ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 07 | WBPSC Clerkship Practice Set No 7 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in Bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
![]() |
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 07 |
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims , ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -07 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 17 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ফোয়ারার নাম কি?
[A] গ্র্যান্ড ল্যান্ড
[B] স্বয়ং পার্ক
[C] গ্রীন পার্ক
[D] গ্র্যান্ড পার্ক
Ans- [D] গ্র্যান্ড পার্ক
প্রশ্ন: সত্যমেব জয়তে
উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
A. অর্থশাস্ত্র
B. মুণ্ডক উপনিষদ
C. অথর্ববেদ
D. সামবেদ
উত্তর :- (B)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: মাতঙ্গিনী হাজরা
কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন ?
A. খেদা আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. চম্পারন সত্যাগ্রহ
D. ভারত ছাড়ো আন্দোলন
উত্তর:- (D)
প্রশ্ন: দুর্গাপুর লৌহ
ইস্পাত কেন্দ্র কতসালে গড়ে উঠেছিল ?
A. 1960
B. 1962
C. 1966
D. 1967
উত্তর:- (A)
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের
জনক হলেন -
A. গার্নার
B. অ্যারিস্টটল
C. মার্কস
D. গেটেল
উত্তর:- (B)
প্রশ্ন: রেলওয়ে প্রটেকশন ফোর্স র নতুন DG পদে কে নিযুক্ত হলেন ?
A.গোবিন্দ মালব্য
B.অশ্বিবিনী ভাটিয়া
C.মনোজ যাদভা
D.সুরজিত পোড়ে
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের প্রথম জরুরি
অবস্থা জারি হয়েছিল কত সালে ?
A.1971 সালে
B.1975 সালে
C.1962 সালে
D.1956 সালে
উত্তর :- (C)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: কোন তারিখে ভারতের
সংবিধান কার্যকরী হয় ?
A.26 নভেম্বর,1949
B.31 ডিসেম্বর,1950
C.26 জানুয়ারি,1950
D.26 জানুয়ারি,1949
উত্তর :- (C)
প্রশ্ন: ভারতের উচ্চতম
জলপ্রপাত কোনটি ?
A.যোগ জলপ্রপাত
B.কুঞ্চিকল জলপ্রপাত
C.চিত্রকুট জলপ্রপাত
D.ধুয়াধর জলপ্রপাত
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতের সংবিধানে
মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
A.ব্রিটেন
B.সুইডেন
C.জার্মানি
D.মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর :- (D)
প্রশ্ন: ভারতের শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?
A. মান্নার উপসাগর
B. ক্যাম্বে উপসাগর
C. কলম্বো উপসাগর
D. বঙ্গোপসাগর
উত্তর :- A
প্রশ্ন: আন্তর্জাতিক
স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে
A. 8 সেপ্টেম্বর
B. BB সেপ্টেম্বর
C. B4 সেপ্টেম্বর
D. BC সেপ্টেম্বর
উত্তর :- A
প্রশ্ন: পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?
A. ময়ূরেশ্বরে
B. বক্সাদুয়ারে
C. দার্জিলিং
D. মুকুটমনিপরে
উত্তর :- A
প্রশ্ন: রাজ্যের রাজ্যপাল
কার নিকট দায়িত্বশীল থাকেন
A. উপরাষ্ট্রপতি
B. রাষ্ট্রপতি
C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
D. প্রধানমন্ত্রী
উত্তর :- B
প্রশ্ন: পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?
A. বরোবুরের স্তুপ
B. আদিনা মসজিদ
C. যতীন্দ্রনাথ দাস
D. তাজমহল
উত্তর :- A
প্রশ্ন: বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. যতীন্দ্রনাথ দাস
B. বারীন ঘোষ
C. অরবিন্দ ঘোষ
D. রাসবিহারী বোস
উত্তর :- C
প্রশ্ন: তাজমহলের প্রধান
শিল্পী কে ছিলেন ?
A. ঈষা খাঁ
B. নাসুরুদ্দিন চিরাগ
C. দরগা বাওখানকা
D. জয়ানন্দ
উত্তর :- A