রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 5 | NTPC Exam Science Question answer in Bengali
Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 05 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: মস্তিষ্কেরগহ্বরেযেতরলথাকেতাকেবলে?
A. CSF
B. CSM
C. CKF
D.
CJN
উত্তর:-(A)
প্রশ্ন: নিচের কোনটি মানবদেহের
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে?
A. পিটুইটারি
B. হাইপোথ্যালামাস
C. থাইরয়েড
D. অ্যাড্রিনাল
উত্তর:-(B)
WhatsApp : 7001703046
প্রশ্ন: মানবদেহেরসবথেকেবড়লসিকাগ্রন্থিকোনটি?
A. যকৃত
B. ডিওডেনাম
C. প্লীহা
D. অ্যালভিওলাই
উত্তর:-(C)
প্রশ্ন: অলফ্যাক্টরি স্নায়ু
নিচের কোন কাজে সাহায্য করে?
A. দর্শন
B. শ্রবণ
C. স্বাদ
D. ঘ্রান
উত্তর:-(D)
প্রশ্ন: কোন প্রাণীর অন্তঃকোষীয়ও
বহিঃকোষীয় উভয় পরিপাক দেখা যায়?
A. হাইড্রা
B. অ্যামিবা
C. ইউগ্লিনা
D. কোনোটিইনা
উত্তর:-(A)
WhatsApp : 7001703046
প্রশ্ন: ত্বকের রং কিসের উপর
নির্ভর করে?
A. লিম্ফোসাইট
B. মনোসাইট
C. মেলানিন
D. কাইনিন
উত্তর:-(C)
প্রশ্ন: নিন্মের কোন অঙ্গ
থেকে রেনিন ক্ষরিত হয় ?
A. ত্বক
B. অন্ত্র
C. বৃক্ক
D. ফুসফুস
উত্তর:- (C)
প্রশ্ন: C, N, F এবং O মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজালে হবে –
a. C > N > O > F
b. C < N < O
< F
c. F >C > O > N
d. O < N < C <F
উত্তরঃ[b] C < N < O < F
প্রশ্ন: 2 নং পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হল
a. O
b. F
c. C
d. Br
উত্তরঃ[b] F
প্রশ্ন: মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল
a. গলনাঙ্গক
b. তড়িৎ-ঋণাত্মকতা
c. তেজস্ক্রিয়তা
d. জারণবিজারণ ধর্ম
উত্তরঃ[c] তেজস্ক্রিয়তা
প্রশ্ন: জলে অদ্রাব্য সমযোজী যৌগ কোনটি ? –
a. চিনি
b. ইউরিয়া
c. বেঞ্জিন
d. মিথাইল অ্যালকোহল
উত্তরঃ[c] বেঞ্জিন
প্রশ্ন: দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি আয়নীয় যৌগ কোনটি ? –
a. NH4CI
b. NaCl
c. CaCI2
d. Pb(NO3)2 ।
উত্তরঃ[b] NaCl
প্রশ্ন: নীচের কোনটি জড়িৎযোজী যোগ নয় ? –
a. NaCl
b. CaO
c. CO2
d. MgCl2 ।
উত্তরঃ[c] CO2
প্রশ্ন: নীচের কোন যৌগটির ক্ষেত্রে সংকেতভর কথাটি প্রযোজ্য ? –
a. HCL
b. CO2
c. MgCl2
d. CH2 ।
উত্তরঃ[c] MgCl2
প্রশ্ন: অ্যাসিটিলিন অণুর গঠনে দেখা যায় –
a. তিনটি একবন্ধন
b. দুটি একবন্ধন ও একটি দ্বিবন্ধন
c. একটি ত্রিবন্ধন ও দুটি একবন্ধন
d. দুটি দ্বিবন্ধন
উত্তরঃ[c] একটি ত্রিবন্ধন ও দুটি একবন্ধন
প্রশ্ন: নিস্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের
ইলেকট্রন সংখ্যা –
a. 4
b. 6
c. 7
d. ৪
উত্তরঃ[d] ৪
প্রশ্ন: শব্দদূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো
(A) বধিরতা
(B)
রক্তচাপ বৃদ্ধি
(C) শ্রবণক্ষমতা বিনষ্ট
(D) সবক’টি
উত্তর: (D) সবক’টি
WhatsApp : 7001703046
প্রশ্ন: প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে বলে –
(A) এক্স – সিটু
(B) ইন – সিটু সংরক্ষণ
(C) ক্রায়োপ্রিজারভেশন
(D) চিড়িয়াখানা
উত্তর: (B) ইন – সিটু সংরক্ষণ
প্রশ্ন: ব্যালানোগ্নসাস (Balanoglossus sp.) নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –
(A) হেমিকর্ডাটা
(B) স্টোমোকর্ডাটা
(C) কর্ডাটা
(D) A ও B
উত্তর: (A) হেমিকর্ডাটা
প্রশ্ন: চিংড়ির রেচন
অঙ্গের নাম কী ?
■ সংকোচী গহ্বর
■ সবুজ গ্ৰন্থি ✓
■ রেনেট কোষ
■ ফ্লেম কোষ
প্রশ্ন : মানবদেহে বৃহত্তম জয়েন্ট কোনটি ?
■ কনুই
■ হাঁটু ✓
■ হিপ
■ কাঁধ
প্রশ্ন: স্টেইনলেস স্টিলে
কোন কোন ধাতু থাকে ?
A. জিঙ্ক
B. নিকেল এবং ক্রোমিয়াম
C. কপার
D. ম্যাঙ্গানিজ
উত্তর :- (B)
প্রশ্ন: শল্য চিকিৎসায়
চেতনানাশক রূপে কোন জৈবযৌগ ব্যবহার করা হয় ?
A. বেঞ্জিন
B. ইথিলিন
C. ক্লোরোফর্ম
D. ন্যাপথ্যালিন
উত্তর :- (C)