রেলের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর | Part 4 | NTPC Exam Science Question answer in Bengali
Railway exam Science Question answer in Bengal : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam Science Question answer in Bengal | Railway Question answer in Bengal in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর। RRB NTPC Exam Science Question answer in Bengali,রেলের পরীক্ষার প্রশ্ন উত্তর | Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর - 04 | রেলের পরীক্ষা বিজ্ঞান প্রশ্ন উত্তর 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি বিজ্ঞান প্রশ্ন উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: এক জোড়া বৃত্তাকার
ব্যাকটেরিয়াকে একত্রেকি বলে
A. মাইক্রোকক্কাস
B. স্ট্রেপটোকক্কাস
C. ডিপ্পোকক্কাস
D. কোনোটিইনয়
উত্তর:-(C)
প্রশ্ন: ব্যাকটেরিয়ারজেনেটিকবস্তুটিকি?
A. মেসোজোম
B. জেনোফোর
C. লোমোসোম
D. কোনাটিইনয়
উত্তর:-(B)
প্রশ্ন: উদ্ভিদেরক্ষেত্রেশ্বসনেরগুরুত্বকি?
A. অক্সিজেনসরবরাহকরে
B. শক্তিনির্গতকরে
C. কার্বনডাই-অক্সাইডনির্গতকরে
D. উপরেরসবকটি
উত্তর:-(B)
প্রশ্ন: প্রাণি বা উদ্ভিদকে কৃত্রিম পরিবেশ সংরক্ষণ করাকে কী বলে?
A. ইন সিটু সংরক্ষণ
B. এক্স সিটু সংরক্ষণ
C. ইনভিট্রো সংরক্ষণ
D. ইনভিভো সংরক্ষণ
উত্তর :- (B)
প্রশ্ন: F1 বংশগতিতে নিম্নের কোন বৈশিষ্ট্য বিদ্যমান এবং স্পষ্টত প্রতীয়মান ?
A. অ্যালিল
B. প্রকট
C. প্রচ্ছন্ন
D. বংশগতি
উত্তর :- (B)
23. নিম্নের কোন কৃমিটি Elephantiasis এর কারন ?
A. গোলকৃমি
B. পিনওয়ার্ম
C. কেঁচো
D. ফাইলেরিয়াল কীট
উত্তর :- (D)
প্রশ্ন: নিচের কোন রোগটি
ভাইরাস ঘটিত?
A. টাইফয়েড
B.
কলেরা
C. সাধারণ সর্দি কাশি
D.
টিটেনাস
উত্তর :- (C)
প্রশ্ন: ‘ ফিলোজফিক জুলজিক ‘ গ্রন্থটির লেখক হলেন
(A) মেন্ডেল
(B) ডারউইন
(C) অ্যারিস্টটল
(D) ল্যামার্ক
উত্তর: (D) ল্যামার্ক
প্রশ্ন: সমসংস্থ অঙ্গ হলো—
(A) তিমির প্যাডেল , পাখির ডানা ও মানুষের হাত
(B) পতঙ্গের ডানা
(C) পাখির ডানা
(D) উপরের কোনোটিই নয়
উত্তর: (A) তিমির প্যাডেল , পাখির ডানা ও মানুষের হাত
প্রশ্ন: জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নীচের কোনটি
অনুপস্থিত ছিল ?
(A) CH ,
(B) NH ,
(C) CO ,
(D) O² ,
উত্তর: O²
প্রশ্ন: শ্বাসমূল ( নিউম্যাটাফোর ) দেখা যায়-
(A) পদ্ম
(B)
সুন্দরী
(C) ক্যাকটাস
(D) সবক’টিতে
উত্তর: (B) সুন্দরী
প্রশ্ন: মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে—
(A) বাসস্থান সন্ধানে
(B) প্রজননের জন্য
(C) খাদ্যের সন্ধানে
(D) শত্রুর হাত থেকে বাঁচার জন্য WhatsApp : 7001703046
উত্তর: (C) খাদ্যের সন্ধানে
প্রশ্ন: বাষ্পমোচন হ্রাসে পাতা কাঁটায় রূপান্তরিত হয়—
(A) পদ্ম
(B) ওপানশিয়া
(C) সুন্দরী
(D) সবক’টিতে
উত্তর: (B) ওপানশিয়া
প্রশ্ন: নীচের কোনটি পরিবেশে দীর্ঘসময় থাকলে তার জীববিবর্ধন
ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো WhatsApp : 7001703046
(A) খবরের কাগজ
(B) জীবজতুর মলমূত্র
(C) পচা পাতা
(D) ক্লোরিনযুক্ত কীটনাশক ।
উত্তর: (D) ক্লোরিনযুক্ত কীটনাশক ।
প্রশ্ন: নীচের কোন সজ্জাটি গোরুমারা , করবেট , কুলিক , নন্দাদেবী – এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো –
(A) বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য , জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান
(B) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান , বায়োস্ফিয়ার রিজার্ভ , অভয়ারণ্য
(C) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান , অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ
(D) অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ , জাতীয় উদ্যান , অভয়ারণ্য
উত্তর: (C) জাতীয় উদ্যান , জাতীয় উদ্যান , অভয়ারণ্য , বায়োস্ফিয়ার রিজার্ভ
প্রশ্ন: বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ
হঠাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো
(A) যক্ষ্মা
(B) অ্যাজামা
(C) ম্যালেরিয়া
(D) ডেঙ্গু ।
উত্তর: (B) অ্যাজামা
প্রশ্ন: নিচেরকোনটিভাইরাসঘটিতঅসুখ?
A. ডিফথেরিয়া
B. টিটেনাস
C. সিফিলিস
D. ইনফ্লুয়েঞ্জা
উত্তর:-(D)
প্রশ্ন: আইলেটসঅবল্যাঙ্গারহ্যান্সএরবিটাকোষথেকেনিঃসৃতহয়?
A. গ্লুকাগন
B. ইনসুলিন
C. অ্যাড্রিনালিন
D. সোমাটোট্রফিক
উত্তর:-(B)
প্রশ্ন: পোডোসাইটকোষকোথায়থাকে?
A. গ্লোমেরুলাস
B. হেনরিরলুপ
C. ব্যাওমানক্যাপসুল
D. সবকটি
উত্তর:-(C)
প্রশ্ন: ভাইরাস ঘটিত কোন রোগটি
দেহের অনাক্রমতা নষ্ট করে দেয়?
A. লিউকিমিয়া
B. ক্যান্সার
C. ডেঙ্গু
D. এইডস
উত্তর:-(D)
প্রশ্ন: লাফিং গ্যাসের
সংকেত হল-
A. N2O
B.
No2
C. So2
D. Co2
উত্তর :- (A)
প্রশ্ন: ওয়াটার গ্যাস কোন
দুটি গ্যাসের মিশ্রণ ?
A. Co+N2
B. Co+H2
C. C+H2O
D. N2+H2O
উত্তর :- (B)