নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন 2025 | Class 9 Bengali First Summative Suggestion 2025
নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন | Class 9 Bengali First Summative Suggestion 2025 |
![]() |
নবম শ্রেণী বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন |
বাংলা জ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশন। Class IX Bengali First Summative test exam suggestion | West Bengal Class 9th Bengali First Unit Test Exam Suggestion 2025 |পরীক্ষা প্রস্তুতির জন্য নবম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা সাজেশন.গুরুত্বপূর্ণ ভাবে আপনাকে সাহায্য করবে।
তাই দেড়ি না করে এই পোস্টের নীচে দেওয়া Download লিংকে ক্লিক করে । নবম শ্রেণি সাজেশন 2025 pdf download । Class Nine Bengali important Suggestion 2025 in Bengali Pdf ডাউনলোড করে নিন। এবং প্রতিদিন বাড়িতে বসে প্রাক্টিস করে থাকতে থাকুন।ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ Note ,Pdf , Current Affairs,ও প্রতিদিন মকটেস্ট দিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Class 9 Bengali First Unit Test Exam Suggestion | নবম শ্রেণি বাংলা প্রথম টেস্ট পরীক্ষা সাজেশন 2025
পশ্চিমবঙ্গ নবম শ্রেণী বাংলা সাজেশন প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো।
নবম শ্রেণী বাংলা 2025 পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। পশ্চিমবঙ্গ নবম শ্রেণী Class 9 পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, নবম শ্রেণী পরীক্ষার সাজেশন 2025 – Class 9 Bengali First Summative Evaluation test Suggestion 2025 pdf নিচে দেওয়া হয়েছে।
First Unit Test Exam Suggestion 2025
Class 9 (নবম শ্রেনী)
Bengali (বাংলা)
1. “আদেশ পান বীর হনুমান।” – কোন্ দেবীর আদেশ পান? দেবীর আদেশ পেয়ে বীর হনুমান কী করলেন?
2.`কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশ অবলম্বনে প্রজাদের দুরবস্থার বর্ণনা দাও।
3. “প্রল গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।” – কোথাকার প্রজারা, কী কারণে প্রলয়ের আশঙ্কায় বিষাদ ভাবছে?
4. “নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর।” - কোথায় সাতদিন ধরে বৃষ্টি হয়েছিল? এর ফলে প্রজারা যে দুর্গতির সম্মুখীন হয়েছে তার বর্ণনা দাও।
5. প্রথম অবস্থায় ইলিয়াসের সংসার কেমন ছিল?
6. “এ অপরাধ আমি বইব কী করে।” – অপরাধ কী? বক্তার এমন ভাবনার কারণ লেখো
7.মহম্মদ শা কেমন ধরনের লোক? ইলিয়াস ও তার স্ত্রীর ওপর সে কী ধরনের সহৃদয়তা প্রদর্শন করেছিল?
8. “এ অপরাধ আমি বইব কী করে, এ লজ্জা আমি কোথায় রাখব।”এই অপরাধবোধ ও আত্মগ্লানি দূর হয়ে কীভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে দাও।
9. মহম্মদ শা কে ছিল? কীসের বিনিময়ে ইলিয়াস তার বাড়িতে আশ্রয় পেয়েছিল?
10. “বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই!” – - বৃদ্ধ দম্পতির এরূপ হওয়ার কারণ কী? শেষেকে সাহায্য করেছিল?
11. “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” – উদ্ধৃতাংশের বক্তা কে? কাকে উদ্দেশ করে এই উক্তি? এই উক্তির মধ্যে যে শ্লেষ আছে কাহিনি অবলম্বনে তা লেখো।
12. ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে ধীবরকে চোর সন্দেহে কারা ধরেছিল এবং শেষ পর্যন্ত তার কী পরিণতি হয়েছিল?
13. ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো।
14. “সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে;” — বক্তার কার উদ্দেশে এই উক্তি? বক্তার এরূপ উক্তির কারণ কী?
15.‘নোঙর’ কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা লেখো।
16. ‘নোঙর' কবিতায় ‘নোঙর’ ও ‘নৌকা’ কীসের প্রতীক?
16. নোঙর’ কবিতায় কবির বাসনা কী ছিল? তাঁর বাসনা পূর্ণ হচ্ছে না কেন?
17.. দূর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কেন? অভিশাপটি কী? অভিশাপ প্রভাবমুক্ত হওয়ার উপায় কী ছিল?
18.“একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি।” – উক্তিটির বক্তা কে? বক্তা কোন্ বিশেষ দিনের কথা বলেছেন? বক্তা উক্ত দিন থেকে কী অনুভব করে আসছেন?
19.“আমরা সাত দিন হলো পৃথিবী ছেড়েছি।” কী কী জানা যায় ? ‘আমরা’ কারা? কথাটি কোন্ তারিখের লেখায় আছে? ওই দিনের লেখা থেকে আর
20.. “সেও তো পাপ।” — এখানে কাকে, কেন পাপ বলা হয়েছে?
21..“সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে।” — বক্তা কে? তিনি কোথায় অবস্থান করছিলেন? সেই সময় তাঁর নদীর যে চিত্র ধরা পড়েছে তার বর্ণনা দাও।
22. “সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে ‘টাফা’ বলছে”। — ‘সে’ কে? ‘টাফা’ সম্পর্কে বক্তার কী ধারণা ছিল ?- বক্তা কে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তা এরূপ উক্তি করেছে?
23..“এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী।” —তাকে কেন দায়ী nকরা হয়েছে? প্রহ্লাদ কে? কোন্ কেলেঙ্কারির কথা বলা হয়েছে?
24. “বিধুশেখর আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছিল।” – বিধুশেখরের সাহসের পরিচয় দাও।
25. “আমরা দু'ঘণ্টা হলো মঙ্গলগ্রহে নেমেছি।” – ‘ব্যোমযাত্রীর ডায়রি’ গল্প অবলম্বনে মঙ্গলগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও
26..“মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ।” – কে, কী লাভ করেছে মাস্টারমশাইয়ের কাছ থেকে? কীভাবে লাভ করেছে বর্ণনা করো।
27.. তারক চাটুজ্জে কে? প্রোফেসর শঙ্কুর ডায়রি কীভাবে তার কাছে আসে?
28.. “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।” – কারা পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কী?
29.ছাত্র ও শিক্ষকের সুমধুর সম্পর্কের গল্প হল 'দাম' গল্প অনুসরণে লেখো।
30.ইলিয়াসের জীবনবোধ আমাদের কাছে শিক্ষণীয়” – ব্যাখ্যা করো।
২। কমবেশি ১৫টি শব্দের মধ্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
1. বাস্কির কারা?
2. ছাত্ররা কাঁদলে কী করতেন মাস্টারমশাই?
3. টাফার মানুষেরা দেখতে কেমন?
4. নিউটনের অরুচি হয়েছিল কেন?
5.’ ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটির তরজমা কে করেছেন?
6. প্রোফেসর শঙ্কুর পুরো নাম কী?
7. বীর হনুমান কার আদেশ পান?
8. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
9. প্রচলিত সন্ধির নিয়ম না মেনে যে সন্ধি ঘটে, তাকে কী বলা হয়? অনুসর্গের অপর নাম কী?
10. “কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না।” – একথা বলার অর্থ কী?
11. ‘প্রজা ভাবয়ে বিষাদ।' — প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন?
12. মঙ্গলগ্রহের প্রাণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।
13. “না পায় দেখিতে কেহ” – কী দেখতে পায় না?
14. কবির বাণিজ্য-তরী কোথায় বাঁধা পড়ে আছে?
15. ইলিয়াস কীভাবে অতিথিদের আপ্যায়ন করতেন?
16. 'দাম' গল্পে বক্তৃতার মধ্যে কথক কী কী উদ্ধৃতি ব্যবহার করেছিলেন?
17. রাজশ্যালক কী হাতে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এসেছিলেন?
18. বাক্যের মাধ্যমে পরিচয় দাও : তদ্ভব অনুসর্গ, বিদেশি অনুসর্গ।
19. উষ্মধ্বনি কাকে বলে? উদাহরণ দাও।
20. রাজ্যশ্যালক ধৃত ধীবরের প্রতি প্রথমদিকে কেমন মনোভাব পোষণ করেছেন?
21. আংটি ফেরত পেয়ে রাজার আচরণ কেমন হয়েছিল?
22. কবি অজিত দত্ত কোন দিকে চেয়ে নিশানা করে থাকেন?
23.শিস্ ধ্বনিজাত ব্যঞ্জনের উদাহরণ দাও।
24.- সুকুমার কেমন বক্তৃতা দিয়েছিলেন?
25. স্বরসংগতির পাঁচটি উদাহরণ দাও।
26. ধীবর কীভাবে সংসার চালায়?
27. বটিকা ইন্ডিকা কী?
28. বর্ণবিপর্যয় বা বিপর্যয় কাকে বলে?
29.আদি স্বরাগম-এর একটি উদাহরণ দাও।
30. “একেই বলে দিনে ডাকাতি” – কোন্ ঘটনাকে ‘দিনে ডাকাতি’ বলা হয়েছে?
31. স্বরভক্তিকে বিপ্রকর্ষ বলা হয় কেন?
32. 'আমি চমকে উঠলুম।' – চমকে ওঠার কারণ কী?
33.ঋষি দুর্বাসার অভিশাপটি কী ছিল?
34. “নামটা আপনারা হয়তো শুনে থাকবেন।” কার নামের কথা বলা হয়েছে?
35. প্রত্যয় নির্ণয় করো : বর্তমান, মানব।
36. 'পরা' নামক উপসর্গ দিয়ে একটি শব্দ লিখে বাক্যে ব্যবহার দেখাও।
37. ধ্বন্যাত্মক ধাতু কীভাবে ক্রিয়াপদে পরিণত হয়।
38. ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে?
39. শিস্ ধ্বনি বলতে কী বোঝো?
40. ‘ল’ কে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন?
41. ধ্বনি ও বর্ণের পার্থক্য কী?
42.স্বরভক্তিকে বিপ্রকর্ষ বলা হয় কেন?
43.কৃৎ প্রত্যয় কাকে বলে? উদাহরণ দাও।
44.‘অপিনিহিতি’ শব্দের অর্থ কী? ‘অপিনিহিতি’ কাকে বলে?
45.প্রোফেসর শঙ্কুর পুরো নাম কী?
46. ভাড়াটে মজুররা কী করত?
47. শকুন্তলার কাছে রাজা দুষ্মন্তের কোন্ নিদর্শন ছিল? ২৫ কী ‘হেজ্যা’ গেল?
48.স্কুলে কে বিভীষিকা ছিলেন?
49. ইলিয়াসের ক’টি সন্তান?
50.সুকুমার দশ টাকায় কী বিক্রি করেছিলেন?
51. কবি অজিত দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
52.তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে ‘গোল্ড মাইন' বলেছিলেন?
53.অবিনাশবাবু চায়ে চিনির সঙ্গে কী খেতেন?
54. প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কী বলেছিলেন?
55. কেন্দ্রীয় স্বরধ্বনির উদাহরণ দাও।
56.দুটো 'হ’ শ্রুতির উদাহরণ দাও।
57. দাঁড়ের নিক্ষেপে কবি কী শুনতে পান?
58.“এম-এ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি,” – কে, কী স্বপ্ন দেখেছেন?
59. ‘অপিনিহিতি’ কাকে বলে? দুটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও।
60. সন্ধি বিচ্ছেদ করো : মন্বন্তর।
61.যৌগিক স্বর বা সন্ধ্যক্ষরের উদাহরণ দাও।
বিনামূল্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন
File Details:-
File Name:- নবম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্ন উত্তর সাজেশন 2025
File Format:- Pdf
Quality:- High
File Location:- Google Drive