ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 06 | WBPSC Clerkship Practice Set No 6 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024
Clerkship exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্লার্কশিপ প্রাকটিস সেট Pdf । WBPSC Clerkship exam practice set for part 1 | Clerkship practice in bengali | Clerkship EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া ক্লার্কশিপ প্রাকটিস সেট । Wbpsc Clerkship exam practice set for prelims ,ক্লার্কশিপ practice set 2024| Clerkship পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
ক্লার্কশিপ প্র্যাকটিস সেট - 06 | ক্লার্কশিপ সাজেশন প্রশ্ন উত্তর 2024 | Clerkship সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Clerkship পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 20 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন: কালিদাস কার সভাকবি ছিলেন?
A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের
B. অশোকের
C. কনিষ্কের
D. বিম্বিসারের
উত্তর :- (A)
প্রশ্ন: মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে?
A. ২৩টি
B. ৩০টি
C. ৩৩টি
D. ৩৫টি
উত্তর :- (C)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি?
A. ব্যারোমিটার
B. থার্মোমিটার
C. ফ্যাদোমিটার
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
প্রশ্ন: অমৃতসরে
জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?
A. 1916 খ্রি .
B. 1918 খ্রি.
C. 1919 খ্রি.
D. 1920 খ্রি.
উত্তর :- (C)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: কোন
সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?
A. 1948 খ্রি .
B. 1949 খ্রি.
C. 1950 খ্রি .
D. 1946 খ্রি.
উত্তর :- (A)
প্রশ্ন: “অরণ্যের
অধিকার” - কার লেখা ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. মহাশ্বেতা দেবী
উত্তর :- (D)
WWW.SKGUIDEBANGLA.IN
প্রশ্ন: আমিনি কমিশন কে গঠন করেন ?
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কর্ণওয়ালিশ
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড
কার্টিয়ার
উত্তর :- (C)
প্রশ্ন: শাহানমা গ্রন্থের রচয়িতা কে ?
A. আবুলফজল
B. ফেরদৌসী
C. তহকিক হিন্দ
D. অলবেরুনী
উত্তর :- (B)
প্রশ্ন: ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম ?
A. উত্তরপ্রদেশ
B. গুজরাট
C. পশ্চিমবঙ্গ
D. রাজস্থান
উত্তর :- (A)
প্রশ্ন: 2020 সালের টাইমস পার্সন অফ দা ইয়ার কে হলেন ?
A. জো বিডেন এবং কমলা হ্যারিস
B. গ্রেটা
থানবার্গ
C. ডোনাল্ড ট্রাম্প
D. জেফ বেজস
উত্তর :- (A)
প্রশ্ন: কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান্তরিত করা হয়?
[A] ১৯০৫ সালে
[B] ১৯১১ সালে
[C] ১৯১৭ সালে
[D] ১৯২৬ সালে
Ans: [B] ১৯১১ সালে
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি?
[A] ল্যাম্বার্ক হ্রদ
[B] কাস্পিয়ান সাগর
[C] উলার হ্রদ
[D] বৈকাল হ্রদ
Ans- [B] কাস্পিয়ান সাগর
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম বন্দরের নাম কি?
[A] মুম্বাই বন্দর
[B] কোচিন বন্দর
[C] নিউইয়র্ক বন্দর
[D] টেমস্ বন্দর
Ans- [C] নিউইয়র্ক বন্দর
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি?
[A] নেদারল্যান্ডস
[B] সুন্দরবন
[C] সৌদি আরব
[D] গ্রীন ল্যান্ড
Ans- [C] সৌদি আরব
প্রশ্ন: “নোটাঙ্কি”- কোন রাজ্যের লোকনৃত্য?
[A] উত্তরপ্রদেশের
[B] রাজস্থানের
[C] কর্ণাটকের
[D] গুজরাটের
Ans-[A] উত্তরপ্রদেশের