নববর্ষ উৎসব প্রবন্ধ রচনা Class 5, 6, 7, 8, 9

WhatsAp Group Join Now
Telegram Group Join Now

প্রবন্ধ রচনা : নববর্ষ উৎসব

[রচনা সংকেত : ভূমিকা—বাংলা নববর্ষের পরিচয়-পালনের কারণ—পাশ্চাত্য অনুকরণে নববর্ষ অনুষ্ঠান ও ইংরেজি নববর্ষ—উপসংহার।]


উত্তর ঃ ভূমিকা : জীবনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণের সাথে নববর্ষ উৎসব জড়িত। বহু আগে থেকেই নানান জাতিগোষ্ঠী নববর্ষ পালন করছে। প্রথম নববর্ষ উদ্যাপনের খবর পাওয়া যায় মেসোপটেমিয়ায়। খৃষ্টপূর্ব ২০০০ সালে কখনো মার্চ, কখনো সেপ্টেম্বর আবার কখনো ডিসেম্বর থেকে নববর্ষ গণনা করা হত। খৃষ্টপূর্ব ১৬ সালে জুলিয়াস সিজার কর্তৃক ক্যালেন্ডার সংস্কার করে জানুয়ারি মাসে বছর গণনা শুরু করার পর থেকেই জানুয়ারিতে জাঁকজমক আর আনন্দ উল্লাসের সাথে নববর্ষপালন করা হয়। এছাড়াও ইরানের অনুসরণে উত্তর ভারতে ‘নওরোজ' পালনের সূচনা করেন মুঘল সম্রাট হুমায়ুন। বর্তমানে নববর্ষের সব বড়ো আয়োজনই নগরকেন্দ্রিক। নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেড়ে সাদা শাড়ি, হাতে চুড়ি, কপালে টিপ আর ছেলেরা পাজামা, পাঞ্জাবি পরে বর্ষবরণের আনন্দে মেতে ওঠে। এভাবেই লোকজন বর্ষবরণ প্রথাগুলোর মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটা সংরক্ষিত হচ্ছে। ]


হালখাতা উৎসব সহ অন্যান্য উৎসব : নববর্ষ দোকানি ব্যবসায়ীদের জন্য নিয়ে আসে শুভ হালখাতার অনুষ্ঠান । বাংলা নববর্ষ উদ্যাপনের আলোচনায় বাঙালির হালখাতা পালনের কথাও উল্লেখ করা বিশেষভাবে বাঞ্ছনীয়। নববর্ষের এই উৎসেচককে কেন্দ্র করে বাঙালির উন্মাদনা বিশেষভাবে চোখে পড়ার মতো। প্রকৃতপক্ষে এই উৎসবটির তাৎপর্য হল বর্ষবরণ এর শুরুতে ব্যবসায়িক হিসাবগত খাতার হাল-হকিকত যাচাই করে নেওয়া। তবে এই উৎসবটি সকল ব্যবসায়ী মহলে পরম রসনার সঙ্গে পালন করা হয়। সকল আমন্ত্রিত ক্রেতাকে করানো হয় মিষ্টি মুখ। ক্রেতারাও সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে নিজেদের ধারবাকি মিটিয়ে পরস্পর এক শুভ বন্ধনে আবদ্ধ হয়। এখানে প্রাধান্য পায় হৃদ্যতা ও আন্তরিকতা।


ইংরেজি নববর্ষ : পৃথিবীর প্রায় সব দেশেই উৎসবের মেজাজে সাড়ম্বরে ১লা জানুয়ারি ইংরেজি এনববর্ষ পালিত হয়। যেসব দেশে গ্রোগাবিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হয় তারা সাধারণত ১লা জানুয়ারিতে ইংরেজি নববর্ষ পালন করে থাকে ।


উপসংহার : নববর্ষের চেতনা হচ্ছে আনন্দলোকে সমবেত হয়ে সকলের আনন্দ যুক্ত হওয়া। নববর্ষ তাই আমাদের জাতীয় জীবনে ও সংস্কৃতিতে এক আনন্দঘন সুভদিন। এদিন উজ্জ্বল ভবিষ্যৎ-এর স্বপ্নে নতুন দিনের সূর্যকে, চারপাশের প্রকৃতিকে, চেনা-অচেনা মানুষকে মনে হয় একান্ত আপনার। নতুন আশা, নতুন উদ্দীপনা, প্রেরণার পাশাপাশি। নববর্ষ আনে নতুন সাধনার প্রতিশ্রুতি, সকল মানুষের শুভ কামনার মধ্যে দিয়ে মানব স্বীকৃতিই তার মূল কথা।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url