বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ। Bangla sahawata Kendra

বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ –
বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২টি শূন্যপদে কর্মী নিয়োগ। Bangla sahawata Kendra

বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ^মোট ২৯২২ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারী প্রার্থীরা এখানে উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। BSK Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রদান করা হবে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।


পদের নাম :- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে নিয়োগ করানো হবে।


মোট শূন্যপদ :- সব মিলিয়ে মোট ২৯২২ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। 

বেতন (₹) :- নিয়ম অনুযায়ী

চাকরির ধরন :- সরকারি চাকরি

আবেদন মোড :- অনলাইন আবেদন করতে পারবেন।

চাকরির স্থান             :- পশ্চিমবঙ্গের মধ্যে 

ওয়েবসাইট :- bsk.wb.gov.in ভিডিওর Description Box এ দেওয়া আছে।



শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এবং প্রার্থীদের অবশ্যই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য


বয়সসীমা (Age Limit) ওওওও

আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে।


আবেদন পদ্ধতি :- 

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা BSK ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে পার্থিদের Webel Technology LTD এর অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে স্ক্যান করে আপলোড করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপএ।

  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।

  • জাতিগত শংসাপত্র।

  • বসবাসের প্রমানপএ।

  • কম্পিউটার সার্টিফিকেট।

  • পাসপোর্ট সাইজের ছবি।


আবেদন মূল্য (Application Fee)

বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।



আবেদনের শেষ তারিখ 

2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের ১২০ দিন অর্থাৎ ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।


নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

 প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এরপরে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।


গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত ১৫.০৩.২০২৩

আবেদন শুরু ১৫.০৩.২০২৩

আবেদন শেষ ১২.০৭.২০২৩


প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আমাদের টেলিগ্রাম: Join Here


বন্ধুদের সঙ্গে শেয়ার করুন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

WhatsAp Group Join Now
Telegram Group Join Now