প্যান আধার যোগে বাকি ৮। দিন৩১ মার্চের মধ্যে আধার-প্যান সংযোগ না করলে কী হবে?

প্যান আধার যোগে বাকি ৮ দিন



৩১ মার্চের মধ্যে আধার-প্যান সংযোগ না করলে কী হবে বলে জানিয়ে রেখেছে কেন্দ্র।

১। পান নম্বর নিষ্ক্রিয় হয়ে থাকবে যতক্ষণ না তা আধার কার্ড এর সাথে লিংক করছেন।

২।সংশ্লিষ্ট প্যান নম্বরের উপর প্রযোজ্য টিডিএস/ টিসিএস বেশি হারে কাটা হবে।

৩।শেয়ার বা মিউচুয়াল ফাতে কোনও কেনাকাটা করতে পারবেন না। এসয়াইপি'র টাকাও কাটা বন্ধ হয়ে যাবে।

।ডিম্যাট অ্যাকাউন্টে সবরকম লেনদেন বন্ধ হয়ে যাবে।

৫। জমি-বাড়ি কেনাবেচা কিছুই করতে পারবেন না

৬।একাধিক ব্যাঙ্কিং লেনদেনও করতে পারবেন না। যার মধ্যে রয়েছে।

• ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট করতে পারবেন না

● ৫০ হাজার টাকার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে পারবেন না

• নতুন ডেবিট/ফ্লেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না

• মিউচুয়াল ফান্ডের ইউনিট ৱিডিম/বিক্রি করতে পারবেন না।

৫০ হাজার টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা কিনতে পারবেন না



প্যান আধার লিংক করা খুব সহজে

কাউকে টাকা না দিয়ে নিজেই মোবাইলে/ ল্যাপটপে কয়েক মিনিটেই সেরে ফেলতে পারেন পুরো প্রক্রিয়া। জেনে রাখুন কী ভাবে


প্রথমে দেখে নিন, আগেই প্যান-আধার যোগ রয়েছে কি না?

১। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার পোর্টাল

https://www.incometax.gov.in/inc/foportal/ খুলুন। সেখানেই "লিঙ্ক ইয়োর প্যান' অপশন পাবেন।

> বা এই পেজের বাঁ দিকে ‘ক্যুইক লিঙ্কস' অপশনে থাকা 'লিঙ্ক আধার' ট্যাবে ক্লিক করলেও হবে।

https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bf-link-andhaar এই পেজ খুলবে।

২।এরপরে নির্দিষ্ট খোপে প্যান ও আধার নম্বর বসিয়ে

"ভ্যালিডেট' ট্যাবে ক্লিক করলেই স্ক্রিনে মেসেজ দেখতে পাবেন, 'লিঙ্ক' রয়েছে কি না।


Aadhaar Pan link না থাকলে কী করে করবেন?

১। আয়কর রিটার্ন জমা দেওয়ার পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal/ খুলুন।


২।এরপরে 'লিঙ্ক আধার' অপশনে গিয়ে ক্লিক করতে হবে।


৩।সামনে খুলে যাওয়া পাড়ায় নিজের প্যান নম্বর, আধার নম্বর বসান।


8 অ্যালিডেশন ট্যাবে ক্লিক করলে স্ক্রিনে নট ফাউন্ড ফর দিস প্যান'।

যার নীচে 'কন্টিনিউ টু পেক্ষ ই-পে ট্যাক্স ট্যাব থাকবে।


৫:এতে ক্লিক করলে https://eportal.incometax.gov.in/ic/foservices/#/e-pay-taxprelogin/user-detai পেজ খুলবে।

যেখানে নিজের প্যান ও মোবাইল নম্বর বসান।


৬। মোবাইলে ওটিপি আসার পর তা কন্টিনিউ করুন।

৭ পেমেন্ট (আমার রিসিটস (৫০০)) বায়ুন। কন্টিনিউ

করলে 'নিউ পেমেন্ট' পেজ(https://epornalincometax.gov.in/inc/foservices/#/e-pay-tax-prelogin/e-pay-tax/add-tut-breakupp-details) খুলবে। যেখানে (f)আদাস ট্যাবে ১০০০ টাকা বসানোই থাকবে।


৮। কন্টিনিউ করুন।

৯।নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, পে অ্যাট ব্যাঙ্ক কাউন্টার, পেমেন্ট অপশন আসবে। যেটা থেকে টাকা দিতে চান

● ক্লিক করে টাকা জমা করুন।

আপনার সামনে প্যান-আধার যোগের অনুরোধ গৃহীত হয়েছে তা জানান দিতে একটি মেসেজ স্ক্রিনে আসবে।



পেমেন্ট হয়ে গেলে পরের দিন বা কিছুক্ষন পরে আবার আধার-প্যান লিঙ্ক এ ক্লিক করে লিংক করাতে হবে।


বি: দ্রঃ - পেমেন্ট করার পরই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হবে না ,


পেমেন্টটা কনফার্মেশন হতে কয়েক ঘন্টা সময় লাগবে বা কয়েক মিনিট। 


পেমেন্ট কনফার্মেশন হয়ে গেলে পুনরায় চেক করবেন এবং আধার প্যান লিংক এ ক্লিক করে ক্লিক link করাবেন।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now