রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 03 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 3
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 03 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন :আর্য সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1892
B.1896
C.1876
D.1875
উত্তর :- (D)
প্রশ্ন :ভারত সভা বা ইন্ডিয়ান ন্যাশনাল এসোসিয়েশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1815
B.1876
C.1866
D.1875
উত্তর :- (B)
প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
A.রাসবিহারী বসু
B.রাজা রামমোহন রায়
C.স্বামী বিবেকানন্দ
D.অ্যালান অক্টোভিয়ান হিউম
উত্তর :- (D)
প্রশ্ন :মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
A. অমরকন্টক
B. মানপুর
C. পাঁচমারি
D. ধূপগড়
উত্তর :- A
প্রশ্ন: নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ?
A. ব্রহ্মপুত্র উপত্যকা
B. চম্বল উপত্যকা
C. দামোদর উপত্যকা
D. শোন উপত্যকা
উত্তর :- C
প্রশ্ন: ধনেখালি কি জন্য বিখ্যাত ?
A. কাগজ শিল্পের জন্য
B. চর্মশিল্পের জন্য
C. পাট শিল্পের জন্য
D. তাঁত শিল্পের জন্য
উত্তর :- D
প্রশ্ন: মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো
(A) ১১ জোড়া
(B) ২১ জোড়া
(C) ১০ জোড়া
D) ৩১ জোড়া
Ans: (D) ৩১ জোড়া
প্রশ্ন: মানুষের মস্তিষ্কে স্নায়ুকোশের সংখ্যা প্রায়
(A) ১০ শত কোটি
(B) ২০ শত কোটি
(C) ৪০ শত কোটি
(D) ৫০ শত কোটি
Ans: (A) ১০ শত কোটি
প্রশ্ন: স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে বলে—
(A) নিউরোন
(B) নেফ্রন
(C) নিউরোগ্লিয়া
(D) মস্তিষ্ক
Ans: (A) নিউরোন
প্রশ্ন: সিলিয়ারি গমন দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে তা সঠিক ভাবে নিরূপণ করো
(A) অ্যামিবা
(B) প্যারামেসিয়াম
(C) ইউমিনা
(D) মাছ ।
Ans: (B) প্যারামেসিয়াম
প্রশ্ন: প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে প্রায়
5°C করে
b. 5.5°C করে
c. 6°C করে
d. 6.5°C করে
উত্তরঃ[d] 6.5°C করে
প্রশ্ন: সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে
ট্রপোস্ফিয়ার
b. থার্মোস্ফিয়ার
c. ওজোনস্ফিয়ার
d. ম্যাগনেটোস্ফিয়ার
উত্তরঃ[c] ওজোনস্ফিয়ার
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান
0°C
b. 32°C
c. -273°C
d. 273°C
উত্তরঃ[c] -273°C