SSC Group C D notification : এইমাত্র প্রকাশিত হলো SSC গ্রুপ সি(ক্লার্ক),গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান নিয়োগের গেজেট, জেনে নিন সংক্ষেপে সম্পূর্ণ তথ্য
WBSSC Group C D Recruitment 2025 | SSC গ্রুপ সি(ক্লার্ক),গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান নিয়োগের গেজেট

লাইব্রেরিয়ান: ৭৫ নম্বরের MCQ, ১০ নম্বর অ্যাকাডেমিক, ৫ নম্বর এক্সপেরিয়েন্স,ইন্টারভিউ ১০ নম্বর। মোট ১০০ নম্বর।
লাইব্রেরিয়ান শিক্ষাগত যোগ্যতা হল: B.Lib.Sc
লাইব্রেরিয়ানের সর্বনিম্ন বয়স ২০ বছর,ক্লার্ক ও গ্রুপ ডি ১৮ বছর।
এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ ৫ নম্বর। এক্সপেরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে।
ক্লার্ক: ৬০ নম্বরের MCQ, ১০ নম্বর অ্যাকাডেমিক, ৫ নম্বর এক্সপেরিয়েন্স,ইন্টারভিউ ১০ নম্বর,টাইপিং ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ১৫ নম্বর। মোট ১০০ নম্বর।
ক্লার্ক শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক
সর্বোচ্চ বয়স: ৪০ বছর। যাদের চাকরি গেছে,not specifically tainted তারা এবং বাকী রিজার্ভড ক্যাটাগরি বয়সের ছাড় পাবে।
এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ ৫ নম্বর। এক্সপেরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে।
গ্রুপ_ডি: ৪০ নম্বরের MCQ,এক্সপেরিয়েন্স ৫ নম্বর, ইন্টারভিউ ৫ নম্বর। মোট ৫০ নম্বর।
গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা হল: ৮ম পাশ
সর্বোচ্চ বয়স: ৪০ বছর। যাদের চাকরি গেছে,not specifically tainted তারা এবং বাকী রিজার্ভড ক্যাটাগরি বয়সের ছাড় পাবে।
এক্সপেরিয়েন্সে সর্বোচ্চ ৫ নম্বর। এক্সপেরিয়েন্সের নম্বর যোগ করে ইন্টারভিউতে ডাকবে।
সম্পূর্ণ নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ডাউনলোড ক্লিক করুন