রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 04 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট 2024 | RRB NTPC Practice Set No 4
Railway exam practice set : আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেলের পরীক্ষার প্রাকটিস সেট Pdf । RRB NTPC exam practice set in Bengali | Railway practice in bengali | Railway EXAM 2024 পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া রেলের পরীক্ষা প্রাকটিস সেট । RRB NTPC exam practice set for prelims ,রেলের পরীক্ষার practice set 2024| Railway NTPC পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রাকটিস সেট প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন। ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
রেলের পরীক্ষার প্র্যাকটিস সেট - 04 | রেলের সাজেশন প্রশ্ন উত্তর সেট - 2024 | Railway সাজেশন প্রশ্ন উত্তর 2024
আমরা Railway পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন আপনাদের গুরুত্বপূর্ণ 15 টি প্রশ্ন ও উত্তর দেবো যাতে এই সমস্ত প্রশ্ন ও উত্তর প্রাকটিস সেট করে ভালো করে প্রস্তুতি নিতে পারেন।
প্রশ্ন রামকৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠাতা কে ?
A.স্বামী বিবেকানন্দ
B.দেবেন্দ্রনাথ ঠাকুর
C.বিনায়ক দামোদর সভারকর
D.কোনোটিই নয়
উত্তর :- (A)
প্রশ্ন মিত্র মেলা কবে প্রতিষ্ঠিত হয় ?
A.1916
B.1913
C.1899
D.1903
উত্তর :- (C)
প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠাতা কে ?
A.শিশির কুমার ঘোষ
B.গোপালকৃষ্ণ গোখলে
C.পুলিন বিহারী দাস
D.কোনোটিই নয়
উত্তর :- (B)
প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লিগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
A.1910
B.1906
C.1905
D.1907
উত্তর :- (B)
প্রশ্ন: কাক কোন দেশের জাতীয় পাখি ?
A.বাংলাদেশ
B.ভুটান
C.শ্রীলঙ্কা
D.জাপান
উত্তর - (B)
প্রশ্ন: বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?
A.ডল হ্রদ
B.উলার হ্রদ
C.লেকটাক হ্রদ
D.চিলকা হ্রদ
উত্তর - (A)
প্রশ্ন: কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?
A.এমিউ
B.কাঠঠোকরা
C.তারা পাখি\
D.প্লাটিপাস
উত্তর - (D)
প্রশ্ন: তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?
A. ঈষা খাঁ
B. নাসুরুদ্দিন চিরাগ
C. দরগা বাওখানকা
D. জয়ানন্দ
উত্তর :- A
প্রশ্ন: রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?
A. 5 বছর
B. 6 বছর
C. 4 বছর
D. অনির্দিষ্টকালের জন্য
উত্তর :- B
প্রশ্ন: ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
A. পরোক্ষভাবে
B. প্রত্যক্ষভাবে
C. A এবংB উভয়ই
D. কোনোটিই নয়
উত্তর :- A
প্রশ্ন: গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে
(A) গুরুমস্তিষ্ক
(B) লঘুমস্তিষ্ক
(C) পনস
(D) থ্যালামাস
Ans: (B) লঘুমস্তিষ্ক
প্রশ্ন: ফ্ল্যাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ ?
(A) ইউক্লিনার
(B) অ্যামিবার
(C) প্যারামেসিয়ামের
(D) মাছের
Ans: (A) ইউক্লিনার
প্রশ্ন: বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে—
(A) অক্সিন
(B) জিব্বেরেলিন
(C) সাইটোকাইনিন
(D) ইথিলিন
Ans: (B) জিব্বেরেলিন
প্রশ্ন: গ্যাসীয় পদার্থের চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়
থার্মোমিটার
b. হেক্সোমিটার
c. ব্যারোমিটার
d. ক্যালোরিমিটার
উত্তরঃ[c] ব্যারোমিটার
প্রশ্ন: প্রথম অণুর কল্পনা করেন
অ্যাভোগাড্রো
b. গে-লুসাক
c. ডালটন
d. চার্লস
উত্তরঃ[a] অ্যাভোগাড্রো
প্রশ্ন: SI পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক
a. নিউটন / বর্গমিটার
b. নিউটন / বর্গসেমি
C. ডাইন / বর্গসেমি
d. ডাইন / বর্গমিটার
উত্তরঃ[a] নিউটন / বর্গমিটার
প্রশ্ন: জাতীয় পতাকা সম্পর্কিত অ্য়াড্হক কমিটির চেয়ারম্যান ছিলেন —
(A) জওহরলাল নেহেরু
(B) আম্বেদকর
(C) বি. এন. রাও
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (D) রাজেন্দ্র প্রসাদ
প্রশ্ন: ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?
a. ২৬শে জানুয়ারী, ১৯৫০
b. ২৬শে জানুয়ারী, ১৯৪৯
c. ২৬শে নভেম্বর, ১৯৪৯
d. ৩১শে ডিসেম্বর ১৯৪৯
উত্তর : c. ২৬সে নভেম্বর, ১৯৪৯
প্রশ্ন: ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন?
a. রাজেন্দ্র প্রসাদ
b. জহরলাল নেহেরু
c. কে. এম. মুন্সি
d. বি. আর. আম্বেদকর
উত্তর : d. বি. আর. আম্বেদকর