রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 05 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 5
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 05 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 05 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন : হোমরুল লিগের প্রতিষ্ঠাতা কে ?
A.বাল গঙ্গাধর তিল
B.অ্যানি বেসান্ত
C.A এবং B
D.কোনোটিই নয়
উত্তর :- (C)
প্রশ্ন :সবরমতী আশ্রম কোথায় অবস্থিত ?
A.আমেদাবাদ
B.কানপুর
C.আগ্রো
D.হায়দ্রাবাদ
উত্তর :- (A)
প্রশ্ন :স্বরাজ পার্টি বা স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ?
A.এন সি কেলকার
B.মোতিলাল নেরুল
C.চিত্তরঞ্জন দাস
D.উপরের সবকটি
উত্তর :- (D)
প্রশ্ন: পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয় ?
A. রূপান্তরিত বদ্বীপ
B. মৃত বদ্বীপ
C. পরিণত বদ্বীপ
D. সক্রিয় বদ্বীপ
উত্তর :- B
প্রশ্ন: চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?
A.ইরান
B.ইজরাইল
C.পাকিস্তান
D.কোনোটিই নয়
উত্তর - (C)
প্রশ্ন: কোন রাজ্যের প্রধান ভাষা খাসী ?
A.মেঘালয়
B.ত্রিপুরা
C.নাগাল্যান্ড
D.অসম
উত্তর - (A)
প্রশ্ন: মানুষ একদিনে কত অক্সিজেন গ্রহণ করে ?
A.800 লিটার
B.550 লিটার
C.970 লিটার
D.400 লিটার
উত্তর - (B)
প্রশ্ন: কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?
A. 1890
B. 1893
C. 1892
D. 1894
উত্তর :- B
প্রশ্ন: রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?
A.উদমপুর
B.আজমের
C.জয়পুর
D.ভগতপুর
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?
A.প্রেমমন্দির
B.রামমন্দির
C.অক্ষরধাম মন্দির
D.শ্রীরঙ্গনাথ মন্দির
উত্তর :- (D)
প্রশ্ন: দু’টি নিউরোনের সংযোগস্থলকে বলে—
(A) সাইন্যাপসিস
(B) সাইন্যাপটিক নব
(C) সাইন্যাস
(D) অ্যাক্সন হিলক
Ans: (C) সাইন্যাস
প্রশ্ন: মস্তিষ্কের আবরণকে বলে–
(A) মেনিনজেস
(B) প্লুরা
(C) পেরিকার্ডিয়াম
(D) পেরিটোনিয়াম
Ans: (A) মেনিনজেস
প্রশ্ন: নিউরোনের দীর্ঘ প্রবর্ধকের নাম হলো-
(A) ডেনড্রন
(B) অ্যাক্সন
(C) ডেনড্রাইট
(D) অ্যাক্সেলিমা
Ans: (B) অ্যাক্সন
প্রশ্ন: বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের
a.আয়তন ও উষ্ণতা
b. ভর ও উষ্ণতা
c.চাপ ও উষ্ণতা
d. চাপ ও ভর
উত্তরঃ[b] ভর ও উষ্ণতা
প্রশ্ন: পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির
a. আয়তন কমে
b. আয়তন বাড়ে
b. আয়তন একই থাকে
d. আয়তন কখনো বাড়ে কখনো কমে
উত্তরঃ[b] আয়তন বাড়ে
প্রশ্ন: সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নেন? a. জহরলাল নেহেরু
b. কে. এম. মুন্সি c. বি. আর. আম্বেদকর
d. বি. এন. রাও উত্তর : d. বি. এন. রাও প্রশ্ন: ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? a. ২৬সে জানুয়ারী, ১৯৫০
b. ২৬সে জানুয়ারী, ১৯৪৯ c. ২৬সে নভেম্বর, ১৯৪৯
d. ৩১সে ডিসেম্বর ১৯৪৯ উত্তর : a. ২৬সে জানুয়ারী, ১৯৫০
প্রশ্ন: ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কি ভাবে? a. সাধারণ গরিষ্ঠতার মাধ্যমে b. দুই-তৃতীয়াংশের গরিষ্ঠতার মাধ্যমে c. সর্বসম্মত ভাবে d. ওপরের সব কটির মাধ্যমে