BREAKING

আপনার যা প্রয়োজন এখানে সার্চ করুন

বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

WB Group D Recruitment 2023 | গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।

Group D Job Recruitment 2023 in west Bengal – রাজ্যর কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি 

WB Group D Recruitment 2023 | গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি দেখে নিন।


পদের নাম ও শূন্যপদ :

পদের নাম হল Clerk, Group-D।

 শূন্যপদ : ১৩ জনকে নিয়োগ করা হবে।

বয়স সীমা ও বেতন (New Group D Recruitment 2023)

Group D পদে বয়স সীমা ও বেতন সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে অতি অবশ্যই আবেদন করার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ও অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আগে দেখবেন যাচাই করবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।


Group D পদে শিক্ষাগত যোগ্যতা 

আবেদন করার (College Group D ) জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেই বিষয়ে তথ্য জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন। 

Group D পদে বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

seramporecollege.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।


Group D পদে কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা (College Group D Recruitment 2023) এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।


গুরুত্বপূর্ন তারিখ : 

বিজ্ঞপ্তি প্রকাশিত 05.11.2023

আবেদন শুরু 06.11.2023

আবেদন শেষ 23.11.2023

প্রয়োজনীয় লিঙ্ক : 

🌐 অফিশিয়াল ওয়েবসাইট :  Click here 

📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি : – Download PDF

More Details View Now

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do you have any doubts? chat with us on WhatsApp
আমি আপনাকে কি ভাবে সাহায্য করতে পারি? Skguidebangla is typing ...
আপনি এখানে লিখুন...