিবীর অষ্টম
আশ্চর্য কাকে বলে ?
A. বরোবুরের স্তুপ
B. আদিনা মসজিদ
C. যতীন্দ্রনাথ দাস
D. তাজমহল
উত্তর :- A
প্রশ্ন: বন্দেমাতরম
পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. যতীন্দ্রনাথ দাস
B. বারীন ঘোষ
C. অরবিন্দ ঘোষ
D. রাসবিহারী বোস
উত্তর :- C
প্রশ্ন: তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?
A. ঈষা খাঁ
B. নাসুরুদ্দিন চিরাগ
C. দরগা বাওখানকা
D. জয়ানন্দ
উত্তর :- A
প্রশ্ন: গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
A. কোচি
B. মোহালি
C. কানপুর
D. দেরাদুন
উত্তর :- (C)
প্রশ্ন: 2020 ফ্রেঞ্চ ওপেন পুরুষ বিভাগে কে জয়ী হলেন ?
A. এন্দ্রিয়াস মাইস
B. রজার ফেডারার
C. নোভাক জোকোভিচ
D. রাফায়েল নাদাল
উত্তর :- (D)
প্রশ্ন: কার্লিং কাপ কোন
খেলার সাথে যুক্ত ?
A. হকি
B. ফুটবল
C. ক্রিকেট
D. ব্যাডমিন্টন
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতের বিপ্লবের
জননী— কাকে বলা হয় ?
A. সরোজিনী নাইডু
B. বাসন্তী দেবী
C. ভিখাজি রুস্তম কামা
D. মাতঙ্গিনী হাজরা
উত্তর :- (C)
প্রশ্ন: হ্যামলেটেড গ্রামীণ
জনবসতি __________-এর বৈশিষ্ট্য।
A. মধ্যপ্রদেশ
B. বিহার
C. পাঞ্জাব
D. হরিয়ানা
উত্তর :- (A)